নার্সিং এখন আন্তর্জাতিক মানের পেশা। আধুনিক স্বাস্থ্যসেবায় ডাক্তারদের পাশাপাশি নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মানুষের সেবা করার সুযোগ, দেশে–বিদেশে চাকরির নানা ক্ষেত্র, উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা—সব মিলিয়ে এই সময়ে নার্সিংয়ে পড়ার সিদ্ধান্ত বদলে দিতে পারে তরুণদের জীবন।

একনজরে সুযোগগুলো দেখে নেওয়া যাক

সরকারি চাকরি: পাবলিক সার্ভিস কমিশন সম্প্রতি ৩ হাজার ৫১২ নার্সকে বিসিএস নার্সিং নন–ক্যাডারে নিয়োগ দিয়েছে।

বেসরকারি ক্ষেত্র: বেসরকারি হাসপাতাল, এনজিও ও আন্তর্জাতিক সংস্থায় প্রচুর কাজের সুযোগ আছে।

আন্তর্জাতিক ক্ষেত্র: বিদেশেও প্রচুর কর্মক্ষেত্র আছে। ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নার্সরা সাফল্যের সঙ্গে কাজ করছেন।

বিশেষায়িত নার্সিং: এটি দক্ষতার নতুন দিগন্ত। আজকের দিনে নার্সরা চাইলে বিশেষ কিছু ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারেন, যেমন ইনটেনসিভ কেয়ার (নিবিড় পরিচর্যা), হৃদ্‌রোগ, শিশুস্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, নারীর স্বাস্থ্য, কমিউনিটি হেলথ, নিউরোসায়েন্স, নার্সিং ব্যবস্থাপনা ইত্যাদি। বিশেষায়িত জ্ঞান থাকলে বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রেও মেলে বাড়তি সুবিধা।

আরও পড়ুননারায়ণগঞ্জের এই বাড়ি স্থাপত্যের মর্যাদাপূর্ণ পুরস্কারে স্বর্ণপদক জিতেছে২২ ঘণ্টা আগেনার্সিং নিয়ে প্রচলিত ভুল ধারণা

১.

শুধুই ডাক্তারদের সহকারী

বাস্তবে নার্সরা গবেষণা, শিক্ষাদান, নীতি প্রণয়ন ও নেতৃত্বেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২. নার্সিং মানেই ‘বেডসাইড কেয়ার’

আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র), অপারেশন থিয়েটার, স্কুল হেলথ, করপোরেট হেলথ প্রোগ্রাম—সবখানেই নার্সদের দায়িত্ব আছে।

৩. মেয়েদের পেশা

বর্তমানে প্রচুর ছেলে নার্সিংয়ে আসছে এবং ভালো করছে। বিদেশে পুরুষ নার্সদের চাহিদা বাড়ছে।

৪. ক্যারিয়ার গ্রোথ নেই

সরকারি চাকরি, বিদেশে উচ্চ বেতন, মাস্টার্স ও পিএইচডি—সব মিলিয়ে নার্সিংয়ে আপনার পেশাজীবনে উন্নতির অনেক সুযোগ আছে।

সারা বিশ্বে কেন নার্সিংয়ের চাহিদা বাড়ছে?

জনসংখ্যা বৃদ্ধি: স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে সেবার চাহিদা দিন দিন বাড়ছে।

বয়স্ক জনগোষ্ঠীর যত্ন: জেরিয়াট্রিক কেয়ার (বয়স্কদের সেবা) ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনায় নার্স অপরিহার্য।

মাতৃ ও শিশু স্বাস্থ্যসেবা: মাতৃমৃত্যু ও শিশুমৃত্যু কমাতে দক্ষ দাই ও নার্সের প্রয়োজন বাড়ছে।

আন্তর্জাতিক নার্স–সংকট: সারা বিশ্বেই দক্ষ নার্সের সংকট আছে। তাই ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নার্সদের চাহিদা বেড়েছে।

স্বাস্থ্য খাতের আধুনিকায়ন: টেলি হেলথ, রোবোটিক সার্জারি ও ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে দক্ষ নার্স অপরিহার্য।

আরও পড়ুনশবনম ফারিয়ার বিয়ের ১০টি ছবি২১ ঘণ্টা আগেআন্তর্জাতিক সুযোগ

অনেক নার্স এনসিএলইএক্স–আরএন (ন্যাশনাল কাউন্সিল লাইসেন্সার এক্সামিনেশন ফর রেজিস্টার্ড নার্সেস) পাস করে যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে কাজ করছেন। ‘প্রোমেট্রিক’ পরীক্ষা দিয়ে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যেও কাজের সুযোগ আছে। কোরিয়ার সহায়তায় বাংলাদেশে ‘পিএইচডি ইন নার্সিং’ চালু হয়েছে, যা একাডেমিক ক্যারিয়ারে হতে পারে নতুন দিগন্ত। বাংলাদেশি নার্সরা এখন কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানের নামী বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা ও গবেষণায় যুক্ত আছেন।

আছে অনুপ্রেরণা

নার্সিংয়ে পড়াশোনা শুরুর পর থেকেই অনেক অনুপ্রেরণাদায়ী মানুষের গল্প শুনেছি। যেমন নাহিদা আক্তার। ঢাকা নার্সিং কলেজ থেকে ‘বিএসসি নার্সিং’ করে তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হন। সেখানে নার্সিংয়ে ডক্টরেট করে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে এখন যুক্তরাষ্ট্রে উচ্চ মর্যাদায় কাজ করছেন। তাঁর অর্জন প্রমাণ করে যে বাংলাদেশের তরুণেরা চাইলে আন্তর্জাতিক অঙ্গনেও নার্সিংয়ে নেতৃত্ব দিতে পারেন।

আরও আছেন সাদিয়া আইভি। সিলেট নার্সিং কলেজ থেকে বিএসসি ডিগ্রি নিয়ে পরে ডক্টরেট করেছেন। এখন জাপানের হিরোশিমা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণা করছেন। তাঁর সাফল্য আমাদের দেখায়—নার্সিং শুধুই চাকরি নয়; বরং বৈশ্বিক একাডেমিক ক্যারিয়ার গড়ার প্ল্যাটফর্ম।

এ ছাড়া আশিকুর রহমান বর্তমানে ইউনিভার্সিটি অব আলবার্টা, কানাডায় গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছেন। কানাডার ম্যাকমাস্টার্স ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন হুমায়ুন কবির।

উদ্যোক্তা হওয়ার পথ

নার্সরা শুধু চাকরিই নয়, চাইলে উদ্যোক্তা হওয়ার পথও বেছে নিতে পারেন। কী ধরনের প্রতিষ্ঠান তাঁরা চালু করতে পারেন? উদাহরণ—

বেসরকারি কেয়ার সেন্টার

শিশুদের জন্য ‘চাইল্ড কেয়ার সেন্টার’

বয়স্কদের ‘হোম কেয়ার সার্ভিস’

বিশেষায়িত নার্সিং ট্রেনিং সেন্টার

সাবরিনা মমতা

উৎস: Prothomalo

কীওয়ার্ড: য ক তর ষ ট র ক জ করছ ন সরক র

এছাড়াও পড়ুন:

আরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ: এভিয়েশন–মেডিকেলে পড়াশোনা

মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিদেশি শিক্ষার্থীদের জন্য অন্যতম গন্তব্য হয়ে উঠছে। দেশটির অনেক উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান বিশ্বের বিভিন্ন জরিপে জায়গাও করে নিচ্ছে। বিদেশি ও দেশি শিক্ষার্থীদের জন্য ফুল ফান্ডেড বৃত্তি দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিদেশি শিক্ষার্থী যারা আরব আমিরাতে উচ্চশিক্ষার পড়ার স্বপ্ন দেখেন তাদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১০টি বৃত্তি (পূর্ণ-ফান্ডেড ও আংশিক-ফান্ডেড) তথ্য দেওয়া হলো।

এসব বৃত্তি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে (যেমন—স্টেম, ব্যবসা, মানববিদ্যা) উচ্চমানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ দেয়। বৃত্তি প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে অংশ-ফান্ডেড এবং পুরোপুরি-ফান্ডেড ধরনের বৃত্তি, যা শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বা অন্য আর্থিক সহায়তা প্রদান করে।

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) আধুনিক অবকাঠামো, বহুসাংস্কৃতিক পরিবেশ এবং উন্নত প্রযুক্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য পরিচিত। এসব কারণে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় পড়াশোনার গন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে দেশটি।

আরও পড়ুনইউরোপের সেরা ১০ বৃত্তি ও ফেলোশিপের খোঁজ২২ অক্টোবর ২০২৫

১. এমবিজেডইউএআই স্কলারশিপ—

মোহাম্মদ বিন জায়েদ ইউনির্ভাসিটি অব আর্টফিশিয়াল ইন্টিলিজেন্স (এমবিজেডইউএআই) বৃত্তিটি পূর্ণ ফান্ডেড। পড়াশোনার প্রায় সব খরচ মেলে এ বৃত্তিতে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে মাসে মাসে মিলবে হাত খরচ।

ডেডলাইন: ১৫ ডিসেম্বর ২০২৫

বৃত্তির সুবিধা:

শিক্ষার্থীরা পূর্ণ টিউশন ফি মওকুফ পাবেন

মাস্টার্স শিক্ষার্থীদের মাসিক ভাতা হবে ১৫ হাজার দিরহাম এবং পিএইচডি শিক্ষার্থীদের জন্য ১৭ হাজার ৫০০ দিরহাম (১ দিরহাম সমান ৩৩ টা ২৬ পয়সা)।

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আবাসনের খরচ এই ভাতার অন্তর্ভুক্ত থাকবে।

স্বাস্থ্যবিমা প্রদান করা হবে।

ইউএই ভিসা স্পনসরশিপের সুবিধা থাকবে।

আরও পড়ুনযুক্তরাজ্যে নতুন অভিবাসন নীতি: প্রয়োজন এ-লেভেল মানের ইংরেজি দক্ষতা১৯ অক্টোবর ২০২৫২. খলিফা ইউনিভার্সিটি স্কলারশিপ ইন ইউএই ২০২৫

এই বৃত্তিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। নেই কোনো আবেদন ফি। ফুল ফান্ডেড এই বৃত্তিতে পড়ার খরচ নিয়ে কোনো চিন্তা করতে হবে না শিক্ষার্থীদের। টিউশন ফি মওকুফ, মেডিকেল ইনস্যুরেন্স, আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের সহায়তাসহ মাসিক ভাতাও পাবেন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়টি ইউএই-এর অন্যতম সেরা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। খলিফা ইউনিভার্সিটিতে আংশিক ফান্ডেড বৃত্তিও দেওয়া হয়, যা বৃত্তির স্তর অনুযায়ী নির্ধারিত হয়।

৩. আবুধাবি ইউনিভার্সিটি স্কলারশিপ ইন ইউএই ২০২৫-২৬

আবুধাবি বিশ্ববিদ্যালয় (এডিইউ–ADU) স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য পূর্ণ ও আংশিক বৃত্তি প্রদান করে। এই বৃত্তিতে শিক্ষার্থীদের একাডেমিক রেকার্ড ও সহশিক্ষা কার্যক্রমে মূল্য দেয়। এর লক্ষ্য হলো প্রতিভাবান শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দেওয়া এবং ইউএই-এর শিক্ষার মান উন্নয়ন করা।

৪. ইউএই ইউনিভার্সিটি স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ২০২৫

সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য পূর্ণ ও আংশিক বৃত্তি দিচ্ছে। বৃত্তিটি স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এবং এতে টিউশন ফি-এর ৭৫% বা ৫০% পর্যন্ত ছাড় দেওয়া হয়। যেসব শিক্ষার্থী মাধ্যমিকে ভালো ফল করেছে, তারা পূর্ণ টিউশন ফি-এর বৃত্তি পেতে পারে।

আরও পড়ুনইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে টিউশন ফি২১ অক্টোবর ২০২৫৫. এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি স্কলারশিপ

বিমানবিষয়ে আগ্রহীদের জন্য এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অসাধারণ সুযোগ দিচ্ছে। এটি এমিরেটস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এবং বিমানচালনা-সংক্রান্ত উচ্চমানের শিক্ষা প্রদানে বিশেষায়িত। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখানে তাদের স্বপ্নের পেশা গড়ে তুলতে পারবেন।

৬. জায়েদ ইউনিভার্সিটি স্কলারশিপ ইন ইউএই

ইউএই-এর প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে প্রতিষ্ঠিত জায়েদ ইউনিভার্সিটি সৃজনশীলতা ও উদ্ভাবনে উৎসাহ দিতে পূর্ণ ও আংশিক বৃত্তি দেয়।

এতে শিক্ষার্থীরা আর্থিক সহায়তা ও ভাতা পেয়ে পড়াশোনার খরচ সহজে বহন করতে পারে।

৭. আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাই স্কলারশিপ

আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাই (এইউডি–AUD) স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ব্যবসা, স্থাপত্য ও প্রকৌশল বিষয়ে পূর্ণ ফান্ডেড বৃত্তি দিচ্ছে। বৃত্তিটি নেতৃত্বগুণ,একাডেমিক কৃতিত্ব ও সামাজিক অবদানের ওপর ভিত্তি করে প্রদান করা হয়।

৮. বোহেরিঙ্গার ইনগেলহেইম ফান্ডস এমডি ফেলোশিপ ২০২৫

চিকিৎসা গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এই ফেলোশিপ একটি বড় সুযোগ। এতে মাসিক ভাতা, ভ্রমণ ভাতা, ব্যক্তিগত পরামর্শ এবং বৈশ্বিক ফেলো ও অ্যালামনাই নেটওয়ার্কে যোগদানের সুযোগ থাকবে।

আরও পড়ুনফ্রিল্যান্সিংয়ে নামার আগে এ পাঁচটি বিষয় ভাবুন১৯ অক্টোবর ২০২৫৯. কানাডিয়ান ইউনিভার্সিটি দুবাই স্কলারশিপ

কানাডিয়ান ইউনিভার্সিটি দুবাই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একাধিক বৃত্তি দিচ্ছে। প্রত্যেক বৃত্তির শর্ত ও অর্থায়ন ভিন্ন ভিন্ন।

১০. মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস স্কলারশিপ

এ বৃত্তিগুলো শিক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়নেও অবদান রাখে। এ প্রোগ্রামের সর্বোচ্চ ১০০ শতাশ টিউশন ফি কভার করা হয়, বাকি খরচ আবেদনকারীকেই বহন করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের এসব বৃত্তি শুধু অর্থনৈতিক সহায়তাই নয়, বরং শিক্ষার্থীদের ব্যক্তিগত উন্নয়ন, একাডেমিক উৎকর্ষতা ও সমাজে অবদান রাখার পথ তৈরি করে। প্রযুক্তি, বিমানচালনা, চিকিৎসা বা অন্য যে কোনো ক্ষেত্রে নেতৃত্ব দিতে চাইলে এসব বৃত্তিই হতে পারে ভবিষ্যতের চাবিকাঠি। পূর্ণ বা আংশিক ফান্ডেড যেকোনো ইউএই স্কলারশিপ বেছে নিয়ে আপনি গড়ে তুলতে পারেন নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার।

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরির প্রস্তুতি: নোবেল পুরস্কার ২০২৫ সংক্রান্ত যত তথ্য
  • আরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ: এভিয়েশন–মেডিকেলে পড়াশোনা
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি, এমফিলে মাসে ১৫ হাজার–পিএইচডিতে ২০ হাজার টাকা
  • পিএইচডি গবেষকদের জন্য বৃত্তি চালু করা হবে: জবি উপাচার্য
  • বিশ্ব শিক্ষক দিবস: রাবিতে ৩ অধ্যাপককে সম্মাননা