বেসরকারি স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE) বিভাগে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ দেবে। সহযোগী অধ্যাপক পদে আবেদনকারীর প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে অন্তত ছয়টি গবেষণা প্রবন্ধ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম আট বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে চার বছর সহকারী অধ্যাপক হিসেবে হতে হবে।

সহকারী অধ্যাপক পদে আবেদনকারীর পিএইচডি ডিগ্রি, আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে চার বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা আবশ্যক। বেতন বিশ্ববিদ্যালয়ের বেতন স্কেল অনুযায়ী দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, একাডেমিক সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা দুই কপি ছবি ও ৫০০ টাকা পে-অর্ডার বা বিকাশ/নগদ পেমেন্টের তথ্যসহ আবেদনপত্র ১৮ আগস্ট ২০২৫-এর মধ্যে রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে। বিস্তারিত: www.

stamforduniversity. edu. bd.

আরও পড়ুনবেসরকারি ব্যাংকে চাকরি, বেতন শুরু ৩৬ হাজার, ৬ মাস পর ৪৫ হাজার টাকা১০ ঘণ্টা আগেএকনজরে চাকরি

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ

সহযোগী অধ্যাপক / সহকারী অধ্যাপক

আবেদনের শেষ তারিখ: ১৮ আগস্ট ২০২৫

শিক্ষাগত যোগ্যতা—

সহযোগী অধ্যাপক: প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে, উৎকৃষ্ট গবেষণা পটভূমিসহ আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে অন্তত ৬টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে অন্তত ৪ বছর সহকারী অধ্যাপক হিসেবে থাকতে হবে।

সহকারী অধ্যাপক: প্রাসঙ্গিক বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে, উৎকৃষ্ট গবেষণা পটভূমিসহ আন্তর্জাতিক স্বীকৃত জার্নালে অন্তত ৩টি গবেষণা প্রবন্ধ থাকতে হবে এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম ৪ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুনপানি উন্নয়ন বোর্ডের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৮৪৪ ঘণ্টা আগে

অভিজ্ঞতা: ন্যূনতম ৮ বছর

প্রার্থীর অবশ্যই বিশ্ববিদ্যালয় খাতে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুবিধা: বিশ্ববিদ্যালয়ের বেতন স্কেল অনুযায়ী প্রদান করা হবে।

কর্মস্থল: অফিসে উপস্থিত থেকে কাজ

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থলের স্থান: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, একাডেমিক সনদের সত্যায়িত কপি, সদ্য তোলা দুই কপি ছবি ও ৫০০ টাকা পে-অর্ডার বা বিকাশ/নগদ পেমেন্টের তথ্যসহ আবেদনপত্র ১৮ আগস্ট ২০২৫-এর মধ্যে রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে।

বিস্তারিত: www.stamforduniversity.edu.bd

উৎস: Prothomalo

কীওয়ার্ড: প রবন ধ ন য নতম প এইচড সহক র সহয গ

এছাড়াও পড়ুন:

আধুনিক টিভির যত আধুনিক সুবিধা

টেলিভিশনকে বাংলায় বলা হয় ‘দূরদর্শন’। মাত্র কয়েক বছর আগেও এটি সত্যিই ছিল দূরদর্শনের মাধ্যম—দূরের কোনো ঘটনা চোখের সামনে এনে দেওয়ার একটি যন্ত্র। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে টিভির সংজ্ঞা, উদ্দেশ্য ও ব্যবহার। প্রযুক্তির দ্রুত অগ্রগতিতে আজকাল টিভি হয়ে উঠেছে একটি ‘স্মার্ট হাব’, যেখানে সিনেমা দেখা, গেম খেলা, ভিডিও কল করা, এমনকি বাড়ির অন্যান্য স্মার্ট ডিভাইসও নিয়ন্ত্রণ করা সম্ভব। আধুনিক টিভিগুলোর সুবিধা কেবল ছবি বা সাউন্ডে সীমাবদ্ধ নয়, বরং এগুলো এখন ব্যবহারকারীদের এনে দিয়েছে একসঙ্গে বিনোদন, সংযোগ, যোগাযোগ ও নিয়ন্ত্রণের নতুন এক এক্সপেরিয়েন্স।

স্মার্ট অপারেটিং সিস্টেম

বর্তমান প্রজন্মের টিভিগুলো শুধু নাটক কিংবা সিনেমা দেখার একটি স্ক্রিন নয়, বরং একটি সম্পূর্ণ স্মার্ট ডিভাইস। স্মার্ট টিভিতে অপারেটিং সিস্টেম (ওএস) হিসেবে টাইজেন, অ্যান্ড্রয়েড টিভি, রোকু টিভি এবং ওয়েবওএস ইত্যাদি ব্যবহৃত হয়। এই সিস্টেমগুলোর মাধ্যমেই বর্তমান যুগের টিভিগুলো হয়ে উঠছে আধুনিক থেকে আধুনিকতর। ব্যবহারকারীরা এখন চাইলেই স্মার্ট টিভিগুলোতে নেটফ্লিক্স, ইউটিউব, স্পটিফাই, অ্যামাজন প্রাইম কিংবা যেকোনো ওটিটি প্ল্যাটফর্মও সরাসরি উপভোগ করতে পারেন।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ‘অ্যাপ স্টোর ইন্টিগ্রেশন’। টিভিতেই এখন মোবাইলের মতো অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যায়। ওয়েদার অ্যাপ, গেমস, নিউজ—এমনকি ভিডিও কনফারেন্সিং অ্যাপও ব্যবহার করা যায় টিভির বড় স্ক্রিনে।

ভয়েস কন্ট্রোল: কথা বলেই নিয়ন্ত্রণ

রিমোট খোঁজার ঝামেলা এখন যেন অতীত। আগে টিভির সবকিছু রিমোট দ্বারা পরিচালিত হলেও এখনকার আধুনিক টিভিগুলোতে আছে ভয়েস কন্ট্রোল—যেখানে ব্যবহারকারীর ভয়েস দ্বারাই টিভি নিয়ন্ত্রণ করা যায়। এই প্রযুক্তি বিক্সবি, গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সার মতো ভয়েস অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে কাজ করে। এর পাশাপাশি কিছু হাই-এন্ড মডেলে রয়েছে জেসচার কন্ট্রোল—যেখানে হাত নাড়লেই টিভি রেসপন্স করে। টিভি চালু-বন্ধ করা, চ্যানেল পরিবর্তন—এমনকি ভলিউম বাড়ানো-কমানোর মতো কাজও করা যায় হাতের ইশারায়। এ ক্ষেত্রে গ্যালাক্সি ওয়াচের কথা বলা যায়। এটি হাতের নড়াচড়াকে শনাক্ত করে এসব কমান্ড কার্যকর করে।

মাল্টি-ডিভাইস কানেকটিভিটি: এক স্ক্রিনে সব সংযোগ

বর্তমানে টিভি শুধু সম্প্রচার মাধ্যম নয়; এটি হয়ে উঠেছে একটি সেন্ট্রাল কন্ট্রোল ইউনিট। মোবাইল ফোন, স্পিকার, ল্যাপটপ, গেমিং কনসোল—সব ডিভাইস এখন টিভির সঙ্গে সহজেই সংযুক্ত করা যায়।

বেশির ভাগ স্মার্ট টিভিতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডিএমআই এআরসি, এয়ার প্লে, মিরাকাস্টসহ বিভিন্ন সুবিধা। ফলে ব্যবহারকারী চাইলে নিজের ফোনের ছবি, ভিডিও বা প্রেজেন্টেশন মুহূর্তেই বড় স্ক্রিনে শেয়ার করতে পারেন। সেই সঙ্গে আধুনিক টিভিগুলোতে রয়েছে গেমারদের জন্য এইচডিএমআই ২.১ পোর্ট এবং কম ইনপুট ল্যাগযুক্ত ডিসপ্লে, যা গেমিং এক্সপেরিয়েন্সকে করে তোলে আরও স্মুথ।

আধুনিক টিভিগুলো ব্যবহারকারীদের এনে দিয়েছে একসঙ্গে বিনোদন, সংযোগ, যোগাযোগ ও নিয়ন্ত্রণের নতুন এক এক্সপেরিয়েন্স

সম্পর্কিত নিবন্ধ

  • এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তিপ্রক্রিয়ায় অভিন্ন নীতিমালা প্রণয়নে নিষ্ক্রিয়তা প্রশ্নে রুল
  • আধুনিক টিভির যত আধুনিক সুবিধা
  • এআইইউবিতে ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে দিনব্যাপী সম্মেলন