চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও ও পাঁচলাইশ থানা পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে সিএমপির সোয়াট টিম সহায়তা দেয়। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুর ১২টা থেকে শুরু হয়ে আজ শুক্রবার (১০ অক্টোবর) ভোররাত ৪টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।

আরো পড়ুন:

নিখোঁজের ২১ ঘণ্টা পর নদী থেকে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

বিশেষ অভিযানে ১৭১১ জন গ্রেপ্তার

সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) আমিরুল ইসলাম জানান, চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট কাঁচা বাজারের পেছনে মাছ বাজারের উপরের তৃতীয় তলার একটি কক্ষ, পাঁচলাইশ থানার সহযোগিতায় শুলকবাহর হাজী আইয়ুব আলী সওদাগর রোডের সামিল গলির ইউনুস কোম্পানির বিল্ডিংয়ের দ্বিতীয় তলার কক্ষ এবং বাকলিয়া থানার সহযোগিতায় কালামিয়া বাজার এলাকায় একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, অভিযানে মো.

বেলাল (২৮), হৃদয় বড়ুয়া (৩০) ও মো. আজাদকে (২৩) গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।  

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি বিদেশি পিস্তল, ১টি বিদেশি ছোট বন্দুক, ২টি বিদেশি লম্বা বন্দুক, ২টি দেশীয় পাইপগান, ১টি দেশীয় শর্ট শুটার গান ও ২টি দেশীয় একনলা বন্দুক। এছাড়া ৫৮ রাউন্ড তাজা কার্তুজ, ২টি খোসা, ১৩টি ম্যাগাজিন, ৯৫টি বুলেট, নগদ ৪ লাখ ২০ হাজার টাকা, ৩ হাজার ৫০০ পিস ইয়াবা, ১১০০ পুরিয়া (৫ কেজি ৫০০ গ্রাম) গাঁজা ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তার আজাদের (২৩) বিরুদ্ধে সিএমপির পাঁচলাইশ থানায় অস্ত্র ও দস্যুতার দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে। 
 

ঢাকা/রেজাউল/বকুল 

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর উদ ধ র স এমপ

এছাড়াও পড়ুন:

 স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করতে দেয়া হবে না : ডক্টর ইকবাল

এবার স্বৈরাচারী কায়দায় ভোট কেন্দ্র দখল করার কোন সুযোগ দেয়া হবে না। বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত (নারায়ণগঞ্জ-৩) সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমার মতো অনেক ইকবালই ভোট চাইতে আসবে।

কিন্তু ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন। কোন মার্কায় ভোট দিলে দূর্নীতি বন্ধ হবে, কোন দলকে ভোট দিলে চাঁদাবাজি বন্ধ হবে, কোন নেতাকে ভোট দিলে দখলবাজি বন্ধ হবে। সাধারণ মানুষের উপর জুলুম ও অত্যাচার বন্ধ হবে। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সোনারগাঁয়ের শম্বপুরা ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, দূর্গাপ্রসাদ, কাজীর গাঁও, চৌধুরীগাঁও, তাতুয়াকান্দি এলাকায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে কালে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরো বলেন, আমাদের কোন আর্জি পেশ করা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান করে বানিয়েছেন তাই অনেক অনেক শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের লক্ষ্য করে বলছেন, হে ইমানদারগণ আল্লাহ ভয় করার মত ভয় করো আর মুসলমান হওয়া ছাড়া মৃত্যু বরণ করো না।

যে ব্যক্তি জীবনে জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ও আন্তর্জাতিক জীবনে ও ইসলাম অনুসরণ করে তারাই প্রকৃত মুসলমান।

সুতরাং আমরা যারা নিজেদের মুসলমান বলে দাবি করি জীবনের প্রতিটি সিদ্ধান্ত কুরআন ও হাদিসের আলোকে নেয়া ছাড়া মুসলমান হওয়া সম্ভব না। এবারের সংসদ নির্বাচন  ঈমান ও ইসলামের সাথে জড়িত। 

তাই ভোট দেয়ার আগে একবার বিবেক দিয়ে ভাবুন কাকে ভোট দিলে আমার আল্লাহ খুশি হবেন। এবার কেউ যদি দশজনের ভোট একজনে দেয়ার স্বপ্ন দেখে, তাদের সেই স্বপ্ন কে দুঃস্বপ্নে পরিণত করা হবে। আপনাদের ভোটে এবারের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন শম্বপুরা ইউনিয়ন ও পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাঁও, দূর্গাপ্রসাদ, কাজীর গাঁও, চৌধুরীগাঁও, তাতুয়াকান্দি এলাকার জামায়াতের কর্মী ও সমর্থকরা।

সম্পর্কিত নিবন্ধ