শ্রমিকদের সড়ক জিম্মির খেলা বন্ধের আহ্বান যাত্রী কল্যাণ সমিতির
Published: 10th, August 2025 GMT
জাতিকে জিম্মি করে পুরোনো কায়দায় পরিবহন ধর্মঘট ডাকার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন নেতৃত্ব এলেও পরিবহন সেক্টরের চরিত্র বদলায়নি; বরং আগের মতোই আইন দুর্বল করা ও লক্কড়-ঝক্কড় গাড়ি রক্ষায় চাপ সৃষ্টির চেষ্টা চলছে।
রবিবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো.
তিনি অভিযোগ করেন, বিগত সরকার দীর্ঘদিন পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের স্বার্থেই সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে সড়কে দুর্ঘটনা, নৈরাজ্য ও অরাজকতা বেড়েছে। ২০১৮ সালের সড়ক পরিবহন আইন প্রণয়নে এই নেতারা প্রভাব রেখেছিলেন, অথচ যাত্রী কল্যাণ সমিতি জনস্বার্থে সংশোধনী প্রস্তাব দিতে চাইলেও সুযোগ পায়নি।
আরো পড়ুন:
অল্পের জন্য প্রাণে বাঁচলেন অটোরিকশার ৬ যাত্রী
মহাখালী ফ্লাইওভারে ডিভাইডারে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
বিবৃতিতে আরো বলা হয়, ২০১১ সাল থেকে বারবার সিদ্ধান্ত হলেও সড়কে ২০ বছরের পুরোনো গাড়ি উচ্ছেদে বাস্তব অগ্রগতি হয়নি। এসব গাড়ি সড়ক দুর্ঘটনার বড় কারণ এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে। অথচ নতুন নেতৃত্বও পুরোনো গাড়ি উচ্ছেদের সিদ্ধান্ত প্রত্যাহার ও সড়ক আইন দুর্বল করতে ধর্মঘটের পথ বেছে নিয়েছে।
মোজাম্মেল হক চৌধুরী বলেন, শহীদের রক্তে ভেজা নতুন বাংলাদেশে আইন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিবর্তে যদি আবারও জিম্মি কায়দার রাজনীতি ফিরে আসে, তাহলে যাত্রীদের দুর্ভোগের অবসান হবে না।
তিনি পরিবহন মালিকশ্রমিক সংগঠনগুলোর প্রতি আহ্বান জানান ধর্মঘট প্রত্যাহার করে আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, পুরোনো অচল গাড়ি সরিয়ে উন্নতমানের গণপরিবহন চালু করা এবং যাত্রী ও নাগরিক সমাজের প্রতি সংবেদনশীল আচরণ করার জন্য।
ঢাকা/ এএএম/ইভা
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর সড়ক দ র ঘটন অবর ধ পর বহন র বহন
এছাড়াও পড়ুন:
পুণ্যের জন্মদিনে মায়ের প্রার্থনা
ক্যালেন্ডারের পাতা বলছে আজ—১০ আগস্ট। এই তারিখটা ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জীবনে এক বিশেষ অর্থ বহন করে। কারণ, এ দিনেই তার কোলে এসেছিলে পুত্র শাহীম মুহাম্মদ পুণ্য।
সময় যেন পাখির ডানায় ভর করে উড়ে গেছে। তিন বছর পূর্ণ হল পুণ্যর। জীবনের কত উত্থান-পতন, কত সম্পর্কের ভাঙাগড়া—সবকিছুর মাঝেও একটিমাত্র সত্য অটুট থেকেছে, তা হলো মায়ের ভালোবাসা।
গতকাল দিবাগত রাত ঠিক ১২টা পেরোতেই ছেলের জন্মদিন উপলক্ষে আবেগঘন একটি পোস্ট দেন পরীমণি। লিখলেন, “আজ আমার ছেলের তৃতীয় জন্মদিন। কীভাবে সময় চলে যাচ্ছে, বাচ্চা আমার জীবনে আসার পর থেকে আর টেরই পাই না। এখন শুধু বাঁচতে চাই। শুধুই বাঁচতে চাই ওদের সঙ্গে।”
আরো পড়ুন:
মেয়েকে অবহেলার গুঞ্জনে ক্ষুব্ধ পরীমণির কড়া জবাব
বিমান দুর্ঘটনার ভিডিও দেখে পরীমণির প্যানিক অ্যাটাক
মায়ের কণ্ঠে এই ‘ওরা’ মানে শুধু পুণ্য নয়, সাফিরা সুলতানা প্রিয়মও। গত বছর জুনে ছয় দিন বয়সি কন্যাশিশুকে দত্তক নেন পরীমণি। দুই সন্তানের এই সংসার এখন একাই সামলাচ্ছেন পরীমণি। প্রাক্তন স্বামী রাজ নেই, কিন্তু সন্তানদের ঘিরে তার পৃথিবী যেন পূর্ণ।
পুণ্যকে শুভেচ্ছা জানিয়ে পরীমণি লিখেছেন, “হ্যাপি বার্থ ডে বাজান। আমার জীবনের ডানা। আই লাভ ইউ।”
দোয়া চেয়ে যোগ করেন, “আপনাদের ভালোবাসায়, দোয়ায় রাখবেন ওদের। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।”
পুণ্যের জন্মের এক বছর পর আলাদা পথে হাঁটেন পরীমণি ও শরিফুল রাজ। রাজ ব্যস্ত হয়েছেন তার অভিনয়জীবনে, আর পরীমণি নিজের জীবনকে সাজিয়েছেন দুই সন্তানের জন্য।
ঢাকা/রাহাত/শান্ত