রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধদের চিকিৎসা সহায়তায় চীন থেকে আসা একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পাঁচ সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বার্ন, ট্রমা ও ইনটেনসিভ কেয়ারে অভিজ্ঞ চিকিৎসকরা। তাদের মধ্যে রয়েছেন- লিউ শুহুয়া (Liu, Shuhua), ইয়াং ফেই (Yang, Fei), লি জে (Li, Ze), ঝাং জিনলি (Zhang Jinli) ও লিউ হুয়ান (Liu, Huan)।
চিকিৎসক দলটি রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে চিকিৎসা কার্যক্রমে অংশ নেবেন এবং প্রয়োজনীয় কারিগরি ও পেশাগত সহায়তা প্রদান করবেন।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চীনা বিশেষজ্ঞদের এই আগমন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের একটি মানবিক দৃষ্টান্ত। বিশেষ করে বড় ধরনের দুর্ঘটনায় আন্তর্জাতিক সহযোগিতার একটি তাৎক্ষণিক প্রতিফলন বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, দুর্ঘটনায় দগ্ধ হয়ে একাধিক রোগী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। অনেকের অবস্থা সঙ্কটাপন্ন।
ঢাকা/এএএম/এস
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
জিম লেকারের সেই অমর কীর্তি
ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তিতে তাঁর পাশে বসেছেন অনিল কুম্বলে ও এজাজ প্যাটেল। তবে এটা তো জিম লেকারের কীর্তির অর্ধেক মাত্র । প্রথম ইনিংসেও ৯ উইকেট নিয়ে ম্যাচে উইকেট ১৯ উইকেটের রেকর্ড তো এখনো লেকারেরই। তাঁকে নিয়ে উৎপল শুভ্রর এই লেখা পাঠককে ফিরিয়ে নিয়ে যাবে ১৯৫৬ সালের ৩১ জুলাই, ওল্ড ট্রাফোর্ডে। যেদিন পূর্ণতা পেয়েছিল জিম লেকারের ওই অর্জন।
ওল্ড ট্রাফোর্ডে জিম লেকারের কীর্তির ৪৩ বছর পর অনিল কুম্বলে তাঁর পাশে বসেছেন, ৬৫ বছর পর আজাজ প্যাটেল; তবে লেকারের রেকর্ড আসলে ভাঙবে না কোনোদিনই। হ্যাঁ, এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার রেকর্ডটিতে লেকার, কুম্বলে আর এজাজ প্যাটেল তিনজনেরই সমান অধিকার। কিন্তু ১৯৫৬ সালের ৩১ জুলাইয়ে ওল্ড ট্রাফোর্ড টেস্টে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের দশে–দশ তো লেকারের কীর্তির শেষ নয়। বরং বলা যেতে পারে কীর্তির অর্ধেক। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসেও যে ১০ উইকেটের মাত্র একটিই পাননি লেকার। এক টেস্টে ১৯ উইকেটের এই রেকর্ডটিকে চিরজীবী বলে মোটামুটি মেনে নিয়েছেন সবাই। 'কোনোদিন ভাঙবে না'...এমন রেকর্ডের তালিকায় ব্র্যাডম্যানের ৯৯.৯৪ ব্যাটিং গড়ের পাশেই রাখা যায় এটিকে।
১৯৯৯ সালে দিল্লি টেস্টের আগ পর্যন্ত ইনিংসের ১০ উইকেটই নিয়ে নেওয়ার রেকর্ডটিকেও অবশ্য এমনই মনে করা হতো। ওই টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসের ১০টি উইকেটই নিয়ে অনিল কুম্বলে লেকারের পাশে বসে যান। ২০২১ সালের ডিসেম্বরে এজাজ প্যাটেলও সঙ্গী হন এই দুজনের। নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনারের দশে–দশ কীর্তি প্রথম ইনিংসে বলে লেকারের ম্যাচে ১৯ উইকেটের রেকর্ড ছোঁয়ার একটা গাণিতিক সম্ভাবনা ছিল তাঁর। ভারতের দ্বিতীয় ইনিংসের প্রথম ৪ উইকেটের ৩টিই নিয়ে যা আরও প্রবল করে তুলেছিলেন। শেষ পর্যন্ত আর হয়নি, ৭ উইকেট পড়ে যাওয়ার পরই ভারত ইনিংস ঘোষণা দেয়, ওই ৭ উইকেটের ৪টি নিয়েছিলেন প্যাটেল। ম্যাচে ১৪ উইকেট, অনিল কুম্বলেরও তা–ই ছিল।
জিম লেকার