কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন শনিবার
Published: 25th, September 2025 GMT
পূর্ণাঙ্গ সম্মেলনের মাধ্যমে পুনর্জাগরণের পথে এগোচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। বিগত সরকারের আমলে প্রশাসনিক চাপ, রাজনৈতিক প্রতিবন্ধকতা এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বে স্থবির হয়ে থাকা দলটি এখন নতুন নেতৃত্ব বাছাইয়ের মধ্য দিয়ে সংগঠনকে চাঙা করতে উদ্যোগী হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লা নগরীর টাউন হলে হতে যাওয়া এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরো পড়ুন:
জামায়াত নেতার প্রতিষ্ঠানে হামলার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
নাটোরে বিএনপির কাশেম গ্রুপের মিছিল দুলু সমর্থকদের ধাওয়ায় পণ্ড
দক্ষিণ জেলা বিএনপির সূত্র জানা যায়, জেলার ১০টি উপজেলা, ১০৩টি ইউনিয়ন, ১১৭টি ওয়ার্ড ও চারটি পৌরসভার ৩৬টি ওয়ার্ডে সম্মেলন সম্পন্ন হয়েছে। এতে প্রায় ৭০ হাজার ডেলিগেট অংশ নেন। এর মধ্যে ১ হাজার ৪১৪ জন কাউন্সিলর জেলা সম্মেলনে ভোটাধিকার প্রয়োগ করবেন।
২০২২ সালের মে মাসে অনুমোদিত ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে বিলুপ্ত হয়। গত ২ ফেব্রুয়ারি কেন্দ্রীয় কমিটি সাবেক সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্যসচিব করে ৫ সদস্যবিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি গঠন করে। তাদের নেতৃত্বেই ইউনিয়ন থেকে উপজেলা পর্যায় পর্যন্ত সম্মেলন সম্পন্ন হয়।
সম্মেলনকে ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। তাদের মতে, সম্মেলনের মাধ্যমে দলীয় ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের জট কাটছে।
কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু বলেন, “উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন থেকে যে সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে, তা আগামী নির্বাচনে আসন পুনরুদ্ধারে বড় ভূমিকা রাখবে।”
সদর উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি রেজাউল কাইয়ুম বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সম্মেলন হচ্ছে। সমাজের ভালো মানুষ নেতৃত্বে আসবেন—আমরা সেই আশাই করি।”
আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন জানান, “প্রতিটি ইউনিটের সম্মেলনে চ্যালেঞ্জ ছিল। তবে সবকটি সফলভাবে শেষ হয়েছে।”
সদস্যসচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচিত হচ্ছে। এটি আগামী নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে।”
ঢাকা/রুবেল/মাসুদ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ র উপজ ল সদস য
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে