খুলনায় ১৯ হাজার ইয়াবাসহ একজন আটক, বড় মাদকের চালান জব্দ
Published: 1st, July 2025 GMT
খুলনা শহরের জিরোপয়েন্ট এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ ওমর ফারুক (৩৫) নামে একজন মাদক বিক্রেতাকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ। মঙ্গলবার দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ওমর ফারুক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটি এলাকার মশিয়ার রহমানের ছেলে।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, গোপন সূত্রে খবর আসে যে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে ঢাকায় পাঠানো হবে।
ওই তথ্যের ভিত্তিতে জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এরপর ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় এক যাত্রী বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ বলছে, গত কয়েক বছরে খুলনায় এটিই সবচেয়ে বড় ইয়াবার চালান। এর আগে ২০২২ সালের ৬ এপ্রিল রাতে ১৫ হাজার ৪২৫ পিস ইয়াবাসহ আরেকজনকে আটক করা হয়েছিল।
আটক ওমর ফারুককে আরও জিজ্ঞাসাবাদ করে মাদকচক্রের পেছনের গডফাদারদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
.উৎস: Samakal
কীওয়ার্ড: আটক
এছাড়াও পড়ুন:
ধূমকেতুর জন্য রাজের প্রতীক্ষা শেষ
‘‘এত বছরের প্রতীক্ষা শেষ। 'ধূমকেতু' উদযাপন শুরু। প্রত্যেক হলে হলে উন্মাদনা চোখে পড়ার মত। দেব-শুভশ্রী, কৌশিক গাঙ্গুলী সহ গোটা টিমকে আমার আন্তরিক শুভেচ্ছা। কেউ বড়পর্দায় ধূমকেতু মিস করবেন না যেন!’’—সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তাই দিয়েছেন টলিউডের জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী।
টলিউডে আজ মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’। এতে অভিনয় করেছেন দেব-শুভশ্রী জুটি। এই জুটির প্রেমের কথা টলিউডে অজানা নয়। কিন্তু শুভশ্রী এখন রাজের স্ত্রী। আর দেবও পেয়েছেন নতুন প্রেমিকা। তারপরেও দেব-শুভশ্রীকে নিয়ে উন্মাদনার শেষ নেই। সিনেমাটি মুক্তির আগে নৈহাটির মন্দিরে আশীর্বাদ নিতে গিযেছিলেন দেব-শুভশ্রী। পাশাপাশি আসনে বসে পুজাও দেন। সেখানে তাদের পুজা দেওয়ার পাশাপাশি একসঙ্গে বাতি জ্বালাতেও দেখা যায়। মন্দিরের ছাদে উঠে ভক্তদের সঙ্গে দেখাও করেন। তাদের দেখতে অসংখ্য অনুরাগী মন্দিরের সামনে ভিড় জমান। তারা একে অপরের হাত ধরে মন্দিরের ছাদের প্রান্তে এসে দাঁড়ান। শেষে আসে বড় চমক। ভিড়ে ঠাসা জনতার মধ্যে দিয়ে, যত্ন করে শুভশ্রীকে আগলে, নায়িকার হাত ধরে তাকে গাড়িতে তুলে দেন দেব। যা ধূমকেতু নিয়ে আলোচনা একেবারে তুঙ্গে তুলে দিয়েছে।
এদিকে ধূমকেতু দেখার আমন্ত্রণ জানিয়ে প্রশংসায় ভাসছেন রাজ। মৌমিতা চক্রবর্তী নামের একজন কমেন্টের ঘরে লিখেছেন ‘‘আপনি একজন ভালো স্বামী’’।
আরো পড়ুন:
এখনও হৃতিক সুজানের বন্ধুত্ব রয়ে গেছে
গান হলো কিন্তু সংসারটা ঠিকমতো হলো না অলকার
জয়িতা নাথ নামের একজন লিখেছেন, ‘‘কিসের টানে ধূমকেতু দেখবো জানেন।। দেব শুভশ্রী জুটি কে আবার একসাথে দেখবো তাই এর পিছনে আপনার অবদান অনস্বীকার্য।’’
ঢাকা/লিপি