বন্ধুর সঙ্গে ঘুরতে এসে ‘অতিরিক্ত মদ্যপান’, যুবকের মৃত্যু
Published: 29th, June 2025 GMT
পটুয়াখালীর কুয়াকাটায় বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে এসে অতিরিক্ত মদ্যপানে সাজিদুল ইসলাম (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার হোটেল থেকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানান তারই বন্ধু হাবিব।
পরীক্ষা শেষে সাজিদুলের মৃত্যু নিশ্চিত করেন কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো.
নিহত সাজিদুল নেত্রকোনার বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে। তিনি ঢাকায় একটি খাবার হোটেলের কর্মচারী ছিলেন।
হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ঢাকা থেকে বন্ধু হাবিবসহ কুয়াকাটায় ঘুরতে আসেন সাজিদুল। তারা এখানে একটি আবাসিক হোটেলে ওঠেন। দিনে ঘোরাঘুরি শেষে রাতে হোটেলে ফিরে মদ্যপান করেন সাজিদুল। সকালে ঘুম থেকে উঠে পেটে ব্যথা অনুভব করলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নিতে যান সাজিদুল। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। তবে চিকিৎসা না নিয়ে হোটেলে ফিরে যান সাজিদুল। দুপুরের দিকে ফের পেটে ব্যথা বেড়ে গেলে বন্ধু হাবিব তাকে নিয়ে হাসপাতালে রওয়ানা দিলে পথে মারা যান সাজিদুল।
হাবিব বলেন, ‘আমরা ঢাকার ডেমরা এলাকায় থাকি। আমরা বন্ধু। দু’জনই কুয়াকাটায় ভ্রমণে এসেছি। দিনে ঘোরাঘুরি শেষে রাতে হোটেলে অবস্থান করি। রাতে সাজিদুল নিচে নেমে একা মদ খেয়ে রুমে আসে। আমাকেও খেতে বলেছি, তখন আমি ওকে খেতে নিষেধ করি। কিন্তু ও মদ খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে অসুস্থ বোধ করলে এ দুর্ঘটনা ঘটে।’
কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, ‘সকালে মদ্যপানে গুরুত্বর অসুস্থ অবস্থায় সাজিদুল ইসলাম নামের এক পর্যটক হাসপাতালে আসেন। আমরা চিকিৎসা দিয়ে রেফার করলেও তিনি চিকিৎসা নেননি। পরে আবার যখন নিয়ে আসা হয়, তখন পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত হই।’
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি