ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায় ঢাকা অংশের নয়টি খালে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা টেংরা, বাহির টেংরা, হাজীনগর, আমতলা, বড়ভাঙ্গা, কোদালদোয়া, সানাড়পাড়, নিমাইকাশারি, নামা শ্যামপুর, জিয়া সরণি, জাপানি বাজার, তিতাস গ্যাস সড়ক, ছাপড়া মসজিদ, রূপসী বাংলা হাসপাতাল, শনির আখড়া, আরএস টাওয়ার সংলগ্ন এলাকা, গোবিন্দপুর, মাতুয়াইল, মৃধাবাড়ী, কাজলা, ভাঙ্গা ব্রিজ, ডেমরা, স্টাফ কোয়ার্টার, আমুলিয়া, পাইটি, জহির স্টিল, শাহরিয়ার স্টিল, ধার্মিক পাড়া ও কাউন্সিল এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ, ছাত্রদলের নেতা আটক

টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষায় নকল সরবরাহ করার অভিযোগে ছাত্রদলের এক নেতাকে আটক করা হয়েছে।

আটক মৃদুল হাসান কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি। তিনি ওই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আজ মঙ্গলবার এইচএসসি পরীক্ষা চলাকালে শাজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে মৃদুল হাসানকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক বিষয়টি নিশ্চিত করে জানান, আটকের পর তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে। শাজাহান সিরাজ কলেজ কর্তৃপক্ষকে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লিখিতভাবে বলা হয়েছে।

কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, ‘ব্যবস্থা গ্রহণের লিখিত নির্দেশনা পেয়েছি। আমি নিজে মামলা দায়ের করছি।’

কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন জানান, আটক মৃদুল হাসান পুলিশের হেফাজতে আছেন। লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত নিবন্ধ

  • দাম বাড়ানোর পরও গুদামে ধান দিতে অনাগ্রহ কৃষকের
  • চীনকে মোকাবিলায় পরীক্ষার মুখে কোয়াডের ঐক্য
  • ৪০টি চৌকি আদালতে ৭১টি ডেস্কটপ কম্পিউটার সরবরাহ
  • চট্টগ্রামের ফিশারি ঘাটে ক্রেতা বেশি, মাছ কম
  • কাজে আসছে না ৫৩ লাখ টাকায় নির্মিত ন্যায়কুঞ্জ
  • ভরা মৌসুমেও ইলিশ সরবরাহ কম, দাম লাগামহীন
  • পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহ, ছাত্রদলের নেতা আটক
  • ইসরায়েলের কাছে ৫১০ মিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
  • পাইপলাইনে তেল পরিবহন শুরু চলতি মাসেই