ফিলিস্তিনপন্থী সংগঠন নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার
Published: 9th, August 2025 GMT
ফিলিস্তিনপন্থী সংগঠন প্যালেস্টাইন অ্যাকশনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার প্রতিবাদে লন্ডনে ব্যাপক বিক্ষোভ হয়েছে। গোষ্ঠীটকে নিষিদ্ধের পর থেকে এই বৃহত্তম বিক্ষোভে মধ্য লন্ডন থেকে ১৫০ জনেরও বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে বলে শনিবার জানিয়েছে দ্য গার্ডিয়ান।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা রাজধানীতে ‘উল্লেখযোগ্য পুলিশ উপস্থিতি’র জন্য অন্যান্য বাহিনীর অফিসারদের বিক্ষোভস্থলে নিয়োগ করেছে। কারণ ব্যস্ত সপ্তাহান্তে বিক্ষোভের মুখোমুখি হচ্ছে লন্ডন।
শনিবার বিকেল নাগাদ, প্রচারণা গোষ্ঠী ডিফেন্ড আওয়ার জুরিস আয়োজিত বিক্ষোভের জন্য শত শত মানুষ পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয়েছিল। বিক্ষোভকারীরা পার্লামেন্ট স্কোয়ারে নিষিদ্ধ গোষ্ঠীর নাম উল্লেখ করে প্ল্যাকার্ড ধরেছিল।
প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধের ফলে এই গোষ্ঠীর সদস্যপদ বা সমর্থন একটি ফৌজদারি অপরাধ, যার শাস্তি ২০০০ সালের সন্ত্রাসবাদ আইনের অধীনে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড।
মেট্রোপলিটন পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাডে অ্যাডেলেকান বলেছেন, যেখানে প্রতিবাদের কার্যকলাপ অপরাধে পরিণত হয় এবং গ্রেপ্তারের প্রয়োজন হয় সেখানে মেট বড় আকারের বিক্ষোভের সাথে মোকাবিলা করার ক্ষেত্রে খুবই অভিজ্ঞ। যদিও আমরা আমাদের পরিকল্পনার নির্দিষ্ট বিবরণে যাব না, তবে জনসাধারণকে আশ্বস্ত করা যেতে পারে যে কোনো পরিস্থিতির প্রতিক্রিয়া জানাতে আমাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।