চট্টগ্রাম গ্রামার স্কুল এনসিতে (সিজিএস এনসি) এনসিইউকে ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার শুরু করার উদ্যোগ নিয়েছে এমআইই পাথওয়েজ। দেশের রাজধানী ঢাকায় ইতিমধ্যেই এমআইই পাথওয়েজের দুটি শাখায় সাড়া পাওয়ায় এ বছর বন্দরনগরী চট্টগ্রামে প্রথমবারের মতো এনসিইউকে ডিগ্রির মাধ্যমে বিদেশে বিশ্ববিদ্যালয় অধ্যয়নের সুযোগ তৈরি হতে যাচ্ছে। এখানে মাত্র ৯ মাসের ফাউন্ডেশন কোর্স শেষে শিক্ষার্থীদের জন্য খুলে যাবে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার দরজা।

এমআইই পাথওয়েজ ও সিজিএস এনসির এই যুগান্তকারী অংশীদারত্ব চট্টগ্রামের শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। সিজিএস এনসি প্রাঙ্গণে এমআইই পাথওয়েজের কান্ট্রি ম্যানেজার এইচ এম শাহজালাল বলেন, বিদেশে উচ্চশিক্ষা শুরু করা এখন আর দূরের স্বপ্ন নয়, চট্টগ্রামের তরুণদের জন্য এটি এখন এক বাস্তব সুযোগ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৮, নিখোঁজ অনেক

ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশের দুটি অঞ্চলে বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ সোমবার এ তথ্য জানিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনো অনুসন্ধান অভিযান চলছে। খবর রয়টার্সের।

দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে সিলাকাপ শহরে ভূমিধসে সিবেউনিং গ্রামের এক ডজন বাড়ি চাপা পড়ে। ৩ থেকে ৮ মিটার (১০ থেকে ২৫ ফুট) গভীরে লোকজন চাপা পড়ায় অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চ্যালেঞ্জিং ছিল।

অনুসন্ধান ও উদ্ধার সংস্থার স্থানীয় বিভাগের প্রধান এম আবদুল্লাহ জানিয়েছেন, সিলাকাপ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত এবং ৭ জন নিখোঁজ রয়েছে।

নিউজ চ্যানেল কমপাসটিভির ফুটেজে দেখানো হয়েছে, সিলাকাপে মাটি খুঁড়তে খননকারীকে মোতায়েন করা হয়েছে।

এদিকে, মধ্য জাভার বানজারনেগারা অঞ্চলে শনিবার ভূমিধসের পর দুজন নিহত এবং ২৭ জন নিখোঁজ রয়েছে বলে দুর্যোগ প্রশমন সংস্থা সোমবার জানিয়েছে। এতে ৩০টিরও বেশি বাড়ি এবং খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া সংস্থা জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির বর্ষা মৌসুম সেপ্টেম্বরে শুরু হয় এবং এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে। বর্ষা মৌসুম দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার উচ্চ ঝুঁকি নিয়ে আসে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত নিবন্ধ