আইসিসি মুট কোর্ট কমপিটিশনে (আইসিসিএমসিসি) ‘স্পিরিট অব দ্য কমপিটিশন’ অ্যাওয়ার্ড অর্জন করেছে বাংলাদেশের প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে ১১ থেকে ১৮ জুন এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এ অর্জনের বিষয়টি জানাতে গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে শুধু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির প্রতিনিধিদল অংশ নেয়। এই দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের সৈয়দ মাহিন, মাহবুবুর রহমান, সোনালী রাজবংশী ও দীপান্বিতা চাকমা। দলটির কোচ হিসেবে দায়িত্ব পালন করেন সাল সাবিল চৌধুরী এবং সহকারী কোচ ছিলেন মো.

রাফি ইবনে মাসুদ।

প্রতিযোগিতায় ৪৫টি দেশের ৮৮টি দল আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আদলে গঠিত কোর্ট রুমে তর্কবিতর্কে অংশ নেয়। এতে আন্তর্জাতিক ফৌজদারি আইন, মানবাধিকার ও বিচারপ্রক্রিয়ার বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন শিক্ষার্থীরা।

গতকাল ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিন মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, ‘আইনের মতো জটিল বিষয়ে আমাদের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের প্রতিভা তুলে ধরেছে, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা।’ বিভাগীয় প্রধান মো. দিদারুল ইসলাম ভূঁইয়া বলেন, এ অর্জন শুধু ব্যক্তিগত নয়; বরং বাংলাদেশের আইনশিক্ষার জন্য গৌরবের।

উল্লেখ্য, ২০২৪ সালের সামার সেমিস্টারে যাত্রা শুরু করা বিভাগটিতে বর্তমানে এলএলবি প্রোগ্রামে ১১৯ ও এলএলএম প্রোগ্রামে ৬৯ শিক্ষার্থী অধ্যয়নরত।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আইস স

এছাড়াও পড়ুন:

১০ মোটরসাইকেলে বেপরোয়া গতিতে কিশোরদল, দুর্ঘটনায় নিহত ২

কুষ্টিয়ায় বেপরোয়া গতিতে চলা মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের মুখোমুখি ধাক্কা লাগায় মোটরসাইকেলে থাকা দুই কিশোরের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া গ্রামের নিপলু বিশ্বাসের ছেলে মো. নাহিন (১৬) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে মো. সিয়াম (১৫)।

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল ৬টার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-পাবনা আঞ্চলিক মহাসড়কের যাত্রী ছাউনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০টি মোটরসাইকেলে করে উঠতি বয়সী কয়েকজন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে বেপরোয়া গতিতে যাচ্ছিলো। সেসময় পাবনা অভিমুখে যাওয়া একটি পিকআপের সাথেএকটি মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নাহিন ও সিয়াম মারাত্মকভাবে আহত হন। 

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগে নাহিন নামের কিশোরের মৃত্যু হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামের অপর কিশোরও মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার দুই কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, “নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া পিকআপটিকেও খোঁজা হচ্ছে।”

ঢাকা/কাঞ্চন/এস

সম্পর্কিত নিবন্ধ