বাংলাদেশের পেইন্ট ও নির্মাণ খাতকে রূপান্তরের এক সাহসী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠা করেছে বার্জার ট্রেনিং ইনস্টিটিউট (বিটিআই)। বিটিআইয়ের মূল দর্শন হলো পণ্যের মান ঠিক ততটাই ভালো, যতটা দক্ষতার সঙ্গে সেটি প্রয়োগ করা হয়। তাই আধুনিক নির্মাণ খাতের পরিবর্তনশীল চাহিদার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য বিটিআই তৈরি করেছে কাঠামোগত প্রশিক্ষণ মডিউল, যেখানে শ্রেণিকক্ষে তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি রয়েছে বাস্তবভিত্তিক প্রশিক্ষণের সুযোগ।

বিটিআইয়ের উদ্যোগগুলোর মধ্যে অন্যতম হলো নারী পেইন্টার উন্নয়ন কর্মসূচি। এখন পর্যন্ত বিটিআইয়ের নারী গ্র্যাজুয়েটরা সফলভাবে ৩৪টি পেইন্টিং প্রকল্প সম্পন্ন করেছেন। বিটিআই যুক্ত হয়েছে ব্র্যাক, সেভ দ্য চিলড্রেন, প্রবাসবন্ধু লিমিটেড, বিশ্বব্যাংকের অ্যাসেট প্রকল্প ও জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মতো অংশীদারদের সঙ্গে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প ইন ট

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ