পূজায় সোনামসজিদ স্থলবন্দর ৮ দিন বন্ধ
Published: 24th, September 2025 GMT
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম বন্ধ থাকবে।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর পানামা পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ম্যানেজার কামাল খান জানান, দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির ছুটির কারণে টানা ৮ দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। তবে আগামী ৪ অক্টোবর থেকে বন্দরে পুনরায় কার্যক্রম চালু হবে।
আরো পড়ুন:
১৩ দিন চালু থাকার পর আবারো পেঁয়াজ আমদানি বন্ধ
হিলি বন্দরে বেড়েছে আমদানি-রপ্তানি, ফিরেছে কর্মচাঞ্চল্য
সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জানান, শারদীয় দুর্গাপূজার ছুটিতেও বন্দরের নিজস্ব কিছু কার্যক্রম যেমন, পণ্য লোড-আনলোড, পরিবহন এবং গুদামজাতকরণ চালু থাকবে। সরকারি ছুটির দিন ব্যতিত কাস্টমস খোলা থাকবে।
স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনের মতো স্বাভাবিক থাকবে। এ বিষয়ে সোনামসজিদ ইমিগ্রেশনের পরিদর্শক জামিরুল ইসলাম জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত প্রতিদিনের মতো স্বাভাবিক থাকবে।
ঢাকা/শিয়াম/বকুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ন মসজ দ আমদ ন
এছাড়াও পড়ুন:
সদর উপজেলার ৭৭টি পূজা মন্ডপে চাল ও নগদ অর্থ প্রদান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৭৭টি সার্বজনীন পূজা মন্ডপে চাল ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ৭৭টি পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে অনুদানের নগদ ৫ হাজার অর্থ ও ৫শ' কেজি চালের ডিও তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল জানান, শারদীয় দূর্গা পূজা পালন উপলক্ষে প্রতিটি পূজা মন্ডপে অনুদান হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫শ’ কেজি চাল ও নারায়ণ সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।