চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের সেকশন অফিসার পদে নিয়োগ পরীক্ষায় মুঠোফোন ব্যবহার করে নকল করার অভিযোগ উঠেছে এক প্রার্থীর বিরুদ্ধে। নকল করার বিষয়টি ধরা পড়ার পর ওই প্রার্থী মুঠোফোন রেখে হল থেকে বেরিয়ে যান। তাঁর নাম রফিকুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী পদে কর্মরত। পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় রফিকুল ইসলামকে তাঁর পদ থেকে বরখাস্ত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম।

নিয়োগ পরীক্ষায় পরিদর্শক হিসেবে ছিল ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মনিরুল ইসলাম, সহকারী রেজিস্ট্রার আইরিন পারভিন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, পরীক্ষা চলাকালে পরিদর্শকের চোখে পড়ে, এক পরীক্ষার্থী মুঠোফোন ব্যবহার করে পরীক্ষায় নকল করছেন। পরে ওই পরীক্ষার্থী ফোন ফেলে রেখে পরীক্ষার হল থেকে চলে যান। পরীক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের তৃতীয় শ্রেণির কর্মচারী। প্রথমে আমরা তাঁকে তাঁর পদ থেকে বরখাস্ত করব এবং তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: পর ক ষ র ল ইসল ম

এছাড়াও পড়ুন:

হোটেল-ফ্ল্যাট-ছাত্রাবাসে আ.লীগের কর্মী থাকলে তথ্য দেওয়ার অনুরোধ

রাজধানী ঢাকার আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনো নেতাকর্মী থাকলে তাদের তথ্য দিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন মো. নজরুল ইসলাম।

আরো পড়ুন:

পঞ্চগড়ে সেনা অভিযানে মাদকসহ বিএনপি নেতা গ্রেপ্তার

নড়াইলের সাবেক এমপি কবিরুল ঢাকায় গ্রেপ্তার

তিনি বলেন, ‘‘আবাসিক হোটেল, ফ্ল্যাট ও ছাত্রাবাসে পুলিশের রেইড দেওয়া হয়। গোয়েন্দা নজরদারি চলছে। অনেক ফ্ল্যাটে আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকছেন। জনগণ পুলিশকে তথ্য দিলে পুলিশ সেখানে গিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করবে। তাদের গ্রেপ্তার করলে ঝটিকা মিছিলের সংখ্যা কমে যাবে। যারা তথ্য দেবেন তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।’’

ঢাকা/মাকসুদ/রাজীব

সম্পর্কিত নিবন্ধ