জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহানা শুরু হয়েছে, আদায় করে ছাড়ব: নাহিদ ইসলাম
Published: 1st, July 2025 GMT
জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, সেটা তারা আদায় করে ছাড়বেন।
মঙ্গলবার (১ জুলাই) জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন। পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু হয়েছে।
তিনি বলেন, “বিচার, সংস্কার এবং নতুন সংবিধানে দাবি ছিল আমাদের। সেই তিনটি দাবি আবু সাঈদের কবর জিয়ারত করে আবারো পুনব্যক্ত করছি। একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে।”
জুলাই ঘোষণাপত্র নিয়ে তালবাহান শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা স্পষ্টভাবে হুঁশিয়ারি দিতে চাই, সরকার বা কেউ যদি মনে করে থাকে, হাজারও মানুষ যারা রাজপথে নেমে এসেছিলো তারা ঘরে ফিরে গেছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা এখান থেকে ঘোষণা করছি, বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আবারো বাংলার তরুণ, শ্রমিক জনতাকে রাজপথে নেমে আসার আহ্বান জানাবো।”
তিনি বলেন, “আগামী ৩ আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে, ছাত্র-শ্রমিকদের সাথে নিয়ে ঢাকায় ঢুকবো। আমাদের যে জুলাই ঘোষণাপত্র বা জুলাই সনদ আদায় করে ছাড়বো।”
জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ সকালে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাবনপুর জাফরপাড়া গ্রামে আসেন। কবর জিয়ারতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা প্রমুখ। পরে তাঁরা শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলেন।
এ সময় নাহিদ বলেন, “দেশ গড়তে জুলাই পদযাত্রা। রাষ্ট্র গঠনের জন্য এই পদযাত্র। আবু সাঈদরা যে কারণে মারা গিয়েছিলো, মানুষের কাছে গিয়ে তার তুলে ধরবো। আবু সাইদের কবর জিয়ারত করে আজকের এ কর্মসূচি শু্রু করছি।”
আবু সাঈদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে গাইবান্ধায় পথসভা ও পদযাত্রা করবে এনসিপি।
বেলা তিনটায় রংপুরের পার্কের মোড়, লালবাগ, শাপলা চত্বর, জাহাজ কোম্পানীর মোড় পদযাত্রা করে টাউন হলে পথসভা করার কথা রয়েছে।
এর আগে গত ২৯ জুলাই ঢাকার বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন।
ঢাকা/আমিরুল/ইভা
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ঈদ র কবর জ ন হ দ ইসল ম ই পদয ত র এনস প
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।