তৃতীয় দিনের মতো ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ, যাত্রীদের চরম দুর্ভোগ
Published: 10th, August 2025 GMT
বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার আধুনিকায়নসহ তিন দফা দাবিতে তৃতীয় দিনের মতো ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। এতে মহাসড়কে অসংখ্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন। ‘বরিশাল ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে গত শুক্রবার থেকে ছাত্র–জনতার ব্যানারে তাঁরা এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের মহাসড়ক অবরোধ করে জনভোগান্তি সৃষ্টি না করার জন্য অনুরোধ করেন।
তবে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে যেতে অস্বীকৃতি জানান। এ সময় সামান্য উত্তেজনা তৈরি হয়। পরে আন্দোলনকারীরা মহাসড়কে বাঁশ দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে সেখানে বসে পড়েন এবং দাবির পক্ষে নানা স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা বলেন, বিকেল চারটায় অবরোধস্থলে তাঁরা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।
এর আগে শুক্রবার প্রায় সাত ঘণ্টা ও গতকাল শনিবার তিন ঘণ্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মহাসড়ক অবরোধের ফলে ঢাকার সঙ্গে বরিশাল ছাড়া বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে অবর্ণনীয় ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। ছাত্র–জনতার ব্যানারে স্বাস্থ্য খাতে সংস্কারসহ তিন দফা দাবিতে দুই সপ্তাহ ধরে তাঁরা নানা কর্মসূচি পালন করছেন।
তিন দফা দাবি হলো, শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালে অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা; স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুড়বৃত্তিক চিকিৎসকদের রাজনীতি নিষিদ্ধ করা, ডিজিটাল অটোমেশন ও স্বচ্ছ জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন; স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির বিষয় শুনে তদন্ত সাপেক্ষে আবার সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ নেওয়া।
আন্দলনের কারণে যান চলাচল বন্ধ থাকায় পায়ে হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। নথুল্লাবাদ এলাকা, বরিশাল নগর, ১০ আগস্ট.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
১২ তারিখের ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
সড়ক পরিবহন আইন সংশোধন ও বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ৩০ বছর করাসহ ৮ দফা দাবিতে ঘোষিত ৭২ ঘণ্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আগামী মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হয়ে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলার কথা ছিল এই ধর্মঘট।
আজ রোববার বিকেলে রাজধানীর বিদ্যুৎ ভবনের বিজয় হলে সরকারের সঙ্গে পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আলোচনা হয় এবং সমাধানের প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয় সরকার।
বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে শ্রমিক নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘সরকারকে জিম্মি করে কোনো কিছু আদায় করা উচিত নয়। সরকারের সব সিদ্ধান্ত আইনানুগ প্রয়োগ হবে। আমাদের যুক্তি সংঘত দাবিগুলো একাধিক মিটিং করে সরকার আমলে নিয়েছে। তাই আমরা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিলাম।’
সরকারের পক্ষ থেকে সড়ক পরিবহন উপদেষ্টা বলেন, ‘পরিবহন মালিক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের দাবিগুলো যৌক্তিক পর্যায়ে বিবেচনা করা হবে। মালিকেরা আমাদের কথায় আশ্বাস পেয়েছেন ফলে তাদের ধর্মঘট প্রত্যাহার করেছে।’
আরও পড়ুনলক্কড়ঝক্কড় যান সরাতে সময় আর এক মাস, বিকার নেই মালিকদের ২৮ এপ্রিল ২০২৫বৈঠকের শুরুতে পরিবহন মালিকদের উদ্দেশে উপদেষ্টা বলেছিলেন, ‘আমরা কেউ রাজনৈতিক সরকার না। এমন নয় যে আমাদের কোনো সংগঠন আছে। আমরা আপনাদের প্রতিপক্ষ না। তবে সড়কে মেয়াদহীন গাড়িতে ভরা। এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। এগুলো সড়ক থেকে সরাতে হবে। আপনাদের দাবিগুলো যাচাই করতে এক মাস সময় লাগবে।’
পরিবহন মালিক ও শ্রমিকদের আট দফা দাবি হলো সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯৮ ও ১০৫ ধারা সংশোধনসহ অতিরিক্ত কিছু ধারা পুনর্বিবেচনা; বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করা। এই সমস্যা নিরসন না হওয়া পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ২০ ও ২৫ বছরের পুরোনো গাড়ির বিরুদ্ধে অভিযান স্থগিত রাখতে হবে; বাণিজ্যিক যানবাহনের ওপর দ্বিগুণ অগ্রিম আয়কর প্রত্যাহার করে পূর্বের হার বহাল রাখা; রিকন্ডিশন্ড বাণিজ্যিক গাড়ি আমদানির মেয়াদ ৫ বছর থেকে বাড়িয়ে ১২ বছর করা; দুর্ঘটনায় জব্দকৃত গাড়ি ৭২ ঘণ্টার মধ্যে মালিকের জিম্মায় ফিরিয়ে দেওয়ার বিধান বাস্তবায়ন; মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন; মহাসড়কে অটোরিকশা, টেম্পো ও অনুমোদনহীন হালকা যান পৃথক লেনে চালানোর ব্যবস্থা এবং ড্রাইভিং লাইসেন্স দ্রুত ডেলিভারি ও শ্রমিক ফেডারেশনের ১২ দফা বাস্তবায়ন।
আরও পড়ুনফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ যান সড়কে থাকলে যানজট হয়: সড়ক উপদেষ্টা২০ জুলাই ২০২৫