টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ। জাতীয় ক্রিকেট লিগে বুধবার চট্টগ্রাম বিভাগ হারিয়েছে বরিশাল বিভাগকে। ৮ উইকেটে তাদের পাওয়া জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়৷ 

ডানহাতি এ ব্যাটসম্যান আরেকটি ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। আগে ব্যাটিং করে বরিশাল ৭ উইকেটে ১২৮ রানের বেশি করতে পারেনি। জবাবে চট্টগ্রাম ১৬.

৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷ 

জয় ৬টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৭৮ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এক ম্যাচ আগেই ঢাকা মেট্রোর বিপক্ষে ৭১ রান করেছিলেন ৫টি ৬টি ছক্কায়। জয় বাদে রানের দেখা পেয়েছেন মমিনুল হক ও সৈকত আলী। মমিনুল ২২, সৈকত ২৩ রান করেন। 

স্বল্প পুঁজি নিয়ে বরিশালের বোলাররা লড়তে পারেননি। ১টি করে উইকেট নেন তানভীর ইসলাম ও সোহাগ গাজী। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে যাচ্ছেতাই ব্যাটিং করে তারা। ব্যাটসম্যানদের নিবেদনের ঘাটতি ছিল স্পষ্ট। কেউ খেলতে পারেনি বড় ইনিংস। আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ৩৩ রান করেন ইফতেখার হোসেন ইফতি। এছাড়া ফজলে মাহমুদ ২৬, সোহাগ গাজী ১৮ রান করেন। 

বোলিংয়ে চট্টগ্রামের সেরা ছিলেন পেসার মেহেদী হাসান রানা। ২২ রানে ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট পেয়েছেন স্পিনার হাসান মুরাদ। 

চট্টগ্রামের এটি ৪ ম্যাচে তৃতীয় জয়। ১টি ম্যাচে তারা পয়েন্ট ভাগাভাগি করেছে। বরিশালের চার ম্যাচে তৃতীয় হার।

 

ঢাকা/ ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ