শিক্ষাবিদ ও প্রাবন্ধিক যতীন সরকার আর নেই
Published: 13th, August 2025 GMT
বিশিষ্ট শিক্ষাবিদ, প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার আর নেই। বুধবার (১৩ আগস্ট) দুপুর আড়াইটায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯০ বছর।
মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিরুল ইসলাম।
যতীন সরকার বেশ কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। এ ছাড়া তিনি দীর্ঘদিন ধরে পলি আর্থ্রাইটিসে ভুগছিলেন। জুন মাসে বেশ কিছু কারণে তার শরীরে অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে ময়মনসিংহে তার মেয়ের বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে আবার অসুস্থ হয়ে পড়লে ঢাকার হাসপাতালে ভর্তি করা হয়। সম্প্রতি তাকে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়।
যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ময়মনসিংহের নাসিরাবাদ কলেজের বাংলা বিভাগের সাবেক এই শিক্ষক সুদীর্ঘকাল ধরে মননশীল সাহিত্যচর্চা, বাম রাজনীতি এবং প্রগতিশীল আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি দুই মেয়াদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্ব পালন করেন।
লেখক হিসেবে যতীন সরকার ২০১০ সালে স্বাধীনতা পুরস্কার, ২০০৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পদক, ২০০৫ সালে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য প্রথম আলো বর্ষসেরা গ্রন্থপুরস্কার, ড.
৪২ বছরের বেশি সময় শিক্ষকতা পেশায় থেকে ২০০২ সালে অবসর গ্রহণের পর যতীন সরকার স্ত্রী কানন সরকারকে নিয়ে শিকড়ের টানে চলে যান নিজ জেলা নেত্রকোনায়। সেখানে শহরের সাতপাই এলাকার নিজ বাড়িতেই থাকতেন।
ঢাকা/সাইফ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর যত ন সরক র প রস ক র
এছাড়াও পড়ুন:
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রোওয়া ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। ফলে মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় আশপাশে কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ভোগরা চৌধুরীবাড়ি এলাকায় সড়কটি অবরোধ করেন শ্রমিকরা। সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করছিলেন।
পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, গাজীপুরের ভোগরা এলাকার রোওয়া ফ্যাশন লিমিটেড কারখানার শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে আজ সকালে বিক্ষোভ শুরু করেন। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে সকাল ৯টা থেকে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
আরো পড়ুন:
চা শ্রমিকদের ক্লান্তি দূর করে ‘পাতিচখা’
পিয়াইন নদীতে নিখোঁজ বালু শ্রমিকের মরদেহ উদ্ধার
আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের তিন মাসের বেতন বকেয়া। বেতন দেওয়া নিয়ে তালবাহানা করছে কর্তৃপক্ষ। শ্রমিকরা আজকের মধ্যে বেতন দাবি করেছেন। বেতন না পাওয়া পর্যন্ত মহাসড়কে অবস্থান করার কথা জানিয়েছেন তারা।
গাজীপুর শিল্প পুলিশের এসপি আল মামুন শিকদার বলেন, “শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করছি। এ ঘটনায় আশপাশের কয়েকটি কারখানা সাধারণ ছুটি ঘোষণা করেছে।”
ঢাকা/রেজাউল/মাসুদ