চট্টগ্রাম নগরের পলিটেকনিক সড়কে লোহার রডবাহী ট্রেলারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। এতে মোটরসাইকেল আরোহী আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। হতাহত তিনজনের বয়সই ১৭ বছর। আজ শনিবার সন্ধ্যা ছয়টায় পলিটেকনিক সড়কের আগা খাঁর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নগরের খুলশী থানার তথ্য অনুযায়ী, নিহত স্কুলছাত্রের নাম মোহাম্মদ সজীব। সে নগরের পাহাড়তলী এলাকার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পরিবারের সঙ্গে পাহাড়তলীর এক্সইএন কলোনিতে ভাড়া থাকত সে। দুর্ঘটনায় গুরুতর আহত অন্য দুজন হলো নাহিদ হায়দার ও মো.

শাহীন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

খুলশী থানার উপপরিদর্শক (এসআই) সুবীর পাল প্রথম আলোকে বলেন, লোহার রড নিয়ে ট্রেলার যাচ্ছিল। এ সময় সজীবদের বহনকারী মোটরসাইকেলের সঙ্গে ট্রেলারের ধাক্কা লাগে। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিল। ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। অন্য দুজনও আহত হয়। স্থানীয় লোকজন তাদের চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আছে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

পুরস্কার হাতে স্মৃতিকাতর তহুরা

২০১৮ সালটা তহুরার জন্য খুবই স্মরণীয়। সেবারই প্রথম জাতীয় নারী ফুটবল দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন এই ফরোয়ার্ড। ঠিক সেই বছর সিটি গ্রুপ–প্রথম আলো বর্ষসেরা নারী ক্রীড়াবিদও হয়েছিলেন তহুরা।

শনিবার আরও একবার একই মঞ্চে দাঁড়িয়ে নিয়েছেন নিজের দ্বিতীয় বর্ষসেরা নারী ক্রীড়াবিদের পুরস্কার। গতকাল ২০২৪ সালের জন্যও দ্বিতীয়বারের মতো সেই পুরস্কার নিতে এসে খানিকটা স্মৃতিকাতরই হয়ে পড়লেন তিনি।

২০১৮ সালে যখন প্রথমবার বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছিলেন, তখন টুর্নামেন্টে থাকার কারণে নিজে পুরস্কার নিতে আসতে পারেননি তহুরা। তহুরার হয়ে পুরস্কার নিয়েছিলেন তাঁর বাবা। কাল পুরস্কার হাতে সে দিনের স্মৃতিতে ফিরে গেলেন, বললেন এবারের রোমাঞ্চের কথাও, ‘২০১৮ সালে যখন এই পুরস্কার পাই, তখন এত বেশি বুঝতাম না পুরস্কারটা কী! তখন টুর্নামেন্ট থাকায় আসতে পারিনি। আমার বাবা এসেছিলেন, নিজে না আসতে পারায় মন খারাপ হয়েছিল। এবার আবার পুরস্কার পেলাম। প্রথম আলোকে ধন্যবাদ। এই আয়োজনের সঙ্গে যাঁরা সম্পৃক্ত তাঁদের প্রতি কৃতজ্ঞতা।’

বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন তহুরা খাতুনের হাতে পুরস্কার তুলে দেন মোল্লা সাবিরা

সম্পর্কিত নিবন্ধ