বন্দরে ১ সন্তানের জননীর আত্মহত্যা
Published: 26th, September 2025 GMT
বন্দরে পারিবারিক কলহের জের ধরে ১ সন্তানের জননী হনুফা বেগম (২৪) সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
আত্মহত্যাকারী ১ সন্তানের জননী হনুফা বেগম সুদূর বরিশাল জেলার ইজলা থানার মইশখোলা এলাকার মৃত লোকমান হোসেন মিয়ার মেয়ে।
তারা দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন ছোটবাগস্থ নুরুজ্জুমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল।
আত্মহত্যার ঘটনার খবর পেয়ে ধামগড় ফাঁড়ি উপ পরিদর্শক ছায়েমসহ সঙ্গী ফোর্স দ্রুত ঘটনাস্থলে এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।
এর আগে গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা হইতে ওই রাত পৌনে ১টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ছোটবাগস্থ জনৈক নুরুজ্জুমানের ভাড়াটিয়া ঘরে এ আত্মহত্যার ঘটনাটি ঘটে।
এ ব্যাপারে আত্মহত্যাকারী ১ সন্তানের জননীর মা পারভীন বেগম বাদী হয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, গৃহবধূ আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
খবর পেয়ে ধামগড় ফাঁড়ি পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করছে। আত্মহত্যার কারন জানার জন্য পুলিশি তদন্ত অব্যহত রেয়েছে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
মদনপুরে দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
মদনপুর ইউনিয়নের দেওয়ানভাগ মারকাযুল ঈমান মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগের মাগফেরাত কামনায় দ্বিতীয় তম বার্ষিক দুইদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল।
বৃহস্পতিবার দ্বিতীয় দিন বাদ আছর থেকে রাত পর্যন্ত দেওয়ানভাগস্থ মাদ্রাসা সংলগ্ন মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইসলামী মহাসম্মেলনে দেশবরেণ্য আলেম ও ইসলামি বক্তারা গুরুত্বপূর্ণ ওয়াজ নসিহত পেশ করেন। পরে দেশ ও জাতির শান্তি কামনা এবং সকল কবরবাসীর বিদেহী আত্মার মাগফেরাত করে মোনাজাত পরিচালনা করা হয়।
মারকাযুল ঈমান মাদ্রাসার সভাপতি মো. মীর আঃ রহিমের সভাপতিত্বে মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ লিটন।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য কামরুল হাসান রনি, রিয়াজুল আলম ইমন, বন্দর উপজেলা যুবদল নেতা বাবুল মিয়া, বাদল মিয়া, মো.জামান, আনোয়ার হোসেন ভূঁইয়া, আব্দুল্লাহ আল মামুন, ইমরান ভূঁইয়া, জাহিদুল ইসলাম রিপন, মো. ইফাতসহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।