টউফেলের সঙ্গে বিসিবির চুক্তি, শেখাবেন আম্পায়ারিং
Published: 1st, July 2025 GMT
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারিং বরাবরই বিতর্কিত। ডিপিএলে আম্পায়ারিং নিয়ে অভিযোগও দীর্ঘদিনের। সর্বশেষ আসরেও বিতর্কমুক্ত ছিল না আম্পায়ারিং। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশি আম্পায়ারদের মান উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে।
আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ারিংয়ে পরিচিত মুখ এবং আইসিসির এলিট আম্পায়ার প্যানেলের সাবেক সদস্য সাইমন টউফেল বাংলাদেশে আসছেন। তার সঙ্গে তিন বছরের চুক্তি হচ্ছে বোর্ডর।
সোমবারের বোর্ড সভা শেষে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু সংবাদ মাধ্যমকে বলেন, ‘আইসিসির সাবেক এলিট আম্পায়ার টউফেলের সঙ্গে ৪-৫ মাস ধরেই কথা হচ্ছিল। বিষয়টি এখন বোর্ডে অনুমোদিত হয়েছে। আমাদের ৩ বছরের চুক্তি হতে যাচ্ছে তার সঙ্গে। চুক্তির কাজ একেবারেই শেষ দিকে। ’
এই চুক্তির আওতায় তিনটি ধাপে কাজ করবেন টউফেল। আম্পায়ার উন্নয়নে তিনি ১০-১৫জন স্থানীয় ট্রেনার গড়ে তুলতে কাজ করবেন। যারা নিয়মিতভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালাবেন। আইসিসির আম্পায়ার কোচ হিসেবে কাজ করছেন টউফেল। তার প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি টিমও আছে। যারা বাংলাদেশে আম্পায়ারিংয়ের বিভিন্ন দিক নিয়ে কাজ করবেন।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আম প য় র
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান