খুলনা জেলার ডুমুরিয়ায় প্রায় ২ কোটি টাকা মূল্যের ‘আইস’ নামক মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া সদরে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার দুপুরে ডুমুরিয়া বাস স্ট্যান্ডে খুলনা গামী  যাত্রীবাহী বাসটি (ঢাকা-মেট্রো-ব-১৫-৩১৬৩) তল্লাশী চালানো হয়। এ সময় বাসের ভিতর বাক্সে একটি কাগজের বিস্কিটের কার্টুনের মধ্যে ২ কেজি ‘আইস’ নামক মাদক পাওয়া যায়। এর মধ্যে দুইটি বড় ও পাঁচটি ছোট প্যাকেট রয়েছে। মাদক বহন করায় চালক ও তার সহকারীসহ বাসটি আটক করা হয়েছে।

আরো পড়ুন:

টেকনাফে ৩০ হাজার ইয়াবা ও ১ কেজি আইস জব্দ

মাদক কারবারির ছোঁড়া গুলিতে সোর্স আহত, আটক-১

আটককৃতরা হলেন, সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মৃত রমজান শেখের ছেলে (চালক) বিল্লাল শেখ (৪০) ও একই জেলার কালিগঞ্জ থানার মৃত কালিপদ অধিকারীর ছেলে (সহকারী) সুকুমার অধিকারী (৩৫)।

জানতে চাইলে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.

মাসুদ রানা বলেন, “জব্দকৃত ‘আইস’ মাদকের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। চালক ও হেলপার আটক রয়েছে এবং মাদক বহনকারী বাসটি জব্দ করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া মাদক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো যাবে।”

ঢাকা/নুরুজ্জামান/মেহেদী

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ