ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকে পাশে থাকবেন ইউরোপীয় নেতারা
Published: 17th, August 2025 GMT
ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন দেখা করতে যাবেন, তখন তার সঙ্গে থাকবেন জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনসহ ইউরোপীয় নেতারা। রবিবার তারা এই বিষয়টি জানিয়েছেন।
শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য পুতিনের ওপর চাপপ্রয়োগ করবেন। তবে বৈঠক শেষে ট্রাম্প উল্টো জেলেনস্কিকে যুদ্ধ বন্ধে চাপ দিচ্ছেন। সোমবার ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন জেলেনস্কি।
জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রবিবার জেলেনস্কির অবস্থানকে শক্তিশালী করার জন্য মিত্রদের একটি বৈঠকের আয়োজন করেছিলেন। ইউরোপীয় মিত্ররা জেলেনস্কিকে ফেব্রুয়ারিতে তার শেষ ওভাল অফিসের বৈঠকের পুনরাবৃত্তি এড়াতে সাহায্য করতে আগ্রহী। কারণ ওই বৈঠকে ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইউক্রেনীয় নেতাকে প্রকাশ্যে অবজ্ঞা করেছিলেন, তাকে অকৃতজ্ঞ বলে অভিহিত করেছিলেন।
ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইনও ওয়াশিংটন ভ্রমণ করবেন। তার সঙ্গে থাকবেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
ওয়াশিংটন ভ্রমণ সম্পর্কে জার্মান সরকার এক বিবৃতিতে বলেছে, “অন্যান্য বিষয়ের মধ্যে নিরাপত্তা গ্যারান্টি, আঞ্চলিক বিষয় এবং রাশিয়ান আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় অব্যাহত সমর্থন নিয়ে আলোচনা করা হবে।”
ইউরোপীয় শক্তিগুলো ট্রাম্প, পুতিন এবং জেলেনস্কির মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনে সহায়তা করতে চায় যাতে ইউক্রেনের ভবিষ্যৎ গঠনের জন্য টেবিলে একটি আসন নিশ্চিত করা যায়। তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততার সাথে ইউক্রেনের জন্য নিরাপত্তার নিশ্চয়তা এবং প্রয়োজনে মস্কোর উপর চাপ বাড়ানোর ক্ষমতাও চায়।
একজন ইউরোপীয় সরকারি কর্মকর্তা বলেছেন, “নিরাপত্তার নিশ্চয়তার ক্ষেত্রে তারা কী অপরিহার্য বলে মনে করে তা তারা স্পষ্ট করে বলবে: তারা নিজেরা কী করতে পারে, স্বেচ্ছাসেবী জোটের কী হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা কী আশা করে। প্রকৃতপক্ষে, তারা একটি অত্যন্ত দৃঢ় প্রতিশ্রুতি আশা করে।”
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন র ইউর প য র জন য
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।