ভারতীয় কংগ্রেসের সদস্য ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রাণনাশের হুমকি পেয়েছেন জানিয়ে আদালতে অভিযোগ করেছেন। বিজেপির দুই সংসদ সদস্য তাকে ‘দাদির (ইন্দিরা গান্ধী) মতো পরিণতি’ হবে বলে হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। খবর এনডিটিভির।

বুধবার (১৩ আগস্ট) পুনের একটি আদালতকে রাহুল জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক বিষয়গুলো উত্থাপন এবং ২০২২ সালের ভারত জোড়ো যাত্রা চলাকালে হিন্দুত্ববাদী নেতা বিনায়ক দামোদর সাভারকর সম্পর্কে তার মন্তব্যের কারণে এই হুমকি এসেছে। 

মহারাষ্ট্রের নাসিকের এক আদালত গত ২৪ জুলাই হিন্দুত্ববাদী এ মতাদর্শীর বিরুদ্ধে মন্তব্যের অভিযোগে দায়ের করা মানহানি মামলায় রাহুল গান্ধীকে জামিন দেন।

আরো পড়ুন:

ভারতকে এমন শিক্ষা দেব, কখনোই ভুলবে না: শাহবাজ শরিফ

কেবিসির মঞ্চে সোফিয়া-ব্যোমিকারা, শুরু বিতর্ক

মামলাটি দায়ের করেছিলেন নাসিকের বাসিন্দা ও এক অলাভজনক সংস্থার পরিচালক দেবেন্দ্র ভূটাডা। তিনি দাবি করেছেন, হিঙ্গোলিতে এক সংবাদ সম্মেলন ও যাত্রার সময় দেওয়া বক্তৃতায় রাহুল গান্ধী সাভারকরের সুনাম ক্ষুণ্ন করেছেন।

রাহুলের আইনজীবী মিলিন্দ পাওয়ার জানান, কংগ্রেস আদালতে আলাদা একটি আবেদন জমা দিয়েছে যাতে সাম্প্রতিক রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে বিচার প্রক্রিয়ায় একত্রে দেখা হয়।

তিনি বলেন, গত ১৫ দিন ধরে রাহুল গান্ধী ‘ভোট চুরির’ প্রতিবাদে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন করছেন।সংসদে হিন্দুত্ব প্রসঙ্গে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তার বাদানুবাদ হয়েছে। এই সময়কালেই দুই বিজেপি সাংসদ রাহুলকে হুমকি দিয়েছেন। তার ভবিষ্যৎ ইন্দিরা গান্ধীর মতো হবে বলার পাশাপাশি রাহুলকে সবচেয়ে বড় সন্ত্রাসী বলে হুমকি দেওয়া হয়েছে।

আইনজীবীর অভিযোগ, যারা এই হুমকি দিয়েছেন তারা সাভারকরের অনুসারী এবং তাদের বংশপরিচয় ও রাজনৈতিক অবস্থান মিলিয়ে দেখলে রাহুল গান্ধীর ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি আদালতের কার্যবিবরণীতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা জরুরি।

আদালত আবেদনটি গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানি আগামী ১০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/ফিরোজ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াতপন্থীদের প্যানেল ঘোষণা 

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন (২০২৫-২০২৬) সালের জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত পূর্ণ প্যানেল ঘোষণা করা হয়েছে।  মঙ্গলবার (১২ আগস্ট ) এক সভায় এ প্যানেলের নাম প্রকাশ করা হয়।

জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের ঘোষিত প্যানেলের প্রার্থীরা হলে সভাপতি পদে এড. এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে  এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে এড. মোহা. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে এড. মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে এড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মাসুদুর রহমান, সদস্য পদে এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. সাইফুল ইসলাম ও এড. তাওফিকুল ইসলাম।

এর আগে ১২ সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এড. আব্দুস সামাদ মোল্লা এবং সহ-সভাপতি হয়েছেন এড. শাহাদাত আলী ইমন।

সম্পর্কিত নিবন্ধ

  • বিচার কার্যক্রম বিলম্ব করতে চাইলে ‘টুঁটি চেপে’ ধরবেন ট্রাইব্যুনাল
  • সাবেক ফার্স্টলেডি এখন মেঝেতে ঘুমান
  • টিউলিপের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে
  • নারায়ণগঞ্জ আইনজীবী সমিতি নির্বাচনে জামায়াতপন্থীদের প্যানেল ঘোষণা 
  • কাঠগড়ায় কাঁদলেন এনবিআরের সেই মতিউর, আদালত বললেন, ‘দুদকের জালে এখন হাজার মতিউর’
  • শেখ হাসিনার আইনজীবী হতে চাইলেন জেড আই খান পান্না, খারিজ করলেন ট্রাইব্যুনাল
  • জামিন চেয়ে বিচারপতি খায়রুল হকের আবেদনের শুনানি নিয়ে আদালত কক্ষে হট্টগোল ও ধাক্কাধাক্কি
  • পুলিশের অভ্যন্তরীণ তত্ত্বাবধান ও জবাবদিহি ভেঙে পড়েছিল: হাইকোর্ট
  • শেরপুর চেম্বার অব কমার্সের নির্বাচন স্থগিত