সিদ্ধিরগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Published: 29th, September 2025 GMT
সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো মুসা (৩৬) এবং সুমন (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, চিটাগাং রোড-চাষাড়া সড়কের পাশে প্রাণ বল্লভ মিষ্টির দোকানের সামনে এক ব্যক্তি মাদক বিক্রির জন্য অপেক্ষা করছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে মুসাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির মধ্য থেকে ৩১ পুরিয়া হেরোইন জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার ৩০০ টাকা। আটক মুসা উত্তর আজিবপুর বাগানবাড়ী এলাকার ডিস্কো জয়নব বিবির ছেলে।
এর আগে, রবিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শিমরাইল টেকপাড়া এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় সুমন নামের আরেক মাদক কারবারিকে তার নিজ বসতঘর থেকে আটক করা হয়।
তার ঘর থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ, যার বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা। সুমন ওই এলাকার জলিল মিয়ার ছেলে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে এবং ভবিষ্যতেও তা কঠোরভাবে অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স দ ধ রগঞ জ
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।