যে গাড়ি মাত্র ৩০ মিনিটে চার্জ করে চালানো যায়
Published: 21st, September 2025 GMT
সারা পৃথিবীতেই বৈদ্যুতিক গাড়ির (ইভি) কেনাবেচা বাড়ছে। টেকসই বিভিন্ন প্রযুক্তিকে যুক্ত করে এসব গাড়ি নিরাপদ জ্বালানি ও নিরাপদ প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা দিচ্ছে ব্যবহারকারীদের। নিউ এনার্জি ভেহিকল (এনইভি) প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ি বিওয়াইডি অ্যাটো ৩ মডেলের নতুন সংস্করণ উন্মোচন করেছে। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত বিওয়াইডি ফ্ল্যাগশিপ শোরুমে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে গাড়িটি উন্মোচন করা হয়।
বিওয়াইডি জানিয়েছে, বিওয়াইডি অ্যাটো ৩ মডেলে লিথিয়াম আয়ন ফসফেট ব্লেড ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ডিসি ফাস্ট চার্জারের মাধ্যমে গাড়িটি মাত্র ৩০ মিনিটে ৩০ থেকে ৮০ শতাংশ চার্জ করা যাবে। গাড়িটিতে পারফরম্যান্স, নিরাপত্তা ও ইন্টেলিজেন্স বাড়াতে ব্যবহার করা হয়েছে ই-প্ল্যাটফর্ম ৩.
নতুন বিওয়াইডি অ্যাটো ৩ মডেলে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাচ্ছে। রি-ডিজাইন করা প্রিমিয়াম থমাস ব্ল্যাক ইন্টেরিয়রসহ ভেন্টিলেডেড ফ্রন্ট সিট স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। অন্যদিকে এর নতুন কালো রঙের হেডলাইট, ১৮ ইঞ্চি টায়ারসহ বোল্ড রিম ডিজাইন ও স্পোর্টিয়ার স্টাইলিং এক্সটেরিয়রকে ভিন্ন লুক দিয়েছে। এই সংস্করণটিতে আরও রয়েছে সমৃদ্ধ ১২ভি লো-ভোল্টেজ লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি।
অনুষ্ঠানের প্রধান অতিথি সিজি রানার বিডি লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘সারা পৃথিবীতে বৈদ্যুতিক গাড়ির প্রসার ঘটছে। ভবিষ্যতের কথা বিবেচনা করে বাংলাদেশে আমরা বৈদ্যুতিক গাড়ি চলাচলের জন্য কাজ করছি।’
ক্রেতারা এখন দুটি মডেলের মধ্যে গাড়িটি কিনতে পারছেন। স্ট্যান্ডার্ড রেঞ্জ সংস্করণের দাম পড়বে ৪৯.৯০ লাখ টাকা। এই গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে ৩৪৫ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম। আরেকটি হলো এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণ। এর দাম ৫৫.৯০ লাখ টাকা। এই মডেলটিকে একবার চার্জে ৪২০ কিলোমিটার পর্যন্ত চলানো যাবে। ট্র্যাকশন ব্যাটারি, মোটর ও মোটর কন্ট্রোলারের জন্য আট বছর ও পুরো গাড়ির জন্য ছয় বছর ওয়ারেন্টি পাবেন ক্রেতারা। বিওয়াইডি বাংলাদেশের চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের বলেন, বাংলাদেশ ইলেকট্রিক ভেহিকল গাড়ি ব্যবহারে প্রস্তুত। বিওয়াইডি বাংলাদেশ সারা দেশে চার্জিং নেটওয়ার্ক সম্প্রসারণ করতে কাজ করছে।
২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বিওয়াইডি বাংলাদেশ আয়োজন করা হবে ‘অ্যাটো ৩ উইক’। এ আয়োজনে অ্যাটো ৩ মডেলের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়া যাবে। নতুন মডেলের গাড়িটি কেনার আগে টেস্ট ড্রাইভের সুযোগ আছে। টেস্ট ড্রাইভ করা যাবে এই ওয়েবসাইটে নিবন্ধন করে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব যবহ র
এছাড়াও পড়ুন:
আইএফআইসি ব্যাংকের সাবেক এমডিকে ৫ কোটি টাকা জরিমানা
আইএফআইসি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহ আলম সারওয়ারকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। সংস্থাটির গতকাল মঙ্গলবারের কমিশন সভায় জরিমানার এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভাশেষে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে এই জরিমানা করা হয়েছে। এই জরিমানা করা হয় মূলত বেক্সিমকো গ্রুপের শ্রীপুর টাউনশিপ গ্রিন জিরো কুপন বন্ড–সংক্রান্ত অনিয়ম ও অব্যবস্থাপনার দায়ে। বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান শ্রীপুর টাউনশিপের নামে ইস্যু করা দেড় হাজার কোটি টাকার অভিহিত মূল্য বা ফেসভ্যালুর এই বন্ডের জামিনদার ছিল আইএফআইসি ব্যাংক। আর বন্ডটির আয়োজক ও পরামর্শক প্রতিষ্ঠান ছিল আইএফআইসি ব্যাংকেরই সহযোগী মার্চেন্ট ব্যাংক আইএফআইসি ইনভেস্টমেন্টস।
বিএসইসি বলছে, বন্ডটি বেক্সিমকো গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠানের হওয়া সত্ত্বেও কিছু বিজ্ঞাপনে এই বন্ডের প্রচার করা হয় ‘আইএফআইসি আমার বন্ড’ নামে। এর ফলে বিনিয়োগকারীরা ধারণা করেন এই বন্ড আইএফআইসি ব্যাংকের ইস্যু করা। এর মাধ্যমে মূলত বিনিয়োগকারীদের প্রতারিত করে বিনিয়োগ আকৃষ্ট করা হয়। আর ওই সময় আইএফআইসি ব্যাংকের এমডির দায়িত্বে ছিলেন শাহ আলম সারওয়ার। এ কারণে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার দায়ে তাঁকে পাঁচ কোটি টাকা জরিমানা করেছে সংস্থাটি।
এর আগে চলতি বছরের ৩০ জুলাই শ্রীপুর টাউনশিপের জন্য ইস্যু করা বন্ডের অনিয়মের জন্য বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান (বর্তমানে কারাবন্দি) সালমান এফ রহমানকে ১০০ কোটি টাকা, বন্ডটি ইস্যুকালীন সময়ে আইএফআইসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আহমেদ সায়ান এফ রহমানকে ৫০ কোটি টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বন্ডটি ইস্যুর সময়ে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএসইসির সাবেক কমিশনার শামসুদ্দিন আহমেদ ও বন্ডটির আয়োজক আইএফআইসি ইনভেস্টমেন্টসের তৎকালীন প্রধান নির্বাহী ইমরান আহমদকে পাঁচ বছরের জন্য পুঁজিবাজার–সংশ্লিষ্ট সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ৩০ জুলাইয়ের বিএসইসির সভায় এই বন্ডের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারই ধারাবাহিকতায় গত মঙ্গলবারের সভায় আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে পাঁচ কোটি টাকা জরিমানা করা হয়েছে।