গ্রামের বখাটে সেলিম এখন গাজীপুরের স্বাধীন
Published: 11th, August 2025 GMT
গাজীপুরের সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার স্বাধীনের (২৮) আসল নাম সেলিম। জালিয়াতির আশ্রয় নিয়ে তিনি নিজের বাবার নাম পরিবর্তন করে রেখেছেন নুর মোহাম্মদ। তার আসল নাম জামাল উদ্দিন। নাম পরিবর্তন করেননি মায়ের।
সেলিম ওরফে স্বাধীনের বাড়ি পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারী নগর ইউনিয়নের সোনাহারা গ্রামে। এই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মজিবুর রহমান সরকার মজনু এ তথ্য নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও জনপ্রতিনিধির সঙ্গে আলাপ করে জানা গেছে, জামাল উদ্দিনের দুই ছেল। তাদের মধ্যে বড় সেলিম ওরফে স্বাধীন। ছোট ছেলে সোহেল পড়ালেখা শেষে ঢাকায় চাকরি করেন। ছোটবেলা থেকেই এলাকায় বখাটে ছেলে হিসেবে পরিচিত ছিলেন স্বাধীন। চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তবে, থানায় কোনো মামলা নেই। স্বাধীন চতুর্থ অথবা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেছেন।
আরো পড়ুন:
মুরগির ডাক শুনে ঘরের দরজা খুলতেই খুন হন জসীম
রাজশাহীতে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
স্বাধীনের বাবা জামাল উদ্দিন ভ্যানরিকশা চালাতেন। ১৫ বছর আগে স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় সন্তানদের ছেড়ে চলে যান তিনি। পরে দুই ছেলেকে নিয়ে নানা আব্দুস সামাদ প্রামানিকের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন স্বাধীনের মা। পরে তিনি দ্বিতীয় বিয়ে করে স্বামীর বাড়ি চলে যান।
তারা জানান, কয়েক বছর পর স্বাধীন গ্রাম থেকে ঢাকায় চলে যান। সেখানেই জড়িয়ে পড়েন অপরাধমূলক কর্মকাণ্ডে। মাঝে মধ্যে এলাকায় গিয়ে কয়েকদিন থেকে আবারো ঢাকায় ফিরে যেতেন তিনি।
এলাকাবাসীর ধারণা, ঢাকায় অপরাধ করে নিজেকে আড়াল করতে কিছুদিন এলাকায় এসে থাকতেন স্বাধীন। তিনি ঢাকার কোথায় থাকতেন, কী করতেন তা এলাকাবাসীর জানা নেই।
বনওয়ারী নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মজিবুর রহমান সরকার মজনু বলেন, “সাংবাদিক তুহিন হত্যায় গ্রেপ্তার হওয়ার পর আমরা জানতে পারি সে ঢাকার গাজীপুরে থাকতো। তার নামতো স্বাধীন নয়। তার আসল নাম সেলিম। আর বাবার নাম নুর মোহাম্মদ নয়। তার আসল নাম জামাল উদ্দিন।”
সাংবাদিক তুহিন হত্যায় জড়িত পাবনার আরেক যুবক ফয়সাল হাসান (২৩)। এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ফয়সাল হোসেন ওরফে রমজান জেলার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পাঁচবাড়িয়া গ্রামের কিয়াম উদ্দিনের ছেলে। তার তিন ছেলের মধ্যে ফয়সাল সবার বড়।
পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা জিন্না সরকার বলেন, “কিয়াম উদ্দিন গাজীপুরের একটি গার্মেন্টসে চাকরি করেন। ৩০ বছর আগে তিনি জীবিকার তাগিদে গাজীপুরে যান। কিয়াম উদ্দিন গাজীপুরেই বিয়ে করে বসবাস করতে শুরু করেন। তার এলাকায় কোনো বাড়ি নেই। এলাকায় বেড়াতে আসলে ছোট ভাই আবু হানিফের বাড়িতে থাকেন।”
স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত ফয়সাল কখনো গ্রামে গেলে মাদকাসক্ত যুবকদের সঙ্গে চলাফেরা করেন। এর বাইরে ফয়সাল সম্পর্কে বেশি কিছু জানাতে পারেনি তারা।
গত বৃহস্পতিবার গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় বাদশা নামে এক ব্যক্তি ব্যাংক হতে ২৫ হাজার টাকা তুলে ফিরছিলেন। এসময় আসামি গোলাপী তাকে হানিট্রাপে ফেলার চেষ্টা করে। এটি যখন বাদশা বুঝতে পারে, তখন তার থেকে ছুটতে চায় এবং কিল-ঘুষি মারে। আগে থেকে ওৎপেতে থাকা অন্য আসামিরা এসে একটি মুদী দোকানে বাদশাকে কোপানো শুরু করে। বাদশা প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে।
ঘটনাটি সাংবাদিক তুহিন নিজের পেশাগত কারণেই ভিডিও করে। আসামিরা সাংবাদিক তুহিনকে ভিডিও ডিলেট করতে বলে কিন্তু তিনি রাজি হননি। এক পর্যায়ে ওই আসামিরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
তুহিন হত্যা মামলায় গাজীপুর পুলিশ সাত আসামিকে গ্রেপ্তার করে। শনিবার (৯ আগস্ট) বিকেলে তাদের গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালতের বিচারক মো.
ঢাকা/শাহীন/মাসুদ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর হত য আস ম ত হ ন হত য এল ক ব স আসল ন ম এল ক য় আস ম র ফয়স ল
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি