টানা তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে চট্টগ্রাম বিভাগ। জাতীয় ক্রিকেট লিগে বুধবার চট্টগ্রাম বিভাগ হারিয়েছে বরিশাল বিভাগকে। ৮ উইকেটে তাদের পাওয়া জয়ের নায়ক মাহমুদুল হাসান জয়৷ 

ডানহাতি এ ব্যাটসম্যান আরেকটি ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। আগে ব্যাটিং করে বরিশাল ৭ উইকেটে ১২৮ রানের বেশি করতে পারেনি। জবাবে চট্টগ্রাম ১৬.

৩ ওভারে লক্ষ্যে পৌঁছে যায়৷ 

জয় ৬টি চার ও ৫টি ছক্কায় ৪৮ বলে ৭৮ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এক ম্যাচ আগেই ঢাকা মেট্রোর বিপক্ষে ৭১ রান করেছিলেন ৫টি ৬টি ছক্কায়। জয় বাদে রানের দেখা পেয়েছেন মমিনুল হক ও সৈকত আলী। মমিনুল ২২, সৈকত ২৩ রান করেন। 

স্বল্প পুঁজি নিয়ে বরিশালের বোলাররা লড়তে পারেননি। ১টি করে উইকেট নেন তানভীর ইসলাম ও সোহাগ গাজী। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে যাচ্ছেতাই ব্যাটিং করে তারা। ব্যাটসম্যানদের নিবেদনের ঘাটতি ছিল স্পষ্ট। কেউ খেলতে পারেনি বড় ইনিংস। আসা-যাওয়ার মিছিলে সর্বোচ্চ ৩৩ রান করেন ইফতেখার হোসেন ইফতি। এছাড়া ফজলে মাহমুদ ২৬, সোহাগ গাজী ১৮ রান করেন। 

বোলিংয়ে চট্টগ্রামের সেরা ছিলেন পেসার মেহেদী হাসান রানা। ২২ রানে ৩ উইকেট নেন তিনি। ২ উইকেট পেয়েছেন স্পিনার হাসান মুরাদ। 

চট্টগ্রামের এটি ৪ ম্যাচে তৃতীয় জয়। ১টি ম্যাচে তারা পয়েন্ট ভাগাভাগি করেছে। বরিশালের চার ম্যাচে তৃতীয় হার।

 

ঢাকা/ ইয়াসিন

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বর শ ল র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

ন্যায়বিচার হয়েছে, এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ: সালাহউদ্দিন আহমদ

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলায় যে রায় হয়েছে, তাতে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এই বিচার, এই রায় সামনের দিনের জন্য একটা উদাহরণ।

আজ সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তবে আসামিদের অপরাধের তুলনায় এই সাজা যথেষ্ট কম। কিন্তু আইনে এর ওপরে কোনো সাজা নাই।

আজ বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতিক্রিয়া জানান সালাহউদ্দিন আহমদ। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড। বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আজ সোমবার এই রায় ঘোষণা করেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

রায়ের প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, এই রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত হয়েছে। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্রক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাঁদের দাঁড়াতেই হবে।

আরও যেসব মামলা আছে, সেই মামলাগুলোতেও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন সালাহউদ্দিন আহমদ।

এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এই বিচার অপরাধের তুলনায় যথেষ্ট নয়। কিন্তু এটা শুধু ন্যায়বিচার প্রতিষ্ঠা নয়, সামনের দিনের জন্য একটা উদাহরণ। ভবিষ্যতে যাতে এই রাষ্ট্রে কেউ আর ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম না করতে পারে, ফ্যাসিস্ট না হয়ে উঠতে পারে, একনায়কতন্ত্র যাতে প্রতিষ্ঠা না হয়, তার একটি উদাহরণ। এটা ভবিষ্যতের জন্য একটা শিক্ষা। শুধু অতীতের জন্য বিচার নয়, এটা মনে রাখতে হবে।

সম্পর্কিত নিবন্ধ