শিক্ষার্থীদের নোবেল পুরস্কার খ্যাত বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক উদ্যোক্তা ভিত্তিক প্রতিষ্ঠান হাল্ট প্রাইজ প্রতিযোগিতায় এ বছর ‘প্রোগ্রাম অফ দ্যা ইয়ার’ হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

শনিবার (২৮ জুন) হাল্ট প্রাইজ ফাউন্ডেশন কেন্দ্রীয় এবং সাউথ এশিয়া রিজিওন পর্যায়ে চবি হাল্ট প্রাইজকে এ খেতাব ঘোষণা করে।

ঘোষণায় হাল্ট প্রাইজ ফাউন্ডেশন জানায়, হাল্ট প্রাইজ ২০২৫ কমিউনিটি অ্যাওয়ার্ডস-এ বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ ‘সেন্ট্রাল ও সাউথ এশিয়া প্রোগ্রাম অফ দ্য ইয়ার’ খেতাব অর্জন করেছে। আমিনুল ইসলাম শরীফের নিবেদিত নেতৃত্বে এ প্রোগ্রামটি মধ্য ও দক্ষিণ এশিয়া জুড়ে সামাজিক উদ্ভাবন এবং উদ্যোক্তা বিকাশে তাদের অসামান্য প্রচেষ্টার জন্য স্বীকৃতি লাভ করেছে।

আরো পড়ুন:

পাবিপ্রবিতে ২ অনুষদের উদ্যোগে প্রথম জাতীয় সম্মেলন

ইবিতে অ্যাপোস্টিল প্রক্রিয়া নিয়ে কর্মশালা

ফাউন্ডেশনটি আরো জানায়, এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি চবির অসামান্য প্রভাব এবং কর্মক্ষমতাকে স্বীকৃতি দেয়, যা তাদের শিক্ষার্থীদের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় টেকসই ব্যবসায়িক সমাধান তৈরি করতে উৎসাহিত করেছে।

এবার প্রথমবারের মতো বাংলাদেশে হাল্ট প্রাইজের জাতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে চবিতে। এতে দেশের ৪৫টি বিশ্ববিদ্যালয়ের ২ শতাধিক দল অংশগ্রহণ করে।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের আওতায় ১৩০টিরও বেশি দেশের হাজারো বিশ্ববিদ্যালয়ে এমন প্রতিযোগিতা হয়ে থাকে। সেসব প্রতিযোগিতার মধ্যে ‘প্রোগ্রাম অব দ্যা ইয়ার’ হয়েছে হাল্ট প্রাইজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। যা দেশের জন্য বয়ে এনেছে অনন্য গৌরব। 

হাল্ট প্রাইজের চবি ক্যাম্পাস ডিরেক্টর আমিনুল ইসলাম শরীফ বলেন, “চবির জন্য এটি একটি গর্বের মুহূর্ত। আমরা আগেও দুইবার এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলাম, কিন্তু জিততে পারিনি। অবশেষে এ বছর আমরা ‘প্রোগ্রাম অফ দ্যা ইয়ার’ হয়েছি, যা আমাদের জন্য এক ঐতিহাসিক অর্জন।”

হাল্ট প্রাইজের ডেপুটি ক্যাম্পাস ডিরেক্টর জান্নাতুল মাওয়া মিথিলা বলেন, “এই অর্জন সম্ভব হয়েছে আমাদের ব্যবস্থাপনা কমিটির টিমওয়ার্কের মাধ্যমে। আমরা শুরু থেকেই একটি লক্ষ্য নিয়ে কাজ করেছিলাম, যা টেকসই উন্নয়নকে সামনে রেখে শিক্ষার্থীদের যুক্ত করা।”

তিনি বলেন, “এই গর্বের মুহূর্তের আরো একটি বিশেষ কারণ হলো, এই প্রথমবার বাংলাদেশে আয়োজিত হয়েছে হাল্ট প্রাইজ ন্যাশনাল রাউন্ড, যার আয়োজক ছিল চবি নিজেই। এই অর্জনের স্বীকৃতি হিসেবে চবি ক্যাম্পাস ডিরেক্টর আমিনুল ইসলাম শরীফকে লন্ডনে অনুষ্ঠিতব্য হাল্ট প্রাইজ গ্লোবাল ফাইনাল ইভেন্টে আমন্ত্রণ জানানো হয়েছে। যেখানে তিনি চবির পক্ষ থেকে এই আন্তর্জাতিক সম্মান গ্রহণ করবেন।”

হাল্ট প্রাইজের মূল লক্ষ্য, শিক্ষার্থীদের সামাজিক সমস্যার টেকসই সমাধান নিয়ে আসার জন্য উদ্ভাবনী উদ্যোগ গড়ে তোলা এবং লাভজনক ব্যবসায়িক মডেলে রূপান্তর ঘটানো। এই প্রতিযোগিতা কেবল একটি বিজয় অর্জনের মঞ্চ নয়; বরং তরুণদের নেতৃত্ব, সামাজিক দায়বদ্ধতা ও উদ্যোক্তা মনোভাব বিকাশের এক অনন্য প্ল্যাটফর্ম।

ঢাকা/মিজান/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর প র গ র ম অফ দ য হ ল ট প র ইজ র র জন য

এছাড়াও পড়ুন:

বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান

বাংলাদেশে প্রথমবারের মতো হতে যাচ্ছে স্টেডিয়ামভিত্তিক আলট্রা-রান প্রতিযোগিতা, আয়োজন করতে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন কোস্টাল আলট্রা বাংলাদেশ। ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’ নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর জাতীয় স্টেডিয়ামে।

কোস্টাল আলট্রা বাংলাদেশ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ইভেন্ট আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। কোস্টাল আলট্রা বাংলাদেশ এ বছর ফেব্রুয়ারিতে কক্সবাজার মেরিন ড্রাইভে দেশের ইতিহাসে দীর্ঘতম দূরত্বের আলট্রা-ম্যারাথন আয়োজন করেছিল। সেই প্রতিযোগিতায়  ৫০ কিলোমিটার থেকে শুরু করে ২০০ কিলোমিটার—চার ক্যাটাগরিতে  দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ অংশ নেন।

আলট্রা-রান মূলত ম্যারাথনের প্রচলিত ৪২.১৯৫ কিলোমিটারের চেয়ে বেশি দূরত্বের দৌড়। সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের নানা দেশে এ ধরনের দৌড়ের জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। তবে স্টেডিয়াম আলট্রা-রান একটু আলাদা, এখানে নির্দিষ্ট দূরত্ব নয়; বরং নির্দিষ্ট সময় ধরে দৌড়াতে হয়। নির্দিষ্ট সময়ে কে কত দূর দৌড়াতে পারেন, সেই হিসাবেই নির্ধারিত হন বিজয়ী।

আয়োজকেরা জানিয়েছেন, ‘ঢাকা স্টেডিয়াম রান ২০২৫’–এ থাকছে সময়ভিত্তিক চার ক্যাটাগরি ৩৬ ঘণ্টা, ২৪ ঘণ্টা, ১২ ঘণ্টা ও ৬ ঘণ্টা। আন্তর্জাতিক মান পূরণ সাপেক্ষে দেশি–বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ এ প্রতিযোগিতায় অংশ নেবেন বলে জানানো হয়েছে। দৌড়বিদদের সহায়তায় কাজ করবেন প্রায় ২০০ স্বেচ্ছাসেবক।

ইভেন্টে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর রাত ৮টা থেকে। বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত দৌড়বিদেরাই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আবেদন করা যাবে সংগঠনটির ওয়েবসাইটে: coastalultra.com

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশে প্রথমবারের মতো স্টেডিয়াম আলট্রা-রান