রউফ-ফারহানের অঙ্গভঙ্গি, সূর্যকুমারের মন্তব্য—আইসিসিতে ভারত–পাকিস্তানের পাল্টাপাল্টি অভিযোগ
Published: 25th, September 2025 GMT
এশিয়া কাপে ভারত-পাকিস্তানের আসল লড়াইটা হচ্ছে মাঠের বাইরে। মাঠের লড়াইয়ে এবার এশিয়া কাপে ভারত পাকিস্তানের বিপক্ষে ২-০ তে এগিয়ে থাকলেও মাঠের বাইরে দুই দল লড়ছে চোখে চোখ রেখে। এবার দুই পক্ষই একে অপরের ক্রিকেটারদের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘নিউজ ১৮’ জানিয়েছে এ খবর।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ করেছে পাকিস্তানের পেসার হারিস রউফ ও ওপেনার সাহিবজাদা ফারহানের বিরুদ্ধে। ২১ সেপ্টেম্বর দুবাইয়ে সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে ফারহান ফিফটি করার পর একে-৪৭ বন্দুক চালানোর মতো ভঙ্গিতে উদ্যাপন করেন। ভারতীয় সমর্থকেরা এই অঙ্গভঙ্গির বেশ সমালোচনা করেন। একই ম্যাচে রউফ ভারতীয় দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত হওয়ার ইঙ্গিত করে হাত নাড়েন। অভিযোগে বলা হয়েছে, এটি ভারতের সামরিক বাহিনীকে কটাক্ষ করার ইঙ্গিত।
আরও পড়ুনটি-টোয়েন্টিতে অভিষেকই সবচেয়ে ‘সিক্সি’২ ঘণ্টা আগেশুধু তাই নয়, ম্যাচে ভারতের ওপেনার শুবমান গিল ও অভিষেক শর্মার ঝোড়ো সূচনার পর রউফ তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এসব ঘটনাকে কেন্দ্র করে বিসিসিআই আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে আইসিসি জানিয়েছে, পাকিস্তানি দুই ক্রিকেটার যদি দায় অস্বীকার করেন, তবে শুনানি বসবে। আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন শুনানির দায়িত্বে থাকবেন।
ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেন ওপেনার সাহিবজাদা ফারহান.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।