উগ্র ডানপন্থী শক্তির আস্ফালন রুখে দিয়ে এবং পুরাতন কর্তৃত্ববাদী দুঃশাসনের পুনরাবৃত্তি ঠেকাতে বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির নেতৃত্বে একটি বিকল্প সরকার গঠনের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ লক্ষ্যে আগামী ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশের আয়োজন করেছে দলটি।

সিপিবির সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন এবং সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এই সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

নেতারা বলেন, আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবির পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ-চাঁদাবাজদের গ্রেপ্তার, পাচারকৃত অর্থ ফেরত আনা, মার্কিন সাম্রাজ্যবাদী স্বার্থে দেশের ভূখণ্ড ও সমুদ্রসীমার ব্যবহার রোধ, নারী বিদ্বেষ ও ভিন্নমতের ওপর দমনমূলক সন্ত্রাস বন্ধ এবং সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে এই সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তারা আরো বলেন, বন্ধ হয়ে যাওয়া কল-কারখানা খুলে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি, আয় ও ধন বৈষম্য নিরসন এবং জুলাই মাসের গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের তালিকা প্রণয়ন, বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবিও এই আন্দোলনের অন্যতম অংশ।

সিপিবি জানিয়েছে, জাতীয় সমাবেশকে কেন্দ্র করে দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে কর্মীসভা, হাটসভা, পথসভা, পদযাত্রা ও জনসভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

নেতারা দেশের সব বামপন্থী ও গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র, শ্রমিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন, নাগরিক সমাজ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিদেরকে ঐক্যবদ্ধভাবে এই আন্দোলনে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

ঢাকা/এএএম/এসবি

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গণত ন ত র ক

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ