বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংগঠনের বিভিন্ন ধরনের সেবার মাশুল বা চার্জ ৫০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কমিয়েছেন। আগামী ১ জুলাই থেকে নগদ প্রণোদনা ও ইউডি-সংক্রান্ত সেবা-মাশুলের নতুন হার কার্যকর হবে। এতে কিছুটা হলেও স্বস্তি পাবে সদস্য প্রতিষ্ঠানগুলো।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যদের উদ্দেশে গতকাল রোববার এক চিঠিতে সেবা-মাশুল কমানোর বিষয়টি জানান সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। তিনি চিঠিতে উল্লেখ করেন, ‘তৈরি পোশাকশিল্পের ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো স্থানীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে সঙিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষভাবে উচ্চ ব্যাংক সুদ, মজুরি বৃদ্ধি এবং গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন মূল্যবৃদ্ধির চাপের মধ্যে ও উদ্যোক্তারা নিরন্তর পরিশ্রম করে কারখানাগুলো সচল রেখেছেন। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল, আমরা নির্বাচিত হলেই সদস্যদের স্বস্তি দিতে তাৎক্ষণিকভাবে সেবা-মাশুল কমাব।’

গত মাসে অনুষ্ঠিত বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনে মাহমুদ হাসান খাতের নেতৃত্বাধীন ফোরামের প্যানেল প্যানেল ৩৫ পদের ৩১টিতে জয়ী হয়। ১৬ জুন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএর সদস্যদের যাবতীয় সেবা-মাশুল পয়লা জুলাই থেকে ২৫ শতাংশ কমানো হবে। নির্বাচনের আগে সেবা-মাশুল কমানোসহ বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেন তিনি।

জানা যায়, বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম সভা ২৩ জুন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের সেবা-মাশুল কমানোর বিষয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী নগদ প্রণোদনা ও ইউডি-সংক্রান্ত সেবা-মাশুল পুনর্নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকল্প নগদ সহায়তার সনদের মাশুল ১ হাজার টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা করা হয়েছে।

এ ছাড়া তৈরি পোশাক রপ্তানির বিপরীতে দশমিক ৩০ শতাংশ বিশেষ নগদ সহায়তার সনদের মাশুল রপ্তানির মূল্য ভেদে ৫০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন বাজার সম্প্রসারণ সহায়তা প্রাপ্তির সনদের মাশুল কমেছে ২৫০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এসএমই সনদের মাশুল ৫০০ থেকে ১ হাজার ২৫০ টাকা পর্যন্ত কমছে।

অন্যদিকে সাধারণ ইউডির মাশুল ৬৩০ থেকে কমিয়ে ৪৭৫ টাকা এবং জরুরি ইইডির মাশুল ৯৩০ থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে ইউডি সংশোধন ও সার্ভিস চার্জ কমানো হয়েছে। রপ্তানি অনুমোদন ফি সাধারণ ক্ষেত্রে ৩০০ থেকে কমিয়ে ২২৫ টাকা এবং জরুরি ক্ষেত্রে মাশুল ৫০০ থেকে কমিয়ে ৩৭৫ টাকা করা হয়েছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সনদ র ম শ ল ব জ এমইএর ম শ ল কম সদস য

এছাড়াও পড়ুন:

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৮, নিখোঁজ অনেক

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের দুটি অঞ্চলে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো অনুসন্ধান অভিযান চলছে। খবর রয়টার্সের।

দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সিলাকাপ শহরে ভূমিধসে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি চাপা পড়ে। ৩ থেকে ৮ মিটার (১০ থেকে ২৫ ফুট) গভীরে লোকজন চাপা পড়ায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চ্যালেঞ্জিং ছিল।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় বিভাগের প্রধান এম আবদুল্লাহ জানিয়েছেন, সিলাকাপ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৭ জন নিখোঁজ রয়েছে।

নিউজ চ্যানেল কমপাসটিভির ফুটেজে দেখানো হয়েছে, সিলাকাপে মাটি খুঁড়তে খননকারীকে মোতায়েন করা হয়েছে।

এদিকে, মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে শনিবার ভূমিধসের পর দুজন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছে বলে দুর্যোগ প্রশমন সংস্থা সোমবার জানিয়েছে। এতে ৩০টিরও বেশি বাড়ি এবং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির বর্ষা মৌসুম সেপ্টেম্বরে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। বর্ষা মৌসুম দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার উচ্চ ঝুঁকি নিয়ে আসে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ