মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করতে প্রস্তুত। ফক্স নিউজ রেডিওর সাথে একটি সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।

শুক্রবার আলস্কায় বৈঠক করতে যাচ্ছেন পুতিন ও ট্রাম্প। ইউক্রেন যুদ্ধ বন্ধই হবে তাদের বৈঠকের প্রধান লক্ষ্য। 

ট্রাম্প সাক্ষাৎকারে বলেছেন, “আমি মনে করি তিনি একটি চুক্তি করতে যাচ্ছেন।”

মার্কিন প্রেসিডেন্ট জানান, যদি বৈঠকটি ভালোভাবে সম্পন্ন হয় তবে তিনি পরে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সাথে ফোন করবেন। তবে যদি এটি খারাপভাবে সম্পন্ন হয় তবে তিনি তা করবেন না। পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য হচ্ছে ইউক্রেনের সঙ্গে পরের দফায় বৈঠক নিশ্চিত করা।

এর আগে পুতিন জানিয়েছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের বৃহত্তম যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারে।

টেলিভিশনে প্রচারিত মন্তব্যে পুতিন বলেছেন, “আমার মতে, আমেরিকা শত্রুতা বন্ধ করতে, সংকট বন্ধ করতে ও এই সংঘাতে জড়িত সকল পক্ষের স্বার্থে চুক্তিতে পৌঁছানোর জন্য বেশ উদ্যমী এবং তারা আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে।”

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ