বিজিএমইএর সেবা-মাশুল কমল ৫ হাজার টাকা পর্যন্ত
Published: 30th, June 2025 GMT
বিজিএমইএর নতুন সভাপতি মাহমুদ হাসান খান নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সংগঠনের বিভিন্ন ধরনের সেবার মাশুল বা চার্জ ৫০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত কমিয়েছেন। আগামী ১ জুলাই থেকে নগদ প্রণোদনা ও ইউডি-সংক্রান্ত সেবা-মাশুলের নতুন হার কার্যকর হবে। এতে কিছুটা হলেও স্বস্তি পাবে সদস্য প্রতিষ্ঠানগুলো।
তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্যদের উদ্দেশে গতকাল রোববার এক চিঠিতে সেবা-মাশুল কমানোর বিষয়টি জানান সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান। তিনি চিঠিতে উল্লেখ করেন, ‘তৈরি পোশাকশিল্পের ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো স্থানীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখে পড়ে সঙিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষভাবে উচ্চ ব্যাংক সুদ, মজুরি বৃদ্ধি এবং গ্যাস ও বিদ্যুতের ঘন ঘন মূল্যবৃদ্ধির চাপের মধ্যে ও উদ্যোক্তারা নিরন্তর পরিশ্রম করে কারখানাগুলো সচল রেখেছেন। আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল, আমরা নির্বাচিত হলেই সদস্যদের স্বস্তি দিতে তাৎক্ষণিকভাবে সেবা-মাশুল কমাব।’
গত মাসে অনুষ্ঠিত বিজিএমইএর পরিচালনা পর্ষদের নির্বাচনে মাহমুদ হাসান খাতের নেতৃত্বাধীন ফোরামের প্যানেল প্যানেল ৩৫ পদের ৩১টিতে জয়ী হয়। ১৬ জুন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে মাহমুদ হাসান খান বলেন, বিজিএমইএর সদস্যদের যাবতীয় সেবা-মাশুল পয়লা জুলাই থেকে ২৫ শতাংশ কমানো হবে। নির্বাচনের আগে সেবা-মাশুল কমানোসহ বেশ কয়েকটি প্রতিশ্রুতি দেন তিনি।
জানা যায়, বর্তমান পরিচালনা পর্ষদের প্রথম সভা ২৩ জুন অনুষ্ঠিত হয়। এতে সদস্যদের সেবা-মাশুল কমানোর বিষয়ে আলোচনা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী নগদ প্রণোদনা ও ইউডি-সংক্রান্ত সেবা-মাশুল পুনর্নির্ধারণ করা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকল্প নগদ সহায়তার সনদের মাশুল ১ হাজার টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা করা হয়েছে।
এ ছাড়া তৈরি পোশাক রপ্তানির বিপরীতে দশমিক ৩০ শতাংশ বিশেষ নগদ সহায়তার সনদের মাশুল রপ্তানির মূল্য ভেদে ৫০ থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন বাজার সম্প্রসারণ সহায়তা প্রাপ্তির সনদের মাশুল কমেছে ২৫০ থেকে ৫ হাজার টাকা পর্যন্ত। এসএমই সনদের মাশুল ৫০০ থেকে ১ হাজার ২৫০ টাকা পর্যন্ত কমছে।
অন্যদিকে সাধারণ ইউডির মাশুল ৬৩০ থেকে কমিয়ে ৪৭৫ টাকা এবং জরুরি ইইডির মাশুল ৯৩০ থেকে কমিয়ে ৭০০ টাকা করা হয়েছে। একই সঙ্গে ইউডি সংশোধন ও সার্ভিস চার্জ কমানো হয়েছে। রপ্তানি অনুমোদন ফি সাধারণ ক্ষেত্রে ৩০০ থেকে কমিয়ে ২২৫ টাকা এবং জরুরি ক্ষেত্রে মাশুল ৫০০ থেকে কমিয়ে ৩৭৫ টাকা করা হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সনদ র ম শ ল ব জ এমইএর ম শ ল কম সদস য
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫