চট্টগ্রামে পুলিশের অভিযানে ১৩ আগ্নেয়াস্ত্র উদ্ধার
Published: 10th, October 2025 GMT
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সিএমপির সোয়াট টিম সহায়তা দেয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়ে আজ শুক্রবার (১০ অক্টোবর) ভোররাত ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
আরো পড়ুন:
নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার
বিশেষ অভিযানে ১৭১১ জন গ্রেপ্তার
সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পেছনে মাছ বাজারের উপরের তৃতীয় তলার একটি কক্ষ, পাঁচলাইশ থানার সহযোগিতায় শুলকবাহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের সামিল গলির ইউনুস কোম্পানির বিল্ডিংয়ের দ্বিতীয় তলার কক্ষ এবং বাকলিয়া থানার সহযোগিতায় কালামিয়া বাজার এলাকায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো জানান, অভিযানে মো.
উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি ছোট বন্দুক, ২টি বিদেশি লম্বা বন্দুক, ২টি দেশীয় পাইপগান, ১টি দেশীয় শর্ট শুটার গান ও ২টি দেশীয় একনলা বন্দুক। এছাড়া ৫৮ রাউন্ড তাজা কার্তুজ, ২টি খোসা, ১৩টি ম্যাগাজিন, ৯৫টি বুলেট, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৩ হাজার ৫০০ পিস ইয়াবা, ১১০০ পুরিয়া (৫ কেজি ৫০০ গ্রাম) গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার আজাদের (২৩) বিরুদ্ধে সিএমপির পাঁচলাইশ থানায় অস্ত্র ও দস্যুতার দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
ঢাকা/রেজাউল/বকুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র স এমপ
এছাড়াও পড়ুন:
সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়া ও সানীর রোগমুক্তি কামনায় জাসাসের দোয়া
বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানীর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সদস্য সচিব ও থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আকাশ প্রধানের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জের গোদনাইল ভূইঁয়াপাড়া এলাকায় এই দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানীর আশু রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোদনাই ভুইয়াপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শরীফ হোসেন।
সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের আহ্বায়ক শামীম ঢালীর সভাপতিত্বে উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সভাপতি স্বপন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু, মহানগর জাসাসের সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন স্বাধীন ও জাতীয়তাবাদী তরুন দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ইঞ্জি. শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্েয উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নুরুজ্জামান সাউদ, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: দুলাল হোসেন, যুবদল নেতা আসলাম, জামাল প্রধান, সেলিম মাদবর, জাসাসের নাসিক ৭নং ওয়ার্ড সভাপতি সোলাইমান ভুইয়া, সাধারণ সম্পাদক আল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন শান্ত, ১০নং ওয়ার্ড সভাপতি নাজমুল হোসেন, সাধারণ সম্পাদক নাহিদ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মোজাম্মেল হক শিপু, রুবেল আহমেদ ও কামাল হোসেনসহ প্রমূখ।