লুটপাটে ‘সর্বদলীয় ঐক্য’, ভালো কাজে নীরবতা
Published: 14th, August 2025 GMT
বাংলাদেশে হাতে গোনা জনপ্রিয় কিছু পর্যটনকেন্দ্র আছে—যার মধ্যে অন্যতম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা। দেশে নানা খেকোর মতো পাথরখেকোরও অভাব নেই। বহু বছর ধরে সাদাপাথর উত্তোলন করছে একশ্রেণির অসাধু ব্যক্তি। অবৈধভাবে পাথর তুলে বিক্রি আজ নতুন নয়। তবে সাদাপাথর খেয়ে একেবারে মাটি করে দেওয়ার ঘটনা খুব কমই ঘটেছে।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দুই উপদেষ্টা সাদাপাথরের রাজ্যে ঘুরে বলেছিলেন, আর পাথর উত্তোলনে সরকার কোনো ইজারা দেবে না। সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়া শেষ করার আগেই সেখানে কিছু মানুষ তাঁদের দুয়ো দেন। তাঁদের দাবি—পাথর তোলা বন্ধ করা যাবে না, তুলতে দিতে হবে। তাই তাঁরা উপদেষ্টাদের ‘ভুয়া ভুয়া’ বলে দুয়ো দেন, এমনকি আটকে দেন তাঁদের গাড়িবহর।
পাথর তোলার দাবিতে তাঁরা রাস্তা বন্ধ করেন, পর্যটকদের গাড়ি আটকান। সভা, সেমিনার—সবই তাঁরা করেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এ নিয়ে কথা বলেছেন, পাথর কোয়ারি খুলে দেওয়ার ফজিলত তুলে ধরেছেন। বন্ধ থাকলে কী কী সমস্যা হবে, তা নিয়ে বিস্তর আলাপ দিয়েছেন।
অবৈধভাবে পাথর তোলা নিয়ে প্রথম আলো একাধিক প্রতিবেদন, মতামত, সম্পাদকীয় লিখেছে—কিন্তু কারও টনক নড়েনি। আজ যখন পাথর খেয়ে মাটি করে দিয়েছে, তখন সরকার, রাজনৈতিক দল, প্রশাসন, গণমাধ্যম ও সাধারণ মানুষের মুখে ‘গেল গেল’ রব উঠেছে। এই উন্মাদনা আর কিছুদিন আগে থেকে তুললে হয়তো আজ পাথর মাটি হয়ে যেত না, ভাঙা পর্যন্তই হয়তো সীমাবদ্ধ থাকত।
১২ আগস্ট একটি সেমিনারে পাথর লুটের বিষয় নিয়ে কথা বলেছেন বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি হতাশা প্রকাশ করে বলেন, ‘পাথর উত্তোলনে সর্বদলীয় ঐক্য দেখছি। একটি সুন্দর জিনিস কীভাবে হাতে ধরে অসুন্দর করতে হয়, সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা—জাফলং—নষ্ট হতে দেখলাম, ধ্বংসলীলা দেখলাম।’
অবৈধভাবে পাথর উত্তোলনের পর নৌকায় করে নেওয়া হচ্ছে। সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার প্রবেশমুখে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জোতার জন্য বিশ্বকাপ বোনাসের টাকা দেবেন চেলসির খেলোয়াড়েরা
সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফুটবলার দিয়েগো জোতার পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির খেলোয়াড়েরা তাঁদের বোনাসের একটি অংশ জোতা ও তাঁর ভাই আন্দ্রে সিলভার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ৩ জুলাই স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যান ২৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড জোতা, গাড়িতে থাকা তাঁর ভাই সিলভাও ঘটনাস্থলে প্রাণ হারান। ফুটবলবিশ্বকে শোকাভিভূত করা ওই দুর্ঘটনার ১০ দিন পর যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে চেলসি।
প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপে ছিল বড় অঙ্কের বোনাস। চ্যাম্পিয়ন হিসেবে চেলসি পেয়েছে মোট ১ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার।
যা ক্লাব কর্তৃপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে বলে জানিয়েছে। এতে জনপ্রতি ৫ লাখ মার্কিন ডলারের বেশি করে পাবেন ফুটবলারেরা।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বোনাসের একটি অংশ জোতা ও সিলভার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত চেলসির খেলোয়াড় ও ক্লাব কর্তৃপক্ষ যৌথভাবে নিয়েছে।
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে চেলসি