আড়াইহাজারে দুর্ঘটনায় আহতদের বাঁচাতে ইউএনও’র দৃষ্টান্ত স্থাপন
Published: 13th, August 2025 GMT
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। তবে গুরুতর আহত তিনজনের জীবন রক্ষায় মানবিক ও দ্রুত তৎপরতার নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মদনপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা বিশনন্দি ফেরিঘাটের দিকে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন পুরুষ নিহত হন। আহতদের মধ্যে রয়েছেন— কুমিল্লার রাবেয়া (৬০), মদনপুর এলাকার সিএনজি চালক আবুল বাশার (৪৫), অজ্ঞাতনামা এক পুরুষ, এক নারী ও এক ১২ বছরের শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।
কর্তব্যরত চিকিৎসক ডা.
ঢাকায় নেওয়ার পর আরও দুইজন মারা যান। তবে বাকি তিনজন চিকিৎসাধীন এবং তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
মানবিক ভূমিকা সম্পর্কে ইউএনও মো. সাজ্জাত হোসেন বলেন, "মানবিক দায়িত্ব থেকেই আমি দ্রুত হাসপাতালে গিয়েছি। তখন আহতদের জীবন বাঁচানোই ছিল প্রধান কাজ। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।"
স্থানীয়রা ইউএনও'র এ উদ্যোগকে ‘সময়ের সঠিক সিদ্ধান্ত’ এবং ‘প্রশংসনীয় দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ ইউএনও আহতদ র
এছাড়াও পড়ুন:
মদনপুরে দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
মদনপুর ইউনিয়নের দেওয়ানভাগ মারকাযুল ঈমান মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগের মাগফেরাত কামনায় দ্বিতীয় তম বার্ষিক দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
বৃহস্পতিবার দ্বিতীয় দিন বাদ আছর থেকে রাত পর্যন্ত দেওয়ানভাগস্থ মাদ্রাসা সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী মহাসম্মেলনে দেশবরেণ্য আলেম ও ইসলামি বক্তারা গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করেন। পরে দেশ ও জাতির শান্তি কামনা এবং সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফেরাত করে মোনাজাত পরিচালনা করা হয়।
মারকাযুল ঈমান মাদ্রাসার সভাপতি মো. মীর আঃ রহিমের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান রনি, রিয়াজুল আলম ইমন, বন্দর উপজেলা যুবদল নেতা বাবুল মিয়া, বাদল মিয়া, মো.জামান, আনোয়ার হোসেন ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, ইমরান ভূঁইয়া, জাহিদুল ইসলাম রিপন, মো. ইফাতসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।