এইচপির পাকিস্তানি স্পিন বোলিং কোচ আরশাদ খানের কাছে রাকিবুল হাসান খুবই প্রতিভাবান একজন স্পিনার। চায়না ম্যান নুহায়েল সানদিদ, লেগ স্পিনার স্বাধীন ইসলামকে আগামীর তারকা মনে করছেন তিনি। এইচপির ট্রেনিং সেশনে সেভাবেই স্পিনারদের তৈরি করছেন আরশাদ। তিনি জানান, পাঁচ মাসের মধ্যেই ভালো মানের স্পিনার জাতীয় দলের পাইপলাইনে সংযুক্ত করতে পারবেন। বাংলাদেশের স্পিন বোলিং সম্ভাবনা, এইচপি এবং আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে আরশাদ খানের সাক্ষাৎকার নিয়েছেন সেকান্দার আলী 

সমকাল: বাংলাদেশের উদীয়মান স্পিনারদের কেমন দেখছেন?

আরশাদ: বাংলাদেশের ক্রিকেট সঠিক পথেই আছে। বিশেষ করে, এইচপি কার্যক্রম সেরা। ফিটনেস, ফিল্ডিং, বোলিং ও ব্যাটিং নিয়ে দারুণ কাজ হচ্ছে। আমার  কাজ হলো স্পিনারদের টেকনিক্যাল ও ট্যাকটিকেল দিকগুলো শেখানো। আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের পুরো অভিজ্ঞতা ছেলেদের দেওয়ার চেষ্টা করছি। ছেলেরা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলেছে। সেখানে সবল ও দুর্বল দিকগুলো দেখা হয়েছে। ট্রেনিংয়ে স্কিল উন্নত করার কাজ হচ্ছে। ম্যাচ সিনারিওয়েতে নিজেদের উন্নতি দেখাচ্ছে ছেলেরা। দেড় মাসের মতো টেকনিক্যাল দিক নিয়ে কাজ করা হবে। 

সমকাল: বেশির ভাগ ছেলেই তো তরুণ। আন্তর্জাতিক মানের প্রতিভা দেখতে পান ক্যাম্পে?

আরশাদ: ছেলেরা যে প্রতিভাবান, তাতে সন্দেহ নেই। দেশের সেরা উদীয়মান স্পিনাররা ক্যাম্পে আছে। এখান থেকেই ভবিষ্যৎ আন্তর্জাতিক স্পিনার পাবে বাংলাদেশ। এখন যারা আছে, রাকিবুল  হাসান  তাদের মধ্যে অভিজ্ঞ এবং আন্তর্জাতিক অভিষেক করা ক্রিকেটার। সে জানে কীভাবে ক্রিকেট খেলতে হয়, কীভাবে চাপ সামলাতে হয়। নিজের উন্নতির জন্য সে অনেক পরিশ্রম করছে। আশা করি, শিগগিরই সে ভালোভাবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে। 

সমকাল: কোনো ভালো লেগ স্পিনার পেলেন?

আরশাদ: একটা ছেলেকে দেখেছি যে পরীক্ষা দিচ্ছে। নাঈম হোসেন সাকিব আছে, চায়না ম্যান নুহায়াল সানদিদ বেশ ভালো। এই ছেলেটার মধ্যে প্রতিভা আছে। যদিও বয়স কম, শারীরিকভাবে অতটা সক্ষম হয়ে ওঠেনি। ট্রেনিংয়ের ভেতর দিয়ে সে উন্নতি করছে। টেকনিক্যাল স্কিলে উন্নতি চোখে পড়ার মতো। সে প্রক্রিয়া অনুসরণ করে গেলে অনেক বড় স্পিনার হতে পারবে। আশা করি, ছয় মাসে সে তৈরি হতে পারবে। নাঈম আহমেদ খুব সম্ভাবনাময় অফ স্পিনার। সে বেশ লম্বা। তারও ভালো করার সম্ভাবনা আছে। মাহফুজুর রহমান রাব্বি কঠিন পরিশ্রম করছে। সবাই চেষ্টা করছে। ছোট ছোট টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করা হচ্ছে। যাতে তারা ক্ষুরধার হয়ে উঠতে পারে। বলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, লাইন লেন্থ নিয়ে কাজ হচ্ছে। অনূর্ধ্ব-১৯ দলে একজন লেগ স্পিনার আছে, নাম স্বাধীন ইসলাম। সে খুবই ভালো। 

সমকাল: উইকেটের সুবিধা না পেলে বাংলাদেশের স্পিনাররা ভালো করতে পারেন না। ফ্ল্যাট উইকেটে বল টার্ন করাতে অদক্ষ। যে কারণে বিদেশে স্পিনাররা বেশি ভালো করতে পারেন না।  

আরশাদ: ফ্ল্যাট উইকেটে খেললে এই স্কিলগুলো শিখবে। নিজেদের প্রয়োজনেই শিখবে। না হলে প্রতিদ্বন্দ্বিতায় থাকবে না। বলের গ্রিপ, কবজির ব্যবহার, আঙুলের কাজ, লুপ ভালো হলে যে কোনো কন্ডিশনে স্পিনাররা লড়াই করতে পারবে। আমি চেষ্টা করছি ফ্ল্যাট উইকেটে খেলাতে। নেটেও ফ্ল্যাট উইকেট দেওয়া হচ্ছে। আমি মনে করে বেশ কয়েকজন স্পিনার তৈরি হয়ে যাবে। বাংলাদেশ দলের প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবে। 

সমকাল: জাতীয় দলের কোনো স্পিনার আপনার সঙ্গে যোগাযোগ করেছে টিপস নেওয়ার জন্য?

আরশাদ: কয়েকজন স্পিনারের সঙ্গে এরই মধ্যে কথা বলেছি। যদিও তাদের সঙ্গে কাজ করার সুযোগ হয়নি। আশা করি, আমাদের দেখা হবে এবং অভিজ্ঞতা শেয়ার করব।  

সমকাল: আব্দুর রাজ্জাক ও সাকিব আল হাসানের পর সাদা বলের জন্য ভালো বাঁহাতি স্পিনার নেই জাতীয়  দলে। সে শূন্যতা পূরণ করার মতো কেউ আছে এইচপিতে? 

আরশাদ: সাকিব ও রাজ্জাক উঁচু মানের স্পিনার। তারা লম্বা সময় দেশের জন্য খেলেছে। আমরা চেষ্টা করব তাদের জায়গায় নতুন কাউকে ফিট করতে। একজন নয়, একাধিক বাঁহাতি স্পিনার যেন জাতীয় দলের পাইপলাইনে সরবরাহ করতে পারি, সে চেষ্টা থাকবে। রাকিব, রাব্বি, আশরাফুল সম্ভাবনাময়। আমার বিশ্বাস তারা ভালো করবে। এই মুহূর্তে রাকিব সেরা পছন্দ হতে পারে। সে মেধাবী স্পিনার। নিজের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছে।  

সমকাল: পাকিস্তানের সঙ্গে তুলনায় গেলে এইচপির কার্যক্রম কেমন? 

আরশাদ: বাংলাদেশের সেরা প্রোগ্রাম এইচপি। এখানে ট্রেনিং করার পর কেউ ভালো খেলোয়াড় না হতে পারলে, সে অভাগা। এমন কোনো সুযোগ-সুবিধা নেই, যা এইচপিতে দেওয়া হচ্ছে না। দু’জন ব্যাটিং কোচ আছে। পেস ও স্পিন কোচ আছে। প্রতিদিন ৫ থেকে ৬ ঘণ্টা অনুশীলন করা হয়ে। শেখার জন্য শীর্ষ জায়গা এইচপি। 

সমকাল: এবার জানতে চাই পাকিস্তান ছেড়ে বাংলাদেশে কেন এলেন?

আরশাদ: আমি পিসিবিতে এখনও কাজ করছি। বিসিবির সঙ্গে বছরে পাঁচ মাসের চুক্তি। তিন বছর কাজ করব। আসলে বাংলাদেশ আমার জন্য সৌভাগ্যের ভেন্যু। আমার প্রথম আন্তর্জাতিক ওয়ানডে উইকেট এখানে পেয়েছি। আমিনুল ইসলাম বুলবুলকে আউট করেছিলাম (হাসি)। ৯ বা ১০ বার বাংলাদেশে এসেছি। দেড় বছর আগে কাজের প্রস্তাব পেয়েছিলাম। এবার সেটাকে গ্রহণ করেছি। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এইচপ স ক য় ড ফ ল য ট উইক ট র জন য ক জ কর আরশ দ সমক ল

এছাড়াও পড়ুন:

ফিলিপাইনে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯

ফিলিপাইনের মধ্যাঞ্চলে ৬ দশমিক ৯ তীব্রতার শক্তিশালী ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা বেড়ে ৬৯ জন হয়েছে। দেশটির দুর্যোগ-সংশ্লিষ্ট একজন কর্মকর্তা আজ বুধবার এ খবর জানান। বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধার কার্যক্রম পরিচালনা ও পানি-বিদ্যুতের সংযোগ আবার চালু করার চেষ্টা করছে ফিলিপাইন সরকার।

দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তা রাফি আলেজান্দ্রো সাংবাদিকদের বলেন, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১০টার আগে সেবু প্রদেশের উত্তরে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয়। স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষের ভিড়ে রীতিমতো উপচে পড়ছে।

আঞ্চলিক সিভিল ডিফেন্স দপ্তরের তথ্য কর্মকর্তা জেন আবাপো বলেন, সেবুর প্রাদেশিক দুর্যোগ দপ্তরের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পে নিহত হওয়ার সংখ্যা এখন পর্যন্ত ৬৯ জন। অন্য একজন কর্মকর্তা জানান, আহত হয়েছেন ১৫০ জনের বেশি।

দেশটির প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র বেঁচে যাওয়া ব্যক্তিদের দ্রুত সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি জানান, মন্ত্রিপরিষদ সচিবেরা ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন। প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

সেবু ফিলিপাইনের জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর একটি। সেখানে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হলেও ম্যাকতান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু রয়েছে। এটা ফিলিপাইনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর।

ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সান রেমিগিও শহরটিও। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য এ শহরে ‘দুর্যোগপূর্ণ অবস্থা’ ঘোষণা করা হয়েছে। শহরের ভাইস মেয়র আলফি রেইনেস বলেন, উদ্ধারকর্মীদের জন্য খাবার ও পানি, সেই সঙ্গে ভারী সরঞ্জাম প্রয়োজন।

স্থানীয় ডিজেডএমএম রেডিওকে আলফি রেইনেস বলেন, ‘ভারী বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ নেই। আমাদের সত্যিই সহায়তা দরকার। বিশেষ করে উত্তরাঞ্চলে পানির তীব্র সংকট রয়েছে। ভূমিকম্পে সেখানে সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।’

আরও পড়ুনফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ২৬, চলছে উদ্ধারকাজ৫ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • ৪০ ঘণ্টা পর এক ছাত্রের মরদেহ উদ্ধার, নিখোঁজ আরেকজন
  • সিদ্ধিরগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
  • গরুর গোবর কুড়ানো থেকে সাত তারকা হোটেলে, জয়দীপের গল্প জানেন কি
  • টর্চলাইট
  • স্বাস্থ্য খাতে আলাদা বেতনকাঠামো হোক
  • গাজীপুরে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার
  • খাগড়াছড়ির ঘটনায় জাতিসংঘকে যুক্ত করে বিচার বিভাগীয় তদন্ত দাবি
  • ডাক্তারদের হাতের লেখা ঠিক করার নির্দেশ দিলো আদালত
  • ‘মোটা জেনারেলদের’ কড়া সমালোচনা করলেন মার্কিন প্রতিরক্ষা হেগসেথ
  • ফিলিপাইনে ৬ দশমিক ৯ তীব্রতার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৬৯