ইউক্রেন নিয়ে চুক্তি করতে প্রস্তুত পুতিন
Published: 15th, August 2025 GMT
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি চুক্তি করতে প্রস্তুত রয়েছেন। স্থানীয় সময় আজ শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় দুই নেতার বৈঠকের আগে ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন।
আলাস্কার বৈঠক সফল হওয়ার ৭৫ ভাগ সম্ভাবনা রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রাশিয়ার ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি যুদ্ধ বন্ধে পুতিনকে আরও আগ্রহী করে তুলে থাকতে পারে বলেও মনে করছেন তিনি।
ট্রাম্প জোর দিয়ে বলেন, আজকের বৈঠকে পুতিনকে তিনি তাঁর ওপর প্রভাব বিস্তার করতে দেবেন না। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আমি প্রেসিডেন্ট; আর তিনি আমার সঙ্গে সময়ক্ষেপণ করতে যাচ্ছেন না।’
ট্রাম্প বলেন, ‘আমি প্রথম দুই মিনিট, তিন মিনিট, চার মিনিট বা পাঁচ মিনিটের মধ্যেই বুঝে যাব.
ট্রাম্প আরও বলেন, তিনি, পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে দ্বিতীয় আরেকটি বৈঠক হবে। সেটি হবে চূড়ান্ত বৈঠক, তবে এখনো বৈঠকটি চূড়ান্ত হয়নি।
ফক্স নিউজ রেডিওকে ট্রাম্প বলেন, ‘দ্বিতীয় বৈঠকটি খুব, খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কারণ, ওই বৈঠকে তারা (রাশিয়া ও ইউক্রেন) চুক্তি করবে। আর আমি “ভাগাভাগি করে নেওয়া” শব্দগুচ্ছটি ব্যবহার করতে চাই না। তবে আপনারা জানেন, কিছু ক্ষেত্রে এটি খারাপ পরিভাষা নয়, ঠিক আছে?’
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির ‘ভূমি বিনিময়’ প্রস্তাব গ্রহণের সম্ভাবনার প্রতি ইঙ্গিত করে ট্রাম্প এ কথা বলেন। বস্তুত এটা হলো রাশিয়ার কাছে ইউক্রেনের ভূখণ্ড হস্তান্তর। মস্কোর দখলেই নেই, এমন ভূখণ্ডও এই বিনিময়ের মধ্যে থাকতে পারে।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার দিনের শেষ দিকে ট্রাম্প বলেন, দ্বিতীয় ও ত্রিপক্ষীয় বৈঠকটি খুব শিগগির হতে পারে, আর সেটি হতে পারে আলাস্কায়। তিনি বলেন, ‘আগামীকাল (শুক্রবার) আমি শুধু পরবর্তী বৈঠকের জন্য ক্ষেত্র প্রস্তুত করতে চাই, যা শিগগিরই হওয়া উচিত। আমি দেখতে চাই, এটি আসলেই হোক, হয়তো আলাস্কায়।’
এ ধরনের একটি বৈঠক হলে, সেটি হবে পুতিনের পক্ষ থেকে একরকম ছাড়। কারণ, তিনি জেলেনস্কিকে ইউক্রেনের বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে আসছেন।
ট্রাম্প স্বীকার করেছেন, তাৎক্ষণিক যুদ্ধবিরতি অর্জন করা যাবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে একটি শান্তি চুক্তির মধ্যস্থতা করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন। পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘এখন আমি বিশ্বাস করি, তিনি যে একটি চুক্তি করতে যাচ্ছেন, তা নিয়ে তাঁর সংশয় নেই। আমি মনে করি, তিনি তা করবেন এবং আমরা সে উপায় খুঁজে বের করতে যাচ্ছি।’
আরও পড়ুনক্লিনটন থেকে ট্রাম্প: যেভাবে মার্কিন প্রেসিডেন্টদের মন জয় ও পরে হতাশ করেন পুতিন১৩ আগস্ট ২০২৫পুতিন যদি ইউক্রেনের ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করেন এবং শুধু আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দেন, তাহলে জেলেনস্কি একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হবেন। বিশেষ করে ট্রাম্প যদি মনে করেন, এরপরও একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন করা উচিত।
ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল বেশির ভাগ সময় যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কাটিয়েছেন। সেখানে তিনি ইউরোপীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের আগের দিনের ভিডিও কল নিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনা করেন। ট্রাম্পের সঙ্গে আলাপটি যেভাবে হয়েছিল, তাতে অনেকটাই স্বস্তি পেয়েছেন ইউরোপীয় নেতারা। তবে তাঁরা জানেন, ট্রাম্প কী করবেন, তা নিশ্চিত নয় এবং তাঁর নিজের মতো করে কাজ করার প্রবণতা রয়েছে।
আরও পড়ুনযুদ্ধবিরতির বিনিময়ে ভূখণ্ড হারানোর ভয়—ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে হতাশ ইউক্রেনীয়রা৬ ঘণ্টা আগেউৎস: Prothomalo
কীওয়ার্ড: ট র ম প বল ন ইউক র ন র আল স ক প রস ত য ক তর
এছাড়াও পড়ুন:
জয়পুরহাটে গভীর নলকূপের লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
জয়পুরহাটে গভীর নলকূপের এক লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) ক্ষেতলাল উপজেলার বরাইল ইউনিয়নের কলিঙ্গা গ্রামের একটি ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবু সাইদ (৬৫) ওই গ্রামেরই বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই গভীর নলকূপের লাইনম্যান ও পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ বলছে, নিহতের হাত-পা বাঁধা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।
আরো পড়ুন:
চিরকুট: ‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’
কুমিল্লায় মা-মেয়ের মরদেহ উদ্ধার
পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে আবু সাইদ নলকূপ পাহারা দেওয়ার উদ্দেশে বাসা থেকে বের হন। তবে, শুক্রবার সকালে তিনি বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্যরা তার মোবাইলে ব্যবহৃত নম্বরে যোগাযোগ করে না পেয়ে নলকূপের ঘরে গিয়ে তার হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকতে দেখেন।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আব্দুল্লাহ/রাজীব