হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এ সময় বিভিন্ন অনিয়ম-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, অফিসের ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারি উসমান গনি ও উমেশ পাল। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন:

ফরিদপুরে পাসপোর্ট করতে এসে ৩ রোহিঙ্গা আটক 

৯ মাস পর নারায়ণগঞ্জে পাসপোর্ট অফিস চালু

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইকুল ইসলাম বলেন, “নিয়মিত মামলা দায়েরের পর তদন্ত করা হবে। তদন্তের যাদের নাম আসবে, তাদেরও আইনের আওতায় আনা হবে।”

স্থানীয়রা জানায়, পাসপোর্ট অফিসটি দীর্ঘদিন কিছু কর্মচারী ও দালাল অনিয়ম আর দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। মানুষকে জিম্মি করে তারা অতিরিক্ত টাকা আদায় করছে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ ভুক্তভোগীদের। মাঝে মধ্যে অফিসটিতে অভিযান চালানো হলেও ধরা পড়ে চুনোপুঁটিরা। তবে সবসময় ধরাছোঁয়ার বাইরে থেকে যায় রাঘব বোয়ালরা। বিষয়টি নজরে আসে সেনাবাহিনীর।

এরই পরিপ্রেক্ষিতে বুধবার দিনভর অভিযান চালানো হয়। অভিযানের সময়কালে অফিসের ডাটা এন্ট্রি অ্যান্ড কন্ট্রোল অপারেটর লতিফা বেগম, কর্মচারি উসমান গনি ও উমেশ পালকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের সাজা দেওয়ার বিধান না থাকায় হবিগঞ্জ সদর মডেল থানার ওসিকে নিয়মিত মামলা দায়ের করার নির্দেশ দেন।

ঢাকা/মামুন/মেহেদী

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আটক অভ য ন

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ