ইউরোপীয় নেতারা মরিয়া হয়ে চেষ্টা করছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করার জন্য মস্কোর ওপর চাপ বাড়ান। তাঁরা চাইছেন, আগামীকাল শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ট্রাম্প এটা করুন।

যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে ট্রাম্প বলেছেন, পক্ষগুলো একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে, যা সংঘাতের সমাধান করতে পারবে। তিন বছর ধরে চলা এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সম্প্রতি ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ‘আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি, আর আমি তাঁকে বলব, আপনাকে এই যুদ্ধ শেষ করতেই হবে। আপনাকে এটা শেষ করতেই হবে।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেছেন, সমঝোতার অংশ হিসেবে কিয়েভ ও মস্কো উভয়কেই ভূমি ছাড়তে হবে; কিছু ভূমি বিনিময় তো হবেই।

ট্রাম্প অতীতেও ভূমি অদলবদলের সম্ভাব্যতা নিয়ে কথা বলেছেন। তবে শান্তি চুক্তির অংশ হিসেবে রাশিয়া বা ইউক্রেন—কোনো পক্ষই একে অন্যকে ভূমি ছাড় দিতে আগ্রহী নয়।

ইউরোপীয় নেতাদের আশঙ্কা, রাশিয়াকে বড় ধরনের ছাড় দিলে ভবিষ্যতে এ অঞ্চলে নিরাপত্তার সমস্যা তৈরি হতে পারে।

এ নিয়ে আলোচনা করতে গতকাল বুধবার প্রথমে ইউরোপের গুরুত্বপূর্ণ নেতারা নিজেদের মধ্যে এবং পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেন। তাঁরা পরে ভিডিও কলে ট্রাম্পের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন।

ট্রাম্পের কাছে ইউরোপ ও ইউক্রেন যেসব চাহিদার কথা বলেছে, সেগুলো হলো—

যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে আসন্ন বৈঠক নিয়ে ট্রাম্প বলেছেন, পক্ষগুলো একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে, যা সংঘাতের সমাধান করতে পারবে। তিন বছর ধরে চলা এই যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

ইউক্রেনকেও বৈঠকে রাখা

গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জেলেনস্কি বলেছেন, তিনি আলাস্কায় ওই বৈঠকে উপস্থিত থাকবেন না। তবে তিনি আশা প্রকাশ করে বলেছেন, এরপর ট্রাম্প ও পুতিনের সঙ্গে একটি ‘ত্রিপক্ষীয় বৈঠক’ হবে। যদিও এখন পর্যন্ত পুতিন বলে যাচ্ছেন যে তিনি জেলেনস্কির সঙ্গে দেখা করতে আগ্রহী নন।

দুজনই ক্ষমতাসীন থাকা অবস্থায় ট্রাম্প ও পুতিন ২০১৮ সালের পর এই প্রথম আলাস্কাতে মুখোমুখি বৈঠক করতে চলেছেন।

ওই বৈঠকের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, ‘আমি বিশ্বাস করি, ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন। তিনি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। তিনি মাঝখানে আছেন, রাশিয়ার পাশে নয়। তাঁকে আমাদের পাশেও থাকতে হবে না, তিনি বরং মাঝখানে থাকুন।’

আমি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে যাচ্ছি, আর আমি তাঁকে বলব, আপনাকে এই যুদ্ধ শেষ করতেই হবে। আপনাকে এটা শেষ করতেই হবে।ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

৯ আগস্ট ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানেরা এবং ইউরোপীয় কমিশনের নেতারা ইউক্রেনের সমর্থনে একটি বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তাঁরা বলেন, ‘আমরা ইউক্রেনের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি আমাদের অবিচল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি। আমরা ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছি।’

বিবৃতিতে জোর দিয়ে আরও বলা হয়, ইউক্রেনকে বাইরে রেখে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পথ নির্ধারণ করা সম্ভব নয়।

আরও পড়ুনট্রাম্প-পুতিন বৈঠক কাল১৫ ঘণ্টা আগে

প্রথমে যুদ্ধবিরতি

ইউরোপীয় কর্মকর্তারা বলেছেন, গত সপ্তাহে পুতিন ট্রাম্প প্রশাসনের কাছে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করেছেন। ওই প্রস্তাবে মস্কো যুদ্ধ শেষ করার বিনিময়ে ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে বড় ধরনের ভূমি ছাড় দাবি করেছে।

৬ আগস্ট যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে এ প্রস্তাব দেন পুতিন। রাশিয়ার প্রস্তাবে কী আছে, তা জানার জন্য তখনই হুড়োহুড়ি লেগে যায়।

এ নিয়ে জেলেনস্কি বলেছেন, পুতিন ইউক্রেনের পূর্বের দোনেৎস্ক অঞ্চলের পুরোটা রাশিয়ার কাছে হস্তান্তর করার কথা বলেছেন। দোনেস্কের এক–তৃতীয়াংশ এখনো কিয়েভের দখলে।

৯ আগস্ট ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড ও যুক্তরাজ্যের রাষ্ট্রপ্রধানেরা এবং ইউরোপীয় কমিশনের নেতারা ইউক্রেনের সমর্থনে একটি বিবৃতি দিয়েছেন।

ইতিমধ্যে ইউক্রেন ও ইউরোপীয় নেতারা একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন। শনিবার যুক্তরাজ্যে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তাঁরা প্রস্তাবটি দেন।

ইউরোপীয় প্রস্তাবটি রাশিয়ার দোনেৎস্কের বিনিময়ে যুদ্ধবিরতির শর্তকে নাকচ করে দিয়েছে।

প্রস্তাবটিতে আরও বলা হয়েছে, অন্য কোনো পদক্ষেপের আগে যুদ্ধবিরতি চাই এবং ভূমি রদবদল হতে পারবে কেবল পারস্পরিক মতামতের ভিত্তিতে।

সবশেষে ওই প্রস্তাবে বলা হয়েছে, যেকোনো ভূমিছাড়ের জন্য ইউক্রেন নিরাপত্তা প্রতিশ্রুতি চাইবে, যার মধ্যে রয়েছে ন্যাটো সদস্যপদের সম্ভাবনা।

আরও পড়ুনক্লিনটন থেকে ট্রাম্প: যেভাবে মার্কিন প্রেসিডেন্টদের মন জয় ও পরে হতাশ করেন পুতিন১৬ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স চেভেনিং হাউসে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এবং ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। ৯ আগস্ট ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য দ ধ শ ষ কর র য ক তর ষ ট র র ইউক র ন র প র শ ষ করত ই হব প রস ত ব ইউর প য আল স ক বল ছ ন আপন ক আগস ট

এছাড়াও পড়ুন:

কাল ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ঢাকার বিভিন্ন এলাকায় নিয়মিত গ্যাস পাইপলাইনের সংস্কার করছে দেশের বৃহত্তম গ্যাস বিতরণ সংস্থা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তরের জন্য আগামীকাল শুক্রবার ঢাকা ও পাশের কিছু এলাকায় ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার তিতাস গ্যাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের লাইনে যুক্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে তিতাস বলেছে, ঢাকা ইপিজেড, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর এবং কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশে বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া এর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

সম্পর্কিত নিবন্ধ