ফরিদপুরে চাঁদা না দেওয়ায় ১৬টি মাহিন্দ্রা ভাঙচুরের অভিযোগে জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে, গত রাতে এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরো পড়ুন:

মুন্সীগঞ্জে সড়কে ঝরল শিক্ষার্থীর প্রাণ, বাসে আগুন

বৃহস্পতিবার খাগড়াছড়িতে আধাবেলা সড়ক অবরোধের ডাক

মামলার এজাহারে বলা হয়েছে, ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন এবং তার অনুসারীরা দীর্ঘদিন ধরে পুরাতন বাসস্ট্যান্ডের টেম্পোস্ট্যান্ডে মাহিন্দ্রা চালকদের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেওয়ায় মঙ্গলবার রাতে স্ট্যান্ডে থাকা ১৬টি মাহিন্দ্রা ভাঙচুর করেন তারা। এ ঘটনায় আহত হন ছয় মাহিন্দ্রা চালক।

এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেব আলী বলেন, ‘‘চাঁদা না দেওয়ায় মাহিন্দ্রা ভাঙচুরের অভিযোগে থানায় মামলা হয়েছে। সেই মামলায় যুবদল নেতা মাসুদুর রহমান লিমনকে গ্রেপ্তার করা হয়েছে।’’

ঢাকা/তামিম/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য বদল

এছাড়াও পড়ুন:

বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইতালির মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর ও বিস্তৃত করার ওপর গুরুত্ব আরোপ করে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ইতালির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করতে আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ এখন যেকোনো সময়ের থেকে ভালো। ইতালির বিনিয়োগকারীদের বিনিয়োগের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা দিতে বাণিজ্য মন্ত্রণালয় সচেষ্ট থাকবে। 

ইতালির রাষ্ট্রদূত এ্যান্টেনিও আলেসান্দ্রে বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশে ইতালীয় বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তরকে উৎসাহিত করতে আমরা আগ্রহী। বিশেষ করে, মাঝারি ও ক্ষুদ্র শিল্প খাতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা আছে।

বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান ও ডেপুটি হেড অব মিশন ফেডরিকো জামপারেল্লি উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত নিবন্ধ