বন্দরে ৯ মাসের শিশু আবু বক্কর অপহরনের অভিযোগে স্থানীয় জনতা নারী অপহরনকারী সেতেরা বেগম (৪২)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় জনতা অপহরনকারি কবল থেকে অপহৃত শিশু আবু বক্করকে উদ্ধার করে। 

অপহৃত শিশু আবু বক্কর পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার রিয়াদ মিয়ার ছেলে। আটককৃত অপহরনকারী সেতারা বেগম বন্দর থানার কলাবাগ খালপাড় এলাকার আব্দুর রহমান মিয়ার মেয়ে ও উল্লেখিত এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। 

এ ব্যাপারে অপহৃত শিশুর নানী রাজেদা বেগম বাদী হয়ে  রোববার (১৭ আগস্ট) সকালে আটককৃত  অপহরনকারি সেতেরা বেগমকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা দায়ের করেন।  যার মামলা নং ২৭(৮)২৫। ধারা-৭ নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ ৩ৎসহ ৩৩ পেনাল কোড ১৮৬০ ।

এর আগে গত শনিবার (১৬ আগস্ট)  বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার পুরান বন্দর চৌধুরীস্থ জনৈক মঞ্জুর আলমের বসত বাড়ি সামনে থেকে ওই অপহৃত শিশুটিকে উদ্ধার করে জনতা।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, অপহৃত ৯ মাসের  শিশু আবু বক্কর বাদিনী নাতিন। গত শনিবার বিকেলে বাদিনী মেয়ে মুক্তা বেগম তার ৯ মাসের শিশু সন্তানকে  বসত ঘরে রেখে সাংসারিক কাজ করার সময় অপহরনকারি সেতারা বেগম বাদিনী মেয়ের বসত ঘরে কৌশলে অনাধিকার ভাবে প্রবেশ করে। পরে অপহরনকারি সেতেরা বেগম  ৯ মাসের শিশু আবু বক্করকে  অপহরন করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি বাদিনী নজরে আসে। 

বাদিনী অপহরনকারিকে আটক করলে অপহরনকারি সেতেরা বেগম বাদিনীর  বাম হাতের কনুইয়ের নিচে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে শিশুটি নিয়ে দৌড়ে  পালানোর চেষ্টাকালে বাদিনী ডাক চিৎকারে স্থানীয় লোকজন পুরান বন্দর চৌধুরীবাড়ী মঞ্জুর আলমের বসত বাড়ীর সামনে শিশুটি উদ্ধার করে।

পরে স্থানীয় জনতা আটককৃত নারী অপহরনকারিকে আটক করে বেদম ভাবে পিটিয়ে বন্দর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অপহরনকারি সেতেরা বেগমকে গ্রেপ্তার করে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপহরণ অপহরনক র অপহ ত শ শ ব গম ব

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ