বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বরাবরই বিতর্কিত। ডিপিএলে আম্পায়ারিং নিয়ে অভিযোগও দীর্ঘদিনের। সর্বশেষ আসরেও বিতর্কমুক্ত ছিল না আম্পায়ারিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশি আম্পায়ারদের মান উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে। 

আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ে পরিচিত মুখ এবং আইসিসির এলিট আম্পায়ার প্যানেলের সাবেক সদস্য সাইমন টউফেল বাংলাদেশে আসছেন। তার সঙ্গে তিন বছরের চুক্তি হচ্ছে বোর্ডর। 

সোমবারের বোর্ড সভা শেষে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু সংবাদ মাধ্যমকে বলেন, ‘আইসিসির সাবেক এলিট আম্পায়ার টউফেলের সঙ্গে ৪-৫ মাস ধরেই কথা হচ্ছিল। বিষয়টি এখন বোর্ডে অনুমোদিত হয়েছে। আমাদের ৩ বছরের চুক্তি হতে যাচ্ছে তার সঙ্গে। চুক্তির কাজ একেবারেই শেষ দিকে। ’

এই চুক্তির আওতায় তিনটি ধাপে কাজ করবেন টউফেল। আম্পায়ার উন্নয়নে তিনি ১০-১৫জন স্থানীয় ট্রেনার গড়ে তুলতে কাজ করবেন। যারা নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন। আইসিসির আম্পায়ার কোচ হিসেবে কাজ করছেন টউফেল। তার প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি টিমও আছে। যারা বাংলাদেশে আম্পায়ারিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আম প য় র

এছাড়াও পড়ুন:

আটলান্টিকে তৈরি হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘এরিন’

আটলান্টিকে তৈরি হওয়া ‘এরিন’ শক্তিশালী হয়ে চার মাত্রার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে এগুতে শুরু করেছে বলে শনিবার মার্কিন জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র (এনএইচসি) জানিয়েছে।

ঝড়টি বর্তমানে অ্যাঙ্গুইলা থেকে ১২০ মাইল উত্তর-পূর্বে অবস্থান নিয়েছে। ঝড়টির আশেপাশে বর্তমানে বাতাসের গতিবেগ ঘন্টায় ২৩৩ কিলোমিটার।

এনএইচসি জানিয়েছে, এরিনের অগ্রগামী অংশ রবিবার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিস্পানিওলা এবং টার্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জের কিছু অংশকে প্রভাবিত করবে। আগামী সপ্তাহের শুরুতে বাহামা, বারমুডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে এটি আঘাত হানতে পারে।

সেন্টার জানিয়েছে, এরিনের প্রভাবে রবিবার উত্তর লিওয়ার্ড দ্বীপপুঞ্জ, ভার্জিন দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকো জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ