এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু আজ
Published: 1st, July 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (১ জুলাই) থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ নামে এ কর্মসূচি শুরু হবে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। এতে অংশ নিতে ইতোমধ্যে ৩০ জুন দিবাগত রাত ১২টায় ঢাকা থেকে রংপুরের উদ্দেশে রওনা হয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা।
সকালে কবর জিয়ারতে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওনসহ স্থানীয় নেতাকর্মীরা। সেখান থেকে ২৯ জুলাই পর্যন্ত পদযাত্রা শেষ করে পর দিন ৩০ জুলাই তারা ঢাকা ফিরবেন।
এনসিপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশ গড়তে জুলাই পদযাত্রায় বিভাগীয় পর্যায়ে একজন করে আহ্বায়ক থাকবেন। এর মধ্যে রংপুরে ড.
এই সময়ে নেতারা নেতারা বিভিন্ন জেলায় শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ করবেন এবং তাদের খোঁজ-খবর নেবেন। এই সময়ে ঢাকায় তেমন কর্মসূচি থাকবে না।
প্রথম দিনের কর্মসূচি
প্রথম দিন (১ জুলাই) সকাল ৯টায় রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টায় গাইবান্ধার সাদুল্লাপুরে পদযাত্রা শুরু। পদযাত্রা পরবর্তী পথসভা গাইবান্ধা শহীদ মিনার।
রংপুরে পথসভা ও পদযাত্রা শুরু বিকাল ৩টা। পার্কের মোড়-লালবাগ-শাপলা-জাহাজ কোম্পানির মোড়-টাউন হল (পথসভা)-ডিসির মোড়-ধাপ- মেডিক্যাল মোড়-চেকপোস্ট (সমাপনী বক্তব্য)। সন্ধ্যা ৭টায় পীরগাছায় পথসভা।
এনসিপির পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, শহীদ আবু সাঈদের শাহাদাৎ দিবস ১৬ জুলাইকে বৈষম্যবিরোধী শহীদ দিবস হিসেবে পালন করা হবে। এতে আবু সাঈদসহ অন্যান্য শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল হবে।
৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার দিবস পালন। যেহেতু সরকার প্রতিশ্রুতি পালন করতে পারেনি। তাই ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ করা হবে।
স্বৈরাচারের মুক্তির দিনে ৫ আগস্ট ছাত্র-জনতার মুক্তি দিবস উদযাপন। সেদিন সারা দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হবে।
মাসব্যাপী এ কর্মসূচির কেন্দ্রীয় আহ্বায়ক এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম ও সদস্য সচিব হিসেবে রয়েছেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়।
উৎস: Samakal
কীওয়ার্ড: জ ত য় ন গর ক প র ট এনস প ম খ য স গঠক পদয ত র এনস প র
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে