আজ ৯ আগস্ট সিঙ্গাপুরের স্বাধীনতার ৬০তম বার্ষিকী। এই ঐতিহাসিক দিনে বাংলাদেশে বসবাসরত সিঙ্গাপুরবাসী এবং আমার বাংলাদেশি বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
সিঙ্গাপুরের ৬০তম জন্মদিনে আমাদের আজকের অবস্থানে কীভাবে পৌঁছেছি, তা ফিরে দেখার একটি সুযোগ। সার্বভৌম রাষ্ট্র হিসেবে সিঙ্গাপুরের গত ছয় দশকের সাফল্যের পেছনে রয়েছে বহু সুচিন্তিত সিদ্ধান্ত ও কার্যকর পদক্ষেপ। এই লেখায় আমি ছয়টি বিষয় তুলে ধরব।
প্রথমত, আমি উল্লেখ করতে চাই, ১৯৬১ সালে সিঙ্গাপুরের ইকোনমিক ডেভেলপমেন্ট বোর্ড (ইডিবি) প্রতিষ্ঠার কথা, যা মালয়েশিয়া থেকে বিচ্ছেদের চার বছর আগেই গঠিত হয়েছিল। সিঙ্গাপুরে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা এবং সিঙ্গাপুরবাসীর জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই ইডিবি প্রতিষ্ঠা করা হয়।
গত ছয় দশকে ইডিবি শুধু ধারাবাহিকভাবে বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করেই নয়, বরং সিঙ্গাপুরের কর্মজীবী জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ সমন্বয়ের মাধ্যমেও দেশের সাফল্যের পথে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আজকের দিনে ইডিবি এমন সব বিশ্বমানের প্রতিষ্ঠানকে সিঙ্গাপুরে বিনিয়োগে আকৃষ্ট করছে, যেমন হুন্দাই, যারা সিঙ্গাপুরেই বৈদ্যুতিক গাড়ি উৎপাদন করছে; এবং ডাইসন, যারা নিত্যনতুন গৃহস্থালি পণ্য তৈরি করে।
দ্বিতীয়ত, যে গুরুত্বপূর্ণ মাইলফলকের কথা আমি উল্লেখ করতে চাই, তা হলো-১৯৭০-এর দশকে আমাদের প্রথম প্রধানমন্ত্রী লি কুয়ান ইউর একটি সিদ্ধান্ত। যে সিদ্ধান্তে তিনি শহরের কেন্দ্র থেকে বেসামরিক বিমানবন্দর সিঙ্গাপুরের চাঙ্গিতে স্থানান্তরের উদ্যোগ নেন। এটি ছিল একটি সাহসী সিদ্ধান্ত। কারণ, এতে সমুদ্র থেকে ভূমিগ্রহণসহ বিপুল ব্যয় জড়িত ছিল। এ ছাড়া বিদেশি বিশেষজ্ঞদের পরামর্শেরও বিপরীতে এই সিদ্ধান্ত নিতে হয়েছিল। বিদেশি বিশেষজ্ঞরা শহরের কেন্দ্রেই ওই বিমানবন্দর সম্প্রসারণের পরামর্শ দিয়েছিলেন। আজ চাঙ্গি বিমানবন্দর বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর একটি হিসেবে স্বীকৃত।
তৃতীয় উল্লেখযোগ্য মাইলফলক হলো, সিঙ্গাপুরের ‘টোটাল ডিফেন্স’ (সামগ্রিক প্রতিরক্ষা) নীতির বাস্তবায়ন, যেখানে জাতীয় প্রতিরক্ষাকে পাঁচটি ক্ষেত্রে লড়াই হিসেবে ধরা হয়: অর্থনৈতিক, বেসামরিক (পুলিশ, হাসপাতাল), সামাজিক, মানসিক ও সামরিক। ‘টোটাল ডিফেন্স’ নীতি বিপদের সময় দায়িত্ববোধ, সামাজিক সংহতি এবং সহনশীলতা গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
চতুর্থ উল্লেখযোগ্য মাইলফলক হলো ১৯৯০ সালে ধর্মীয় সম্প্রীতির রক্ষা আইন কার্যকর করা; যা সরকারকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছে। সিঙ্গাপুর বহুজাতিক ও বহুধর্মীয় সমাজ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। এই সম্প্রীতির মূল চাবিকাঠি হলো আমাদের বৈচিত্র্যময় জনগণের মধ্যে সম্পর্ক দৃঢ় করার অবিরাম প্রচেষ্টা।
পঞ্চম মাইলফলক হলো চলতি শতাব্দীর শুরুর দশকে সিঙ্গাপুরের মুক্ত বাণিজ্যচুক্তি (এফটিএ) গ্রহণের উদ্যমী উদ্যোগ। সিঙ্গাপুরের এই এফটিএ কৌশল ছিল একটি বৈচিত্র্যময়, স্থিতিশীল এবং বিশ্বমানের প্রতিযোগিতামূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে পরিচালনা করা। এখন আমাদের ২৮টি এফটিএ রয়েছে, যা সিঙ্গাপুরকে ব্যবসায়িক কেন্দ্র হিসেবে আরও শক্তিশালী করেছে।
ষষ্ঠ মাইলফলক হলো ২০১৫ সালে সিঙ্গাপুর বোটানিক্যাল গার্ডেনের ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া; যা সিঙ্গাপুরের দৃষ্টিভঙ্গির একটি নিদর্শন এবং আমাদের সার্বিক সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচেষ্টার প্রতীক।
এটি আমাকে নিয়ে আসে বাংলাদেশের সঙ্গে আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের কথায়। সিঙ্গাপুর বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী এবং বহুমুখী সম্পর্ক উপভোগ করে। ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্থাপনের পর থেকে দুই দেশের জনগণের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। সিঙ্গাপুরে বসবাসকারী ও কর্মরত বহু বাংলাদেশি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এবং অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচিত। আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে বিস্তৃত হয়েছে এবং এখন তা বাণিজ্য ও বিনিয়োগ, শক্তি, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, বন্দরের ব্যবস্থাপনা এবং ক্ষমতা বৃদ্ধির মতো বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতায় অন্তর্ভুক্ত।
সিঙ্গাপুরের ৬০তম জন্মবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে সিঙ্গাপুর হাইকমিশন বাংলাদেশে এই উপলক্ষটি অর্থবহভাবে স্মরণীয় করে তোলার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। ২০২৫ সালের এপ্রিল মাসে আমরা বাংলাদেশ জাতীয় আর্কাইভ ও গ্রন্থাগারে ৬০টি বই দান করেছি।
এ ছাড়া বাংলাদেশ হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের জন্য সিঙ্গাপুরি রান্নার একটি কর্মশালাও পরিচালনা করা হয়েছিল। ২০২৫ সালের এপ্রিল মাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এবং মে মাসে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লেকচারে অংশগ্রহণ করেছি। এই বছরের বাকি সময়ের জন্য পরিকল্পনায় রয়েছে সিঙ্গাপুরের দুটি জনপ্রিয় চলচ্চিত্রের প্রদর্শনী এবং সিঙ্গাপুরের খ্যাতিমান চিত্রশিল্পীদের আয়োজিত একটি শিল্প প্রদর্শনী। আমি আশা করি, বাংলাদেশিরা সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করবেন।
শেষে, আমি এই সুযোগে আমাদের ৫৩ বছরের কূটনৈতিক সম্পর্কের দৃঢ় বন্ধুত্ব ও সহযোগিতার জন্য বাংলাদেশের সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আগামী দিনে আমরা আমাদের বাংলাদেশি বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব। নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র বিস্তারের মাধ্যমে দুই দেশকে আরও উচ্চ শিখরে নিয়ে যাব।
● মিচেল লি চার্জ দ্য অ্যাফেয়ার্স, সিঙ্গাপুর হাইকমিশন, বাংলাদেশ
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উল ল খ আম দ র র জন য র একট
এছাড়াও পড়ুন:
ন্যায়বিচার হয়েছে, এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ: সালাহউদ্দিন আহমদ
শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলায় যে রায় হয়েছে, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই বিচার, এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ।
আজ সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। কিন্তু আইনে এর ওপরে কোনো সাজা নাই।
আজ বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতিক্রিয়া জানান সালাহউদ্দিন আহমদ। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন।
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
রায়ের প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, এই রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাঁদের দাঁড়াতেই হবে।
আরও যেসব মামলা আছে, সেই মামলাগুলোতেও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।
এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়। কিন্তু এটা শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা নয়, সামনের দিনের জন্য একটা উদাহরণ। ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম না করতে পারে, ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, একনায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি উদাহরণ। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। শুধু অতীতের জন্য বিচার নয়, এটা মনে রাখতে হবে।