কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাটের ভেতর বিশেষ কৌশলে লুকানো ৫ হাজার ১০০ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটকদের একজন বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে মালামাল তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।

আটককৃতরা হলেন, মাদারীপুরের জাকির হোসেন (২৬) ও বরিশালের তানভীর আহমদ (৩০)। তানভীর বিমানবন্দরের চাকরিচ্যুত কর্মী।

ইলিয়াস খান জানান, আটককৃত দুজন সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছে বেলা ১১টা ২৫ মিনিটের ঢাকাগামী ইউএস-বাংলা ফ্লাইটে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় মালামাল স্ক্যানিং করা হলে ক্রিকেট ব্যাটের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ইলিয়াস খান। 

ঢাকা/তারেকুর

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২

বন্দরে বিভিন্ন অপরাধে ২ জনকে আটক  করেছে পুলিশ। আটককৃতরা হলো বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার তাজউদ্দিন মিয়ার ছেলে ভূট্টো (৪৫) ও একই উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার রহিমউদ্দিন মিয়ার ছেলে ইউসুফ আলী (৪৮)।

আটককৃতদের  মধ্য ভূট্টোকে পুলিশ আইনের ৩৪ ধারায় ও অপর আটককৃত কাজী ইউসুফ আলীকে ৫৪ ধারায় শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করছে।

এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে রাস্তায় অযথা ঘুরাফেরা করার অপরাধে তাদেরকে আটক করা হয়।   
 

সম্পর্কিত নিবন্ধ

  • বন্দরে সন্দেহভাজন যুবক রাতুল আটক  
  • বন্দরে বিভিন্ন অপরাধে আটক ২