বন্দরে ১৫ আগস্টে নিস্তব্ধ আওয়ামী লীগ, মাঠে বিএনপি
Published: 15th, August 2025 GMT
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎ বার্ষিকী নিরবে নিস্তব্ধে কেটে গেছে। প্রশাসনের সর্তকতা ও বিএনপি নেতাকর্মীরা রাজপথে থাকার কারনে বন্দরে এবার কোনো আয়োজন, দোয়া মাহফিল বা প্রকাশ্য কর্মসূচি পালন করেনি আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো। দীর্ঘদিন ধরে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করলেও গত দুই বছর ধরে দলটি এ দিবসে নিস্তব্ধ রয়েছে।
১৪ আগস্ট সন্ধ্যা থেকে বন্দরের বিভিন্ন এলাকায় ছিলো বিএনপির অবস্থান কর্মসূচি এবং প্রশাসনের কঠোর অবস্থান। রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নামেননি। তবে গোপন স্থানে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত আকারে সক্রিয় ছিলেন তারা।
২০২৪ সালের ৫ আগস্টের আগে দিনটিকে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে পালন করত আওয়ামী লীগ। কিন্তু সেই বছরের গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক বাস্তবতায় টানা দুই বছর ধরে দলটি এ দিবসে নিরবতা পালন করছে।
অন্যদিকে, দিনভর বন্দরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সম্ভাব্য যে কোনো কর্মসূচি ঠেকাতে বিএনপিকে মহড়া দিতে দেখা গেছে। দলটির নেতাকর্মীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৌশলগতভাবে এলাকায় অবস্থান নেন।
উল্লেখ্য, এর আগে বর্তমান অন্তর্র্বতী সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছিল, যার প্রভাব এখনও মাঠপর্যায়ে স্পষ্ট।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ব এনপ আওয় ম
এছাড়াও পড়ুন:
সীতাকুণ্ডে পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের তিন দোকানে আগুন, মহাসড়কে যানজট
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জামের (ফায়ার সেফটি আইটেম) তিনটি দোকান পুড়ে গেছে। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চেয়ারম্যানঘাটা এলাকার মেঘনা ব্যাংকসংলগ্ন শিবলী মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। এ কারণে রাত সাড়ে আটটা থেকে সোয়া ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
মার্কেটটির মালিক উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন। দোকানগুলোর মালিক মো. জয়নাল আবেদীন ও খোকন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, দোকানগুলোতে পুরোনো জাহাজের নিরাপত্তা সরঞ্জাম, শিল্পীদের আঁকা ছবি ও ক্ষুদ্র যন্ত্রাংশ বিক্রি হতো।
পাশের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, আগুন লাগার পর মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, এর ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ৪৫ মিনিট পরে কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
দোকান পুড়ে যাওয়ার সময় কুতুব উদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ফায়ার সার্ভিসের দেরি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আল মামুন বলেন, দীর্ঘ যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা গেছে, তবে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে। কেউ হতাহত হননি।
আগুন নেভানোর সময় যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে। আজ রাত সাড়ে ১০টায়