অক্টোবর মাসব্যাপী সাইবার সচেতনতা কর্মসূচি নেওয়ার আহ্বান
Published: 26th, September 2025 GMT
‘সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন' প্রতিপাদ্য নিয়ে অক্টোবর মাসব্যাপী সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি ঘোষণা করেছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের আয়োজনে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২৫ ঘোষণা করা হয়।
আরো পড়ুন:
ভাসানী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি
দিনে শিক্ষার্থী, সন্ধ্যায় দোকানী রুবেল
সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২৫ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে সাইবার সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব প্রোকৌশলী মো.
তিনি বলেন, “দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র ও ফোন কলসহ ব্যক্তিগত গোপনীয় তথ্য অর্থের বিনিময়ে হস্তান্তরের তথ্য পেয়েছে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি)। গত ২৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে এনটিএমসি জানিয়েছে, ২১টি হোয়াটসঅ্যাপ গ্রুপ, ৪৮টি টেলিগ্রাম এবং ৭২০টি ফেসবুক গ্রুপ ও পেইজ যাদের ৩২ লাখ সদস্য ও ফলোয়ার রয়েছে এমন সব গ্রুপে ব্যক্তিগত তথ্য বিক্রি করা হয়েছে।”
প্রোকৌশলী মো. মুশফিকুর রহমান বলেন, “পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) তথ্য অনুযায়ী সেখানে জানুয়ারি ২০২০ থেকে ২৬ আগস্ট ২০২৫ পর্যন্ত অভিযোগ করেছে ১ লাখ ৭৪ হাজার ৮৩০ জন ভুক্তভোগী। এর মধ্যে অনুসন্ধানের জন্য গ্রহণ করা হয়েছে ২৭৮৯, তার মধ্যে মামলা রেকর্ড হয়েছে ৪০টি মাত্র। অর্থাৎ অনেক ঘটনা পর্যাপ্ত তথ্য-প্রমাণের অভাবে বাদ পড়ে যায়, যেখানে ভুক্তভোগীর অসচেতনতাও অন্যতম কারণ।”
সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন প্রকাশিত গবেষণা প্রতিবেদনের (২০২৪) তথ্য অনুযায়ী, ভুক্তভোগীদের মধ্যে সর্বোচ্চ ৭৮ দশমিক ৭৮ শতাংশের বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়াও আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই নারী। অপরাধের ধরনের মধ্যে ২১ দশমিক ৬৫ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অ্যাকাউন্ট বেদখলের (হ্যাকিং) শিকার হয়ে শীর্ষে রয়েছে। আর বিগত পাঁচ বছরের মধ্যে ২০২৩ সালে দেশে সাইবারজগতে ‘পর্ণোগ্রাফি' অপরাধ বৃদ্ধির প্রবণতা বেড়েছে। ভুক্তভোগীদের ১১ দশমিক ৩৫ শতাংশ আক্রান্ত হয়েছেন পর্ণোগ্রাফিতে।
একইভাবে অপরাধের বহুমাত্রিকতাও যুক্ত হচ্ছে; যার প্রভাবে প্রতিবেদনে ‘অন্যান্য' ধরনের অপরাধ বেড়েছে আশঙ্কাজনক হারে। এই হারটা এখন বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৫ শতাংশে। এক বছরে এই হার বেড়েছে প্রায় দ্বিগুন। ভুক্তভোগীদের মধ্যে ৪৭ দশমিক ৭২ শতাংশ সামাজিক মর্যাদাহানী, ৪০ দশমিক ১৫ শতাংশ আর্থিক ক্ষতির শিকার এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণায় কাতর ছিলেন। এদের মধ্যে মাত্র ১২ শতাংশ আইনের আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৮১.২৫ শতাংশ সাধারণ ডায়রি এবং ১৮.৭৫ শতাংশ লিখিত অভিযোগ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগকারীদের মধ্যে মাত্র ১২.৫০ মন্তব্য করেননি। সন্তুষ্ট নন ৮৭.৫০ শতাংশ। এসব প্রতারণায় আক্রান্তদের বেশিরভাগই শিক্ষিত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৪০ দশমিক ৯০ শতাংশ ভুক্তভোগী উচ্চ মাধ্যমিক পাস, ২১ দশমিক ২১ শতাংশ স্নাতক/সম্মান পাস, ১৬ দশমিক ৬৬ শতাংশ মাধ্যমিক পাস এবং ১২ দশমিক ৮৭ শতাংশ মাধ্যমিকের নিচে।
এই প্রেক্ষাপটে দশম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (অক্টোবর ২০২৫) বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। বিশ্বব্যাপী যেভাবে অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস' হিসেবে পালন করা হয়, বাংলাদেশেও একই সময়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ২০১৬ সাল থেকে আয়োজন করে আসছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। এবারও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স কর্তৃক এই ক্যাম্পেইনে অফিসিয়ালি যুক্ত হয়েছে আমাদের সংগঠন। এই উদ্যোগের মাধ্যমে স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষের মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে।
সাইবার ঝুঁকি মোকাবিলায় প্রযুক্তিগত অবকাঠামোর পাশাপাশি জনসচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। উন্নতমানের ফায়ারওয়াল, এনক্রিপশন বা নেটওয়ার্ক সিকিউরিটি থাকলেও সাধারণ ব্যবহারকারীরা সচেতন না হলে তা কার্যকর হয় না। পাসওয়ার্ড ব্যবস্থাপনা, মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন, সফটওয়্যার আপডেট রাখা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা-এসব মৌলিক নিয়ম মানা না হলে ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। অক্টোবর মাসব্যাপী প্রচারণা এসব বিষয় সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দিতে পারে।
বৈশ্বিক কর্মসূচির সঙ্গে মিল রেখে সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর ২০২৫ এ মাসব্যাপী ক্যাম্পেইন ৪টি বিষয়কে গুরুত্ব দিয়ে সাজানো হয়েছে।
১) কঠিন পাসওয়ার্ড ব্যবহার।
২। আইডিতে বহুস্তরের নিরাপত্তা ব্যবস্থা ব্যবহার।
৩) নিয়মিত সফটওয়্যার আপডেট করা এবং
৪) অনলাইন স্ক্যাম চিহ্নিত করা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো।
মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ক্যাম্পেইন, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে সভা/সেমিনার, কর্মশালা, অনলাইন কুইজ প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান, গণমাধ্যমে প্রচার জোরদারে অ্যাডভোকেসি, ইত্যাদি।
অনুষ্ঠানে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের সভাপতি কাজী মুস্তাফিজ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিসিএএফ এর উপদেষ্টা প্রকৌশলী সৈয়দ জাহিদ হোসেন, রবি অ্যাজিয়াটা পিএলসির সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল হাসনাত মোহাম্মদ শফি উল্লাহ, ব্লাস্টের উপ-পরিচালক, ক্লায়েন্ট সাপোর্টও সালিশ তাপসী রাবেয়া, জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি সহকারী পরিচালক এ এম সাকিফ ইসলাম ও সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম প্রমুখ।
ঢাকা/রায়হান/এসবি
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম সব য প ক ত গত ব শ বব সরক র অপর ধ দশম ক
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৫)
কলকাতা টেস্ট–২য় দিন
ভারত–দক্ষিণ আফ্রিকা
সকাল ১০টা, স্টার স্পোর্টস ২
এশিয়া কাপ রাইজিং স্টারসবাংলাদেশ ‘এ’–হংকং
দুপুর ১২–৩০ মি., টি স্পোর্টস
জর্জিয়া–স্পেন
রাত ১১টা, সনি স্পোর্টস ২
সুইজারল্যান্ড–সুইডেন
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ১
ডেনমার্ক–বেলারুশ
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ২
বসনিয়া–রোমানিয়া
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ৩
গ্রিস–স্কটল্যান্ড
রাত ১-৪৫ মি., সনি স্পোর্টস ৫
বিশ্বকাপ বাছাই: ইউরোপআজ টিভিতে যা দেখবেন (১৫ নভেম্বর ২০২৫)
ছোট পর্দায় আজ
কলকাতা টেস্ট–২য় দিন স্টার স্পোর্টস ২
ভারত–দক্ষিণ আফ্রিকা সকাল ১০টা
এশিয়া কাপ রাইজিং স্টারস টি স্পোর্টস
বাংলাদেশ ‘এ’–হংকং দুপুর ১২–৩০ মি.
বিশ্বকাপ বাছাই: ইউরোপ রাত ১১টা
জর্জিয়া–স্পেন সনি স্পোর্টস ২
বিশ্বকাপ বাছাই: ইউরোপ রাত ১-৪৫ মি.
সুইজারল্যান্ড–সুইডেন সনি স্পোর্টস ১
ডেনমার্ক–বেলারুশ সনি স্পোর্টস ২
বসনিয়া–রোমানিয়া সনি স্পোর্টস ৩
গ্রিস–স্কটল্যান্ড সনি স্পোর্টস ৫