ট্রান্সকম গ্রুপ ও ডেল্টা লাইফের মধ্যে বিমা চুক্তি স্বাক্ষর
Published: 13th, August 2025 GMT
কর্মী কল্যাণ জোরদার ও করপোরেট অংশীদারত্ব সুদৃঢ় করতে ট্রান্সকম গ্রুপ ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি গ্রুপ লাইফ ও হেলথ ইনস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে।
এ চুক্তি দুই প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সহযোগিতা ও পারস্পরিক আস্থার প্রতীক। নিজেদের খাতে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে ট্রান্সকম গ্রুপ ও ডেল্টা লাইফ ইনস্যুরেন্স বহু বছর ধরে কর্মীদের কল্যাণ, করপোরেট স্থায়িত্ব, নির্ভরযোগ্য বিমাসুবিধা ও কার্যকর সেবা প্রদানে একসঙ্গে কাজ করছে।
চুক্তিতে স্বাক্ষর করেন ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার সাধু ও ট্রান্সকম গ্রুপের গ্রুপ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো.
অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেল্টা লাইফ ইনস্যুরেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রুপ অ্যান্ড হেলথ ইনস্যুরেন্স বিভাগের কনসালট্যান্ট সাফিউল আলম খান চৌধুরী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আনোয়ারুল হক এবং প্রতিষ্ঠানের সিএফও, হেড অব অ্যাকচুয়ারিয়াল, হেড অব এইচআরডি, হেড অব গ্রুপ অ্যান্ড হেলথ ইনস্যুরেন্স, সিটিও ও ভিপি এবং ডিপ্লয়মেন্ট টিমের সদস্যরা।
ট্রান্সকম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার বিভূতি ভূষণ বালা, ডেপুটি জেনারেল ম্যানেজার সঞ্জীব কুমার রুদ্র, ডেপুটি জেনারেল ম্যানেজার শাখাওয়াত হোসেন এবং সিনিয়র এক্সিকিউটিভ মাহেদী হাসান।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ট র ন সকম গ র প
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে