বন্দরে ৯ মাসের শিশু আবু বক্কর অপহরনের অভিযোগে স্থানীয় জনতা নারী অপহরনকারী সেতেরা বেগম (৪২)কে আটক করে পুলিশে সোর্পদ করেছে। ওই সময় জনতা অপহরনকারি কবল থেকে অপহৃত শিশু আবু বক্করকে উদ্ধার করে। 

অপহৃত শিশু আবু বক্কর পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার রিয়াদ মিয়ার ছেলে। আটককৃত অপহরনকারী সেতারা বেগম বন্দর থানার কলাবাগ খালপাড় এলাকার আব্দুর রহমান মিয়ার মেয়ে ও উল্লেখিত এলাকার জাহাঙ্গীর আলমের স্ত্রী। 

এ ব্যাপারে অপহৃত শিশুর নানী রাজেদা বেগম বাদী হয়ে  রোববার (১৭ আগস্ট) সকালে আটককৃত  অপহরনকারি সেতেরা বেগমকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে এ মামলা দায়ের করেন।  যার মামলা নং ২৭(৮)২৫। ধারা-৭ নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ ৩ৎসহ ৩৩ পেনাল কোড ১৮৬০ ।

এর আগে গত শনিবার (১৬ আগস্ট)  বিকেল সাড়ে ৫টায় বন্দর থানার পুরান বন্দর চৌধুরীস্থ জনৈক মঞ্জুর আলমের বসত বাড়ি সামনে থেকে ওই অপহৃত শিশুটিকে উদ্ধার করে জনতা।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, অপহৃত ৯ মাসের  শিশু আবু বক্কর বাদিনী নাতিন। গত শনিবার বিকেলে বাদিনী মেয়ে মুক্তা বেগম তার ৯ মাসের শিশু সন্তানকে  বসত ঘরে রেখে সাংসারিক কাজ করার সময় অপহরনকারি সেতারা বেগম বাদিনী মেয়ের বসত ঘরে কৌশলে অনাধিকার ভাবে প্রবেশ করে। পরে অপহরনকারি সেতেরা বেগম  ৯ মাসের শিশু আবু বক্করকে  অপহরন করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি বাদিনী নজরে আসে। 

বাদিনী অপহরনকারিকে আটক করলে অপহরনকারি সেতেরা বেগম বাদিনীর  বাম হাতের কনুইয়ের নিচে কামড় দিয়ে রক্তাক্ত জখম করে শিশুটি নিয়ে দৌড়ে  পালানোর চেষ্টাকালে বাদিনী ডাক চিৎকারে স্থানীয় লোকজন পুরান বন্দর চৌধুরীবাড়ী মঞ্জুর আলমের বসত বাড়ীর সামনে শিশুটি উদ্ধার করে।

পরে স্থানীয় জনতা আটককৃত নারী অপহরনকারিকে আটক করে বেদম ভাবে পিটিয়ে বন্দর থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে অপহরনকারি সেতেরা বেগমকে গ্রেপ্তার করে।  
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ অপহরণ অপহরনক র অপহ ত শ শ ব গম ব

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২

বন্দরে বিভিন্ন অপরাধে ২ জনকে আটক  করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার তাজউদ্দিন মিয়ার ছেলে ভূট্টো (৪৫) ও একই উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার রহিমউদ্দিন মিয়ার ছেলে ইউসুফ আলী (৪৮)।

আটককৃতদের  মধ্য ভূট্টোকে পুলিশ আইনের ৩৪ ধারায় ও অপর আটককৃত কাজী ইউসুফ আলীকে ৫৪ ধারায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার অপরাধে তাদেরকে আটক করা হয়।   
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে সন্দেহভাজন যুবক রাতুল আটক  
  • টেকনাফে অস্ত্র-মাদকসহ ২৮ মামলার আসামি ইউপি সদস্য গ্রেপ্তার
  • বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২