বাংলাদেশ সিএ ছাত্র পরিষদের নতুন নেতৃত্বের শপথ গ্রহণ
Published: 17th, August 2025 GMT
বাংলাদেশ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি ছাত্র পরিষদের (বিসিএসিপি) ২০২৫–২৭ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটি শপথ গ্রহণ করেছে। গত সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নতুন কমিটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
নবনির্বাচিত কমিটির সদস্যরা হলেন সভাপতি মো.
আইসিএবির প্রেসিডেন্ট এন কে এ মোবিন সদস্যদের শপথ পাঠ করান। এ সময় আইসিএবির ভাইস প্রেসিডেন্ট মো. রুকনুজ্জামান ও ডিআরসি–আইসিএবির চেয়ারম্যান, সেক্রেটারি, কাউন্সিলরসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সদস্য আব্দুর রহমান, এম এ কাইউমসহ বাংলাদেশ সিএ ছাত্র পরিষদের সাবেক নেতারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডহক কমিটির প্রধান মো. রেজাউল আজাদ। শুভেচ্ছা বক্তব্য দেন পরিষদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে