সিদ্ধিরগঞ্জ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৯৫ পুরিয়া হিরোইন ও ৪৫ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

রবিববার (২৯ জুন) দুপুরে গ্রেপ্ততারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

এরাাগে শনিবার (২৮ জুন) সন্ধ্যায় ও রবিবার সকালে থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্ততার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একাধিক টিম পৃথকভাবে অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকা থেকে খোরশেদ(৪২) ৫০ পুরিয়া হিরোইন, মোস্তফা(৪০) ৪৫ পুরিয়া হিরোইন ও ফয়সাল (২২) ৪০ পিস ইয়াবাসহ আদমজী নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো।

গ্রেপ্তারকৃত খোরশেদ সিদ্ধিরগঞ্জের চিত্তরঞ্জন কটন মিলস এলাকার হোসেন খাঁনের ছেলে, মোস্তাফা সুমিলপাড়া এলাকার গফুর ভান্ডারীর ছেলে ও মো: ফয়সাল কুমিল্লা জেলার মেঘনা থানার বৈদ্যের বাজার এলাকার নুর ইসলামের ছেলে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ হ র ইন ত র কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ