নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। তবে গুরুতর আহত তিনজনের জীবন রক্ষায় মানবিক ও দ্রুত তৎপরতার নজির স্থাপন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাত হোসেন।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার বিশনন্দি ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মদনপুর থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা বিশনন্দি ফেরিঘাটের দিকে যাচ্ছিল। তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাসভর্তি একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন পুরুষ নিহত হন। আহতদের মধ্যে রয়েছেন— কুমিল্লার রাবেয়া (৬০), মদনপুর এলাকার সিএনজি চালক আবুল বাশার (৪৫), অজ্ঞাতনামা এক পুরুষ, এক নারী ও এক ১২ বছরের শিশু। স্থানীয়রা তাদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

কর্তব্যরত চিকিৎসক ডা.

সারতি রানী রায় জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় নেওয়ার প্রয়োজন ছিল। এ সময় স্থানীয় সাংবাদিক মাসুম বিল্লাহ বিষয়টি ইউএনও মো. সাজ্জাত হোসেনকে অবহিত করেন। খবর পাওয়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ইউএনও হাসপাতালে পৌঁছে নিজ খরচে চারটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

ঢাকায় নেওয়ার পর আরও দুইজন মারা যান। তবে বাকি তিনজন চিকিৎসাধীন এবং তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।

মানবিক ভূমিকা সম্পর্কে ইউএনও মো. সাজ্জাত হোসেন বলেন, "মানবিক দায়িত্ব থেকেই আমি দ্রুত হাসপাতালে গিয়েছি। তখন আহতদের জীবন বাঁচানোই ছিল প্রধান কাজ। আশা করছি, তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন।"

স্থানীয়রা ইউএনও'র এ উদ্যোগকে ‘সময়ের সঠিক সিদ্ধান্ত’ এবং ‘প্রশংসনীয় দৃষ্টান্ত’ হিসেবে অভিহিত করেছেন।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: সড়ক দ র ঘটন ন র য়ণগঞ জ ইউএনও আহতদ র

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাস উল্টে গ্রীন ইউনিভার্সিটির ৩ শিক্ষার্থী আহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে শিক্ষার্থীদের বাঁচাতে হঠাৎ ব্রেক কষে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে গেছে। এতে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশের তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে আমিজউদ্দীন পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে পাশে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থী আহত হন। আহতদের গ্রীন ইউনিভার্সিটির নিজস্ব পরিবহনে ইউএস-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়।

গ্রীন ইউনিভার্সিটির প্রশাসনিক শাখা জানায়, আহতদের মধ্যে মো. ইয়াসিন আরাফাত (২১) নামে বিবিএ বিভাগের এক শিক্ষার্থী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি দুজন সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। তবে তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনার কারণে চিটাগংরোড থেকে মৌচাক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন।

জুলহাস উদ্দিন জানান, ভোরে গ্রিন ইউনিভার্সিটির একটি বাস ডেলিগেটেড লাইনে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রী তুলছিল। এ সময় কয়েকজন শিক্ষার্থী রাস্তা পার হচ্ছিলেন। শিক্ষার্থীদের বাঁচাতে ‘ইটনা পরিবহন’ বাসটি হঠাৎ ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের ডিভাইডারে ধাক্কা দেয় এবং উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায় ও বাসটি সরিয়ে নেয়। পরে সার্ভিস লেনের এক পাশ ও সড়কের মাঝের লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
 

সম্পর্কিত নিবন্ধ

  • মেঘনার মাঝ নদীতে স্পিডবোট অচল, ভয়ে কান্নাকাটি করছিলেন যাত্রীরা
  • ফরিদপুরে মঞ্চে জায়গা না পেয়ে এনসিপি নেতার ওপর চড়াও বিএনপি নেতারা
  • বিএনপি’র পাল্টা-পাল্টি কর্মসূচি: রাজাপুরে ১৪৪ ধারা জারি
  • বন্দরে মনু হত্যা মামলা তুলে নিতে হুমকি, থানায় জিডি  
  • আড়াইহাজারে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪
  • সিদ্ধিরগঞ্জে মহাসড়কে বাস উল্টে গ্রীন ইউনিভার্সিটির ৩ শিক্ষার্থী আহত
  • পুলিশের লাঠি নিয়ে তরুণকে পেটানোর ভিডিও ভাইরাল, ইউএনওর বিরুদ্ধে মামলা
  • নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিনকে ফুলেল শুভেচ্ছা
  • ফুলেল শুভেচ্ছায় সিক্ত নবাগত সদর ইউএনও তাছলিমা শিরিন