আম্পায়ার নিয়ে সন্দেহ প্রকাশ করে শাস্তি পেলেন স্যামি
Published: 29th, June 2025 GMT
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউন টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করায় শাস্তির মুখে পড়লেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন স্যামি। তাঁকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে তাঁর নামের পাশে যোগ হয়েছে এক ডিমেরিট পয়েন্ট।
গত বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার আম্পায়ার হোল্ডস্টকের সিদ্ধান্তগুলো নিয়ে প্রশ্ন তোলেন স্যামি। এমনকি সেদিন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের সঙ্গে দেখা করে হোল্ডস্টকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা চেয়েছিলেন।
স্যামি জানান, ইংল্যান্ডে সর্বশেষ ওয়ানডে সিরিজেও হোল্ডস্টকের আম্পায়ারিং নিয়ে তাঁর মনে সন্দেহ জেগেছিল। সেই সিরিজের দুটি ম্যাচে হোল্ডস্টক টিভি আম্পায়ার এবং অন্যটিতে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন।
দ্বিতীয় দিনের খেলায় দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন স্যামি। একটি ছিল, ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজের এলবিডব্লুর সিদ্ধান্ত, অন্যটি শাই হোপের ক্যাচ।
স্যামির দল মনে করে, প্যাট কামিন্সের করা বলটি আগে চেজের ব্যাটে লেগেছে। ৪৪ রানে ব্যাটিং করতে থাকা চেজকে মাঠের আম্পায়ার এলবিডব্লু দিলে তিনি সঙ্গে সঙ্গে রিভিউ নেন। টিভি আম্পায়ার হোল্ডস্টক জানান, বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট দূরত্ব দেখা যাচ্ছে। আলট্রাএজে কোনো স্পাইক দেখা না গেলেও কাছাকাছি দুটি ছোট স্পাইক ছিল। তাতেই বল ব্যাটে লেগেছে বলে দাবি চেজের।
হোপের আউট নিয়েও বিতর্ক আছে। বো ওয়েবস্টারের ভেতরে ঢোকা বল ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেটের পেছনে, অ্যালেক্স ক্যারি দুর্দান্তভাবে সেটি লুফে নেন। বল ক্যারির হাতে ছিল। তবে তিনি ক্যাচ নিয়ে মাটিতে পড়ার সময় বলটি ঘাসে লেগেছে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। টিভি আম্পায়ার হোল্ডস্টক এখানেও অস্ট্রেলিয়ার পক্ষে রায় দেন। ড্রেসিংরুমে তখনই হতাশা প্রকাশ করতে দেখা যায় স্যামিকে।
৪১ বছর বয়সী স্যামি এ নিয়ে বলেছেন, ‘এই নির্দিষ্ট আম্পায়ারকে (হোল্ডস্টক) ঘিরে বিষয়টা আমার মনে প্রথম আসে ইংল্যান্ড সফর থেকেই। এটি হতাশাজনক। আপনি এমন অবস্থায় যেতে চান না, যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জন্মায়। তবে যখন একের পর এক সিদ্ধান্ত একই দলের বিপক্ষে যায়, তখন প্রশ্ন ওঠেই। আমি জানি, তিনি (হোল্ডস্টক) এই সিরিজের জন্য এখানে আছেন। কিন্তু আপনি কোনো টেস্ট ম্যাচ এমন সন্দেহ নিয়ে খেলতে চাইবেন না।’
এই মন্তব্যের জন্য স্যামির বিরুদ্ধে আইসিসি আচরণবিধির ২.
গত ২৪ মাসের মধ্যে এটি স্যামির প্রথম ‘অপরাধ’। নিয়ম অনুযায়ী, তাঁকে জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন স্যামি। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজও ম্যাচ শেষে প্রশ্নবিদ্ধ সিদ্ধান্তগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তবে তাঁর বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ–অস্ট্রেলিয়ার পরের দুই টেস্টে অ্যাড্রিয়ান হোল্ডস্টককে মাঠের আম্পায়ার হিসেবে দেখা যাবে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: র আম প য় র আম প য় র হ স ট ইন ড জ
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান